ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ
Val Fitch.jpg
জন্ম (1923-03-10) ১০ মার্চ ১৯২৩ (বয়স ১০০)
মৃত্যুফেব্রুয়ারি ৫, ২০১৫(2015-02-05) (বয়স ৯১)
প্রিন্সটন, নিউ জার্সি
মাতৃশিক্ষায়তনকলাম্বিয়া ইউনিভার্সিটি
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণDiscovery of CP-violation
পুরস্কারআর্নেস্ট অর্লান্ডো লরেন্স অ্যাওয়ার্ড (১৯৬৮)
John Price Wetherill Medal (1976)
নোবেল পুরস্কার.png পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮০)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকণা পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়

ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ (১০ই মার্চ, ১৯২৩ - ৫ ফেব্রুয়ারি, ২০১৫) একজন মার্কিন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। নেব্রাস্কা অঙ্গরাজ্যের মেরিম্যানে তার জন্ম এবং সেখানেই শৈশবকাল কেটেছে। তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৪৮ সালে, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ১৯৫৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পে কাজ করেছেন। ১৯৮০ সালে জেমস ক্রোনিনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কারণ ছিল, "নিরপেক্ষ কে-মেসন-এর ভাঙনের ক্ষেত্রে মৌলিক প্রতিসাম্য নীতির লঙ্ঘন আবিষ্কার।"

জীবনী[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]