উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | |
---|---|
জন্ম | কামদারঞ্জন রায় ১২ মে ১৮৬৩ মসূয়া, কিশোরগঞ্জ, পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২০ ডিসেম্বর ১৯১৫ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | (বয়স ৫২)
পেশা | লেখক |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
সময়কাল | বাংলার নবজাগরণ |
ধরন | শিশুসাহিত্যিক |
সন্তান | সুকুমার রায় |
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১২ মে ১৮৬৩[১] – ২০ ডিসেম্বর ১৯১৫) বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই, ইত্যাদি তারই অমর সৃষ্টি।
পারিবারিক ইতিহাস
[সম্পাদনা]রায় পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাঁদের পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেও (দেব) অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহ গ্রামের বাসিন্দা ছিলেন৷ ভাগ্যাণ্বেষণে তিনি তার পৈতৃক নিবাস ছেড়ে পূর্ববঙ্গের শেরপুরে গমন করেন৷ সেখানে শেরপুরের জমিদার বাড়িতে তার সাক্ষাৎ হয় যশোদলের জমিদার রাজা গুণীচন্দ্রের সাথে৷ রাজা গুণীচন্দ্র রামসুন্দরের সুন্দর চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে মুগ্ধ হন এবং রামসুন্দরকে তার সাথে তার জমিদারিতে নিয়ে যান৷ যশোদলে জমিজমা, ঘরবাড়ি দিয়ে তিনি রামসুন্দরকে তার জামাতা বানান৷ সেই থেকে রামসুন্দর যশোদলে বসবাস শুরু করেন৷ তার বংশধররা সেখান থেকে সরে গিয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় মসূয়া গ্রামে বসবাস শুরু করেন৷[২][৩]
জন্ম ও পরিবার
[সম্পাদনা]উপেন্দ্রকিশোরের জন্ম ১২৭০ বঙ্গাব্দের ২৭ বৈশাখ (১৮৬৩ সালের ১২ মে)[১] ময়মনসিংহ জেলার বর্তমান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে সম্ভ্রান্ত দক্ষিণ রাঢ়ী কায়স্থ পরিবারে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তার পৈতৃক পদবী দেব। তার পিতা কালিনাথ রায় ছিলেন সুদর্শন ও আরবি, ফারসি ও সংস্কৃতে সুপণ্ডিত।তার মায়ের নাম জয়তারা দেবী। তার ডাকনাম ছিল শ্যামসুন্দর মুন্সী। উপেন্দ্রকিশোর শ্যামসুন্দরের আটটি সন্তানের মধ্যে তৃতীয় পুত্রসন্তান। তার পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। পাঁচ বছরেরও কম বয়সে তার পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন ও নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যদিও নবাব সিরাজ উদ দৌলার বংশধরদের সঙ্গে বাংলার বিখ্যাত রায় পরিবারের কোনও যোগাযোগ নেই।
রায় পরিবার
[সম্পাদনা]উপেন্দ্রকিশোর রায় চৌধুরী | বিধুমুখী দেবী | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সুকুমার রায় | সুপ্রভা রায় | সুখলতা রাও | সুবিনয় রায় | সুবিমল রায় | পুণ্যলতা চক্রবর্তী | শান্তিলতা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সত্যজিৎ রায় | বিজয়া রায় | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সন্দীপ রায় | ললিতা রায় | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সৌরদীপ রায় | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শিক্ষাজীবন
[সম্পাদনা]মেধাবী ছাত্র বলে পড়াশোনায় ভাল ফল করলেও ছোটোবেলা থেকেই উপেন্দ্রকিশোরের পড়াশোনার থেকে বেশি অনুরাগ ছিল বাঁশী, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জিলা স্কুল থেকে উপেন্দ্রকিশোর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সী কলেজে। এরপর তিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
সাহিত্যজীবন
