ত্রিশাল ইউনিয়ন
অবয়ব
ত্রিশাল ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে ত্রিশাল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ত্রিশাল উপজেলা |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩৫,৭২৫জন |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.৭১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ত্রিশাল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]ত্রিশাল ইউনিয়ন প্রায় সমতল ও অল্প অসমতল ভুমি নিয়ে গঠিত। এটি ত্রিশাল উপজেলা সদর হতে প্রায় .৫ কি.মি. দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত। ত্রিশাল ইউনিয়নের উত্তর পার্শ্বে ১নং ধানীখোলা ইউনিয়ন, দক্ষিণ পার্শ্বে মঠবাড়ি ইউনিয়ন, পূর্ব পার্শে সাখুয়া ইউনিয়ন এবং পশ্চিম পার্শ্বে রাধাকানাই, উত্তর পাশে ত্রিশাল পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]- ছলিমপুর
- চিকনামনোহর
- পাঁচপাড়া
- সতের পাড়া
- আউলটিয়া
- বাগান
- কোনাবাড়ী বেপারী পাড়া
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তনঃ ২৯.৫০ বর্গ কিলোমিটার।
লোকসংখ্যাঃ ৩৫,৭২৫ জন (পুরুষ ১৭,৮৫৫ জন এবং নারী ১৭,৮৭০জন)।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]শিক্ষার হারঃ ৪০.৭১%
শিক্ষা প্রতিষ্ঠানঃ
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১৭ টি
- উচ্চ বিদ্যালয় - ০৩টি
- মাদ্রাসা - ০২টি
যোগাযোগের ব্যবস্থা
[সম্পাদনা]৬নং ত্রিশাল ইউনিয়নের বিভিন্ন রাস্তার বর্ণনাঃ
- ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তা :- ৫ কিমি।
- ত্রিশাল- ধুরধুরিয়ার ধানের চাতাল হতে জাহিদ চেয়ারম্যান বাড়ীর রাস্তা - ৩ কিমি।
- ত্রিশাল- ধুরধুরিয়ার ধানের চাতাল হতে আমলিতলা পর্যন্ত আধাপাঁকা রাস্তা - ২ কিমি।
- ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তার খুশের দোকান হতে দক্ষিণ দিকে আকলিমার বাড়ীর কাঁচা রাস্তা -৩ কিমি।
- ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তা হতে ছলিমপুর (ম) পাড়া প্রাথমিক বিদ্যালয় হতে চানু মেম্বার বাড়ীর কাঁচা রাস্তা - .৫ কিমি।
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নজরুল ইউনিভার্সিটির বাইপাস রোড় - ৩ কিমি
- ত্রিশাল- পোড়াবাড়ী রোড়ের চিকনামনোহর পাঁকা রাস্তার অংশ - ৩ কিমি।
- ত্রিশাল- পোড়াবাড়ী রোড়ের চিকনামনোহর বেপারী বাড়ী মোড় হতে হাতেম মৌলভী সাহেবের ঘাট পর্যন্ত কাঁচা রাস্তা - ২ কিমি।
- ত্রিশাল- সতেরপাড়া রাস্তা পেত্রারঘাট পর্যন্ত পাঁকা রাস্তা - ৫ কিমি।
- কোনাবাড়ী - তয়কার রাস্তা পাঁকা- ৭ কিমি।
- ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ত্রিশাল ইউনিয়ন অংশ- ৫ কিমি।
- ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক হতে কোনাবাড়ী- নওপাড়া রাস্তা পাঁকা- ৪ কিমি।
- ত্রিশাল- পাঁচপাড়া হয়ে বাগান কাঁচা রাস্তা - ৩কিমি।
- ত্রিশাল - চান্দের টিকি রাস্তা রাগামারা বাজার পর্যন্ত- ৪কিমি।
- নওপাড়া - পেত্রারঘাট পর্যন্ত পাঁকা রাস্তা - ৫ কিমি।
- রাজধানী ঢাকা হতে ত্রিশাল ইউনিয়নে আসার জন্য ঢাকা মহাখালী বাসটার্মিনাল হতে ঢাকা-শেরপুর, ঢাকা- হালূয়াঘাট (শ্যামলী বাংলা, ইমাম ট্রেইলওয়ে বাস সার্ভিস), ঢাকা- মুক্তাগাছা (ইসলাম পরিবহন), ঢাকা-ফূলবাড়ীয়া (আলম এশিয়া), ঢাকা-ময়মনসিংহ (এনা, শৌখিন) বাসে করে ত্রিশাল আসা যায়।
এছাড়া লোকাল যোগাযোগের জন্য রিকসা, অটোটেম্পো, ভ্যান, সিএনজি চালিত টেম্পো, ভাড়ায় চালিত মোটরসাইকেল রয়েছে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি যাদুঘর
- পাঁচপাড়া জামে মসজিদ (প্রায় শত বর্ষী)
- ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকা।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী - ময়মনসিংহ-৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য।
- ইউনুস আলী আকন্দ - বাংলাদেশের একজন প্রাক্তন প্রখ্যাত পুষ্টিবিদ।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল | |
---|---|---|---|
০১ | মো: শাহজাহান | অজানা | |
০২ | আবু জাহিদ মাসুদ | অজানা | |
০৩ | সোহরাব হোসেন | অজানা | |
০৪ | মরহুম আঃ মতিন সরকার | অজানা | |
০৫ | মোঃ আঃ রউফ | অজানা | |
০৬ | মোঃ রুহুল আমীন | অজানা | |
০৭ | আঃ মতিন সরকার | অজানা | |
০৮ | মরহুম আব্দুর রশীদ' | অজানা | |
০৯ | আ.জ.ম.মাসুদ আল আমীন | অজানা | |
১০ | মোঃ জাকির হোসেন | ২০২১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ত্রিশাল ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- ↑ "ত্রিশাল ইউপি"। ত্রিশাল ইউপি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |