প্রিন্সিপাল স্টাফ অফিসার
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসার | |
---|---|
নিয়োগকর্তা | বাংলাদেশের প্রধানমন্ত্রী |
মেয়াদকাল | পরিচিত হিসাবে কোন নির্দিষ্ট শব্দ |
গঠন | ডিসেম্বর ১৯৭৮ |
ওয়েবসাইট | http://www.afd.gov.bd/ |
প্রিন্সিপাল স্টাফ অফিসার (সংক্ষেপে পিএসও) বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদক লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে পরিচালিত হয়। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। নভেম্বর ২০২০ সাল থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।[১]
ভূমিকা এবং কার্যাবলী[সম্পাদনা]
প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আদেশ ও নিয়ন্ত্রণ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।[২]
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় বিভাগটি। প্রাশাসনিক পরিষেবাগুলির উপর কর্তৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীই রাখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সমান্তরাল বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ একটি স্বাধীন মন্ত্রণালয় হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কার্য সম্পাদন করেন।
সংস্থা[সম্পাদনা]
সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।
পরিচালকের দপ্তর গুলো হল :
- অপারেশনস এবং পরিকল্পনা অধিদপ্তর।
- প্রশিক্ষণ অধিদপ্তর।
- সিভিল এবং মিলিটারি সম্পর্ক অধিদপ্তর।
- প্রশাসন ও পণ্য সরবরাহ অধিদপ্তর।
- গোয়েন্দা অধিদপ্তর।
নিয়োগপ্রাপ্ত[সম্পাদনা]
নিম্নে ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত সকল প্রিন্সিপাল স্টাফ অফিসারদের তালিকা দেয়া হলো।
নং | চিত্র | প্রিন্সিপাল স্টাফ অফিসার | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
---|---|---|---|---|---|
১ | মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া | মেজর জেনারেল১৯৯১ | ১৯৯৬ | ৪–৫ বছর | |
২ | এ আই এম মোস্তফা রেজা নূর পিএসসি | মেজর জেনারেল২০০৪ | ২০০৬ | ১–২ বছর | |
৩ | জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৩) | মেজর জেনারেল২০০৬ | জুন ২০০৭ | ০–১ বছর | |
৪ | মাসুদ উদ্দিন চৌধুরী এনডিইউ, পিএসসি | লেফটেন্যান্ট জেনারেলজুন ২০০৭ | ২ জুন ২০০৮ | ১ বছর | |
৫ | আবদুল মুবীন এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৫) | লেফটেন্যান্ট জেনারেল৪ জুন ২০০৮ | ১২ জুন ২০০৯ | ১ বছর, ৮ দিন | |
৬ | আব্দুল ওয়াদুদ এনডিসি, পিএসসি | লেফটেন্যান্ট জেনারেল১৩ জুন ২০০৯ | ১ জানুয়ারি ২০১৩ | ৩ বছর, ২০৩ দিন | |
৭ | শফিউল হক এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৮) | লেফটেন্যান্ট জেনারেল১ জানুয়ারি ২০১৩ | ২৪ জুন ২০১৫ | ২ বছর, ১৭৪ দিন | |
৮ | মো. মইনুল ইসলাম আফডব্লিউসি, পিএসসি | লেফটেন্যান্ট জেনারেল১ জুলাই ২০১৫ | ৩১ জানুয়ারি ২০১৬ | ২১৪ দিন | |
৯ | মোঃ মাহফুজুর রহমান আরসিডি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (জন্ম ১৯৬১) | লেফটেন্যান্ট জেনারেল১ ফেব্রুয়ারি ২০১৬ | ২৪ নভেম্বর ২০২০ | ৪ বছর, ২৯৮ দিন | |
১০ | ওয়াকার-উজ-জামান | লেফটেন্যান্ট জেনারেল২৪ নভেম্বর ২০২০ | পদাধিকারী | ২ বছর, ১৯৬ দিন |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার উজ জামান"।
- ↑ বিভাগ, সশস্ত্র বাহিনী। "Officer's in AFD"। www.afd.gov.bd। ২০১৬-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০২।