মাদারীপুর-২

স্থানাঙ্ক: ২৩°১৩′ উত্তর ৯০°০৩′ পূর্ব / ২৩.২১° উত্তর ৯০.০৫° পূর্ব / 23.21; 90.05
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদারীপুর-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলামাদারীপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৪,০৭,৫০০ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ২,০৯,০২৭
  • নারী ভোটার: ১,৯৮,৪৬৭
  • হিজড়া ভোটার: ৬
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদশাজাহান খান

মাদারীপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মাদারীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১৯নং আসন।

সীমানা[সম্পাদনা]

মাদারীপুর-২ আসনটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৮৬ শাজাহান খান স্বতন্ত্র প্রার্থী [৩]
১৯৮৮ সিরাজুল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টি[৪]
ফেব্রু ১৯৯১ আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ
১৯৯১ উপ-নির্বাচন শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ কাজী মাহবুব আহমেদ মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শাজাহান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: মাদারীপুর-২[৬][৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাজাহান খান ১,৭৯,৮৮৩ ৮৩.৩ +৯.৪
বিএনপি হেলেন জেরিন খান ২৮,৫৯৪ ১৩.২ -১১.৪
ইসলামী আন্দোলন মোঃ আবদুল মালেক ৭,৪৯৬ ৩.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৫১,২৮৯ ৭০.০ +২০.৭
ভোটার উপস্থিতি ২,১৫,৯৭৩ ৮০.৮ +১৩.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: মাদারীপুর-২[৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাজাহান খান ১,৩৯,০৯৬ ৭৩.৯ +১০.৪
বিএনপি সিরাজুল ইসলাম ভূঁইয়া ৪৬,২৩৪ ২৪.৬ +৭.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আতিকুর রহমান হাওলাদার ২,৪২৪ ১.৩ প্র/না
জাসদ এ রশীদ খান বাদল ৩২৩ ০.২ +০.১
স্বতন্ত্র হেলেন জেরিন খান ১২০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯২,৮৬২ ৪৯.৩ +৩.২
ভোটার উপস্থিতি ১,৮৮,১৯৭ ৬৭.৭ -৫.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মাদারীপুর-২[৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাজাহান খান ৯২,৪৯২ ৬৩.৫
বিএনপি কাজী মাহবুব আহমেদ ২৫,৩৯৭ ১৭.৪
জাতীয় পার্টি গোলাম মাওলা ১৭,০৩১ ১১.৭
ইসলামী ঐক্য জোট মোঃ আজহার উদ্দিন ৩,১৬৫ ২.২
স্বতন্ত্র সৈয়দ নবাব চাঁদ ২,৮৩১ ১.৯
জামায়াতে ইসলামী মোঃ সোবহান খান ২,৮০৩ ১.৯
জাকের পার্টি এ রব হাওলাদার ১,৪০৪ ১.০
জাসদ মোঃ আবদুল হাই হাওলাদার ২০০ ০.১
সামাজিক গণতান্ত্রিক পার্টি মোঃ মিজানুর রহমান মৃধা ১৯৯ ০.১
স্বতন্ত্র এ সাত্তার সিপাই ১৫৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৬৭,০৯৫ ৪৬.১
ভোটার উপস্থিতি ১,৪৫,৬৭৭ ৭২.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯১ সালের সাধারণ নির্বাচনে আব্দুর রাজ্জাক দুটি আসনে দাড়ান: মাদারীপুর-২ ও শরীয়তপুর-৩।[৯] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি শরীয়তপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১০] সেপ্টেম্বর ১৯৯১ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শাজাহান খান নির্বাচিত হন।[১১]

সাধারণ নির্বাচন ১৯৯১: মাদারীপুর-২[৮]
দল প্রার্থী ভোট % ±%
বাকশাল আব্দুর রাজ্জাক ৬১,৫৩২ ৪৬.৪
জাসদ শাজাহান খান ৩০,১৫৬ ২২.৮
বাংলাদেশ জাতীয় কংগ্রেস আবদুল মান্নান শিকদার ১৫,৪৩৬ ১১.৬
জাতীয় পার্টি সিরাজুল ইসলাম ভূঁইয়া ৯,৮৬৯ ৭.৪
জামায়াতে ইসলামী সামসুল হক ৬,৩৫৫ ৪.৮
জাকের পার্টি মোঃ এনামুল হক ৪,৭৪৪ ৩.৬
বিকেএ এইচ আনোয়ারুল হক ২,৯৭৩ ২.২
স্বতন্ত্র নূরুল আমিন ১,২৭৮ ১.০
স্বতন্ত্র ফেরদৌস জমাদার ১৮৩ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৩১,৩৭৬ ২৩.৭
ভোটার উপস্থিতি ১,৩২,৫২৬ ৫০.৯
জাতীয় পার্টি থেকে বাকশাল অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মাদারীপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"বাংলাদেশ সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  11. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2 

বহিঃসংযোগ[সম্পাদনা]