[সম্পাদনা]একুশ বছর বয়সে বিএ পাস করে ছবি আঁকা শিখতে আরম্ভ করেন উপেন্দ্রকিশোর। এই সময় তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হওয়ায় তার অনেক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে। ছাত্র থাকাকালীনই তিনি ছোটোদের জন্যে লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা, সাথী, মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশ হতে শুরু হয়। প্রথমদিকের (যেমন সখা, ১৮৮৩) প্রকাশিত লেখাগুলি ছিল জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধ।[৪] তার পরে চিত্র অলঙ্করণযুক্ত গল্প প্রকাশিত হতে আরম্ভ হয়।
১৮৮৬ সালে ২৩ বছরের উপেন্দ্রকিশোরের সঙ্গে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্মসমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর বিবাহ হয়, এবং তখনকার কলকাতার কর্নওয়ালিস স্ট্রীটের ব্রাহ্ম সমাজের মন্দিরের বিপরীতে লাহাদের বাড়ির দোতলায় কয়েকটি ঘর ভাড়া নিয়ে উপেন্দ্রকিশোরেরর সংসার জীবন শুরু হয়। উপেন্দ্রকিশোরের তিন ছেলে ও তিন মেয়ে। ছেলেরা হলেন সুকুমার, সুবিনয় ও সুবিমল, এবং মেয়েরা হলেন সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা। প্রত্যেকেই শিশু সাহিত্যে অবদান রেখেছেন। জ্যেষ্ঠা কন্যা সুখলতা রায় ও জ্যেষ্ঠ পুত্র সুকুমার রায় উল্লেখযোগ্য।
যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই "ছেলেদের রামায়ণ" প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্রকিশোর ১৮৮৫ সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণযন্ত্রাংশাদি নিজের খরচায় আমদানি করেন, এবং ৭ নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়াবাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামে নতুন ছাপাখানা খোলেন। এখানের একটি কামরায় তিনি নিজের আঁকার স্টুডিও খোলেন এবং সেখানে হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরিক্ষা করেন। ১৯১১ সালে তিনি বড় ছেলে সুকুমারকে বিলাতে পাঠান ফোটোগ্রাফী ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্যে।
মৃত্যু
[সম্পাদনা]১৯১৫ সালের ২০ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি পরলোক গমন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ রায়চৌধুরী, হিতেন্দ্রকিশোর (১৯৮৪)। উপেন্দ্রকিশোর ও মসুয়া রায় পরিবারের গল্পসল্প। ফার্মা কেএলএম প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা ১।
- ↑ "সুকুমার রায়"। বুক রিডার ইমেজ।
- ↑ মিত্র, সমীর (১৯৬০)। "সুকুমার সমগ্র রচনাবলি"।
- ↑ "Roychowdhury, Upendra Kishore"। Banglapedia। ১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- সুধাংশুরঞ্জন ঘোষ রচিত ভূমিকা, উপেন্দ্রকিশোর রচনাসমগ্র, to তুলি কলম প্রকাশন
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাঙালি সাহিত্যিক
- ১৮৬৩-এ জন্ম
- আদিনিবাস পূর্ববঙ্গে
- ১৯১৫-এ মৃত্যু
- ময়মনসিংহের ব্যক্তি
- ময়মনসিংহ জেলার ব্যক্তি
- বাঙালি হিন্দু
- ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- বাঙালি শিশুসাহিত্যিক
- বাঙালি লেখক
- কলকাতার লেখক
- বাংলা ভাষার লেখক
- বাঙালি জমিদার
- ব্রাহ্ম
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- ১৯শ শতাব্দীর ভারতীয় লেখক
- ভারতীয় পুরুষ লেখক
- ভারতীয় চিত্রশিল্পী
- ২০শ শতাব্দীর ভারতীয় চিত্রশিল্পী
- ভারতীয় শিশুসাহিত্যিক
- ভারতীয় চিত্রালংকরণশিল্পী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বিদ্যাসাগর কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় শিল্পী
- ২০শ শতাব্দীর ভারতীয় শিল্পী
- ভারতীয় প্রকাশক (ব্যক্তি)
- ভারতীয় বিজ্ঞান লেখক
- ভারতীয় ধর্মীয় লেখক
- ভারতীয় জ্যোতিষী
- ভারতীয় প্রাবন্ধিক
- ভারতীয় পুরুষ প্রাবন্ধিক
- ২০শ শতাব্দীর ভারতীয় প্রাবন্ধিক
- পশ্চিমবঙ্গের লেখক
- কলকাতার শিল্পী
- পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী
- ভারতীয় সম্পাদক
- ভারতীয় ম্যাগাজিন সম্পাদক