প্রিন্সিপাল স্টাফ অফিসার
| বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার | |
|---|---|
| নিয়োগকর্তা | বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা |
| মেয়াদকাল | ৩ বছর, অথবা ৬০ বছর বয়সে, যেটি আগে হবে |
| গঠন | ডিসেম্বর ১৯৭২ |
| ওয়েবসাইট | https://afd.gov.bd/pso-afd |
প্রিন্সিপাল স্টাফ অফিসার (সংক্ষেপে পিএসও) বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদক লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে পরিচালিত হয়। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। ২২ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।[১]
ভূমিকা এবং কার্যাবলী
[সম্পাদনা]প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আদেশ ও নিয়ন্ত্রণ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।[২]
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় বিভাগটি। প্রশাসনিক পরিষেবাগুলির উপর কর্তৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীই রাখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সমান্তরাল বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ একটি স্বাধীন মন্ত্রণালয় হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কার্য সম্পাদন করেন।
সংস্থা
[সম্পাদনা]সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।
পরিচালকের দপ্তর গুলো হল :
- অপারেশনস এবং পরিকল্পনা অধিদপ্তর।
- প্রশিক্ষণ অধিদপ্তর।
- সিভিল এবং মিলিটারি সম্পর্ক অধিদপ্তর।
- প্রশাসন ও পণ্য সরবরাহ অধিদপ্তর।
- গোয়েন্দা অধিদপ্তর।
নিয়োগপ্রাপ্ত
[সম্পাদনা]এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
নিম্নে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারদের তালিকা দেয়া হলো:
| নং | চিত্র | প্রিন্সিপাল স্টাফ অফিসার | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল | |
|---|---|---|---|---|---|---|
| ১ | ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোঃ আবদুল্লাহ | ১৯৭২ | ১৯৭৫ | ৩–৪ বছর | [৩] | |
| ২ | মেজর জেনারেল নুরুল ইসলাম শিশু | ১৯ জানুয়ারি ১৯৭৬ | ১১ ডিসেম্বর ১৯৮০ | ৪ বছর, ৩২৭ দিন | [৪] | |
| ৩ | লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী (১৯৩৮–২০১০) | ১২ ডিসেম্বর ১৯৮০ | ৩০ জুন ১৯৮৫ | ৪ বছর, ২০০ দিন | [৫] | |
| ৪ | মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী | ১৮ ডিসেম্বর ১৯৯০ | ১১ সেপ্টেম্বর ১৯৯৬ | ৫ বছর, ২৬৮ দিন | ||
| ৫ | মেজর জেনারেল আবদুস সালাম (জন্ম ১৯৪২) | ১৫ সেপ্টেম্বর ১৯৯৬ | ১০ জানুয়ারি ১৯৯৯ | ২ বছর, ১১৭ দিন | [৬] | |
| ৬ | মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া | ১২ জানুয়ারী ১৯৯৯ | ১২ জানুয়ারী ২০০৪ | ৫ বছর | ||
| ৭ | মেজর জেনারেল এ আই এম মোস্তফা রেজা নূর পিএসসি | ১২ এপ্রিল ২০০৪ | ৬ জুন ২০০৬ | ২ বছর | ||
| ৮ | মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৩) | ৮ জুন ২০০৬ | ৫ জুন ২০০৭ | ০ বছর | ||
| ৯ | লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এনডিইউ, পিএসসি | জুন ২০০৭ | ২ জুন ২০০৮ | ১ বছর | ||
| ১০ | লেফটেন্যান্ট জেনারেল আবদুল মুবীন এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৫) | ৪ জুন ২০০৮ | ১২ জুন ২০০৯ | ১ বছর, ৮ দিন | ||
| ১১ | লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদ এনডিসি, পিএসসি | ১৩ জুন ২০০৯ | ১ জানুয়ারি ২০১৩ | ৩ বছর, ২০৩ দিন | ||
| ১২ | লেফটেন্যান্ট জেনারেল শফিউল হক এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৮) | ১ জানুয়ারি ২০১৩ | ২৪ জুন ২০১৫ | ২ বছর, ১৭৪ দিন | ||
| ১৩ | লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম আফডব্লিউসি, পিএসসি | ১ জুলাই ২০১৫ | ৩১ জানুয়ারি ২০১৬ | ২১৪ দিন | ||
| ১৪ | লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান আরসিডি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (জন্ম ১৯৬১) | ১ ফেব্রুয়ারি ২০১৬ | ২৪ নভেম্বর ২০২০ | ৪ বছর, ২৯৮ দিন | ||
| ১৫ | লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান (জন্ম ১৯৬৬) | ২৪ নভেম্বর ২০২০ | ২৯ ডিসেম্বর ২০২৩ | ৩ বছর, ৩৫ দিন | ||
| ১৬ | লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম (জন্ম ১৯৬৮) | ২৯ ডিসেম্বর ২০২৩ | ১ বছর, ৩১২ দিন | |||
| ১৭ | লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান | ২২ আগস্ট, ২০২৪ | ১ বছর, ৪৫ দিন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদকঢাকা, নিজস্ব। "প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪।
- ↑ বিভাগ, সশস্ত্র বাহিনী। "Officer's in AFD"। www.afd.gov.bd। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৬।
- ↑ "এএফডি-এর ইতিহাস"। সশস্ত্র বাহিনী বিভাগ। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২।
- ↑ আহমেদ, মওদুদ (১৯৯৫)। গণতন্ত্র ও উন্নয়নের চ্যালেঞ্জ: বাংলাদেশে রাজনীতি ও সামরিক হস্তক্ষেপের একটি অধ্যয়ন। বিকাশ পাবলিশিং হাউস। পৃ. ১৪২। আইএসবিএন ০৭০৬৯৯৭২৬৩।
- ↑ হোসেন, উর্মি (২০১২)। "আলী, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত"। ইসলাম, সিরাজুল; জামাল, আহমেদ এ. (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (দ্বিতীয় সংস্করণ)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
- ↑ খানম, রাশিদা (২০০৮)। বৈধতার প্রকৃতি ও বাংলাদেশের রাজনীতির সংকট ১৯৭২-১৯৯০। এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস। পৃ. ২৪৪।

