জাহাঙ্গীর আলম চৌধুরী
লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী | |
|---|---|
২০২৪ সালে জাহাঙ্গীর আলম চৌধুরী | |
| স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৬ আগস্ট ২০২৪ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| পূর্বসূরী | এম. সাখাওয়াত হোসেন |
| কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৬ আগস্ট ২০২৪ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| পূর্বসূরী | আব্দুস শহীদ (মন্ত্রী) |
| অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৬ আগস্ট ২০২৪ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| ৮ম প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ | |
| কাজের মেয়াদ ৮ জুন ২০০৬ – ৫ জুন ২০০৭ | |
| রাষ্ট্রপতি | ইয়াজউদ্দিন আহম্মেদ |
| প্রধানমন্ত্রী |
|
| পূর্বসূরী | এ আই এম মোস্তফা রেজা নূর |
| উত্তরসূরী | মাসুদ উদ্দিন চৌধুরী |
| ১৫ তম মহাপরিচালক বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) | |
| কাজের মেয়াদ ২১ ফেব্রুয়ারি ২০০৩ – ১৮ ফেব্রুয়ারি ২০০৬ | |
| রাষ্ট্রপতি | ইয়াজউদ্দিন আহম্মেদ |
| প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
| পূর্বসূরী | রেজ্জাকুল হায়দার চৌধুরী |
| উত্তরসূরী | শাকিল আহমেদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৫৩ মুন্সীগঞ্জ, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগ, বাংলাদেশ) |
| দাম্পত্য সঙ্গী | লায়লা আরজু |
| সন্তান | ২ |
| প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ মিলিটারি একাডেমী, চট্টগ্রাম |
| সামরিক পরিষেবা | |
| আনুগত্য | |
| শাখা | |
| কাজের মেয়াদ | ১৯৭৫-২০১০ |
| পদ | |
| কমান্ড |
|
জাহাঙ্গীর আলম চৌধুরী (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৩)[১] হলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।[২][৩] তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৩ তারকা লেফট্যানেন্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ২০০১ সালে বিডিআর-বিএসএফ সংঘর্ষের সময় বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) প্রধান ছিলেন।[৪]
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন ও একই সময়ে তাকে কোয়ার্টারমাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়। যে ঘটনার ২০০৭ সালে সামরিক বাহিনীকে ক্ষমতায় আসে।[৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫৩ এবং ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। একজন গানার হিসেবে তার কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]লেফট্যানেন্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমীর প্রশিক্ষক ছিলেন। পরে তিনি আন্তবাহিনী নির্বাচন পর্ষদে গ্রুপ টেস্টিং অফিসার (জিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে বসনিয়া-হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসাবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করার অনন্য সুযোগ পেয়েছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক।
২০০৯ সালের বি,ডি,আর বিদ্রোহ
[সম্পাদনা]২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল শহীদ হয়েছেন। কিউএমজি হিসাবে মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন।[৭][৮] ৩ ডিসেম্বর ২০০৯ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।[৯] ২ ফেব্রুয়ারি ২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
সমালোচনা
[সম্পাদনা]২০২৫ সালের ৫ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাকির নায়েকের সফরকে কেন্দ্র করে ঢাকার নিরাপত্তা নিশ্চিতে জনবল নিয়োগের অভাবের কারণ দেখিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের জন্য সমালোচিত হন।[১০][১১]
এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা মানববন্ধন করে তীব্র প্রতিবাদ জানায়।[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উপদেষ্টার আলোচনায় থাকা জাহাঙ্গীর আলমের পরিচয়"। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪।
- ↑ "নতুন উপদেষ্টা কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী"। যুগান্তর। ১৬ অগাস্ট ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ রিপোর্ট, স্টার অনলাইন (১৬ আগস্ট ২০২৪)। "শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা"। দ্য ডেইলি স্টার Bangla।
- ↑ "No infiltration from Bangla, says BDR DG"। www.indianexpress.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- ↑ "1/11 changeover: How it happened and why"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০২৩। ২৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কর্ম-পরিচয়"। banglanews24.com। ১৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ "4 more bodies identified"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Law and Our Rights"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Lt Gen Jahangir placed at foreign ministry"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
- ↑ Sun, Daily (নভেম্বর ২০২৫)। "জাকির নায়েকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সরকার"। ডেইলি সান বাংলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৪ নভেম্বর ২০২৫)। "জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত"। Prothomalo। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
- ↑ "ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ায় জবিতে প্রতিবাদ | আমার দেশ"। www.dailyamardesh.com। ৫ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কিত মিডিয়া দেখুন।