লিয়ন কুপার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লিয়ন নেইল কুপার থেকে পুনর্নির্দেশিত)
লিয়ন এন কুপার
Nobel Laureate Leon Cooper in 2007.jpg
জন্ম (1930-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৩০ (বয়স ৯৩)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণঅতিপরিবাহিতা
কুপার যুগল
পুরস্কারNobel prize medal.svg পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহব্রাউন বিশ্ববিদ্যালয়
ডক্টরাল শিক্ষার্থীএলি বিয়েনেনস্টক
Paul Munro
Nathan Intrator
Michael Perrone
Alan Saul

লিয়ন ন্যাথান কুপার (জন্ম: ২৮শে ফেব্রুয়ারি, ১৯৩০) মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৭২ সালে জন বারডিন এবং জন রবার্ট শ্রিফারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ২০-এর দশকে অতিপরিবাহিতা বিষয়ে গুরুত্বপূর্ণ বিসিএস তত্ত্ব প্রদানের জন্য তারা এ পুরস্কার পেয়েছিলেন। এই তিনজনের নামের আদ্যক্ষর দিয়েই বিসিএস তত্ত্ব নামটি রাখা হয়েছে। কুপার ইলেকট্রন যুগল ধারণাটির নামকরণ করা হয়েছে তার নামানুসারে। বর্তমানে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মধ্য নাম[সম্পাদনা]

নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটসহ অনেক প্রকাশনাতেই কুপারের পূর্ণ নাম লেখা হয়েছে "লিয়ন নেইল কুপার" । সে হিসেবে তার মধ্য নাম হচ্ছে নেইল। প্রকৃতপক্ষে, কুপারের মধ্য নামের সংক্ষেপ হিসেবে ব্যবহৃত এন অক্ষরটি নেইলের সংক্ষিপ্তরূপ নয়, বরং এ দ্বারা অন্য কিছু বোঝায়। তার পূর্ণ নামের সঠিক বানান হচ্ছে, "লিয়ন এন কুপার" । ইংরেজিতে এই এন-এর পরে কোন ডট-ও নেই। তার পারিবারিক সূত্রে জানা গেছে, "এন" দ্বারা আসলে একটা নামকে বোঝায়, আর সেই নামটি হচ্ছে ন্যাথান।

বহিঃসংযোগ[সম্পাদনা]