বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক বিমানের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঐতিহাসিক বিমান সমূহের তালিকা বাংলাদেশ বিমান বাহিনীর যেগুলো এখন কর্মক্ষেত্রে সক্রিয় নয়।

বিমান চিত্র দেশ ভূমিকা সংষ্করন পরিমান বাখ্যা
যুদ্ধ বিমান
এফ-৭ এয়ারগার্ড  চীন মাল্টিরোল ফাইটার এমবি ১০ এফ-৭বিজি এর বেশি সক্ষমতার জন্য এর স্থলে স্থলাভিষিক্ত হয়।
নানচ্যাঙ এ-৫  চীন ভূমি আক্রমণ/কাছাকাছি আকাশ সুরক্ষা সি [] ৪ নভেম্বের,২০১৪-এ অবসর নেয়।
নর্থ আমেরিকান এফ-৮৬ সাবরে  মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান এফ ৪০ পাকিস্তান বিমান বাহিনী কতৃর্ক আত্মসমপর্ন করে।
মিকোয়ান-গুরেভিচ মিগ-২১  সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ বিমান এমএফ ১২
শেনইয়াং জে-৫  চীন বাধাপ্রদানকারী বিমান
শেনইয়াং জেজে-৫  চীন বাধাপ্রদানকারী বিমান
পরিবহন বিমান
আন্টোনভ এন-২৪  সোভিয়েত ইউনিয়ন সামরিক পরিবহণ বিমান ভি খুব গুরুত্বপূর্ণ পরিবহন বলাকা নামে পরিচিত।
আন্টোনভ এন-২৬  সোভিয়েত ইউনিয়ন সামরিক পরিবহণ বিমান
ডগলাস ডাকোটা  মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পরিবহণ বিমান প্রাক্তন ভারতীয় বিমান বাহিনী।
ডি হাভিল্যান্ড কানাডা ডিএইসি-৩ ওটার  কানাডা সামরিক পরিবহণ বিমান প্রাক্তন ভারতীয় বিমান বাহিনী।
হেলিকপ্টার
অ্যারোসপেটিয়্যাল অ্যালুইটি ৩  ফ্রান্স প্রয়োজনীয় হেলিকপ্টার প্রাক্তন ভারতীয় বিমান বাহিনী।
মিল মি-৮  সোভিয়েত ইউনিয়ন পরিবহণ হেলিকপ্টার
Agusta-Bell 205  ইতালি পরিবহণ হেলিকপ্টার প্রাক্তন ইম্পেরিয়াল ইরানিয়ান বিমান বাহিনী।
ওয়েস্টল্যান্ড ওসেক্স  যুক্তরাজ্য পরিবহণ হেলিকপ্টার প্রাক্তন রয়্যাল নেভীর হেলিকপ্টার যেটি যুক্তরাজ্য ১৯৭৩ সালে দান করে।
প্রশিক্ষক বিমান
সেনইয়াং এফটি-৬  চীন ওসিইউ ৩৪ এ-৫সি প্রশিক্ষক বিমান হিসেবে ব্যবহৃত হয়।
সেসনা টি-৩৭ টুইট  মার্কিন যুক্তরাষ্ট্র জেট প্রশিক্ষক বি ১১[] কর্মক্ষেত্র থেকে অবসরপ্রাপ্ত। সংরক্ষণে রয়েছে। এটির জায়গায় কে-৮ডব্লিউ স্থলাভিষিক্ত হয়েছে।[]
ফউগা সিএম.১৭০ ম্যাজিস্ট্রার  ফ্রান্স জেট প্রশিক্ষক আরো বেশি সক্ষম অ্যারো এল-৩৯ অ্যালবাট্রোস এর জন্য অবসরপ্রাপ্ত হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "AMR Regional Air Force Directory 2013"Asian Military Review। ১ ফেব্রুয়ারি ২০১৩। ১০ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫ 
  2. Reed Business Information Limited। "Bangladesh receives first K-8 jet trainers"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