বারট্রাম ব্রকহাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারট্রাম ব্রকহাউস
জন্মজুলাই ১৫, ১৯১৮
মৃত্যুঅক্টোবর ১৩, ২০০৩ (৮৫ বছর)
জাতীয়তাকানাডা
পুরস্কারপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৪
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহম্যাকমাস্টার ইউনিভার্সিটি

বারট্রাম নেভিল ব্রকহাউস (জন্ম: জুলাই ১৫, ১৯১৮ – মৃত্যু: অক্টোবর ১৩, ২০০৩)[১] একজন কানাডীয় পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

ব্রকহাউস আলবার্টায় জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে ১৯৪৭ সালেবিএ এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে এমএ এবং ১৯৫০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে তিনি ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন এবং ১৯৮৪ সাল পরযন্ত সেখানেই কর্মরত ছিলেন।

সম্মাননা ও স্বীকৃতি[সম্পাদনা]

  • কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব কানাডা, ১৯৯৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.2005.0004, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.2005.0004 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।

বহিঃসংযোগ[সম্পাদনা]