ছাতক গ্যাসক্ষেত্র
| ছাতক গ্যাসক্ষেত্র | |
|---|---|
| দেশ | বাংলাদেশ |
| অঞ্চল | সুনামগঞ্জ |
| সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তী | ডাঙাবর্তী |
| পরিচালক | বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) |
| ক্ষেত্রের ইতিহাস | |
| আবিষ্কার | ১৯৫৯ |
ছাতক গ্যাসক্ষেত্র বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[১] এটি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর অধীনস্থ একটি গ্যাসক্ষেত্র।
ইতিহাস
[সম্পাদনা]এটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হয় এবং ১৯৬০ সালে এটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। ১৯৬০ সালে এটি ছাতক সিমেন্ট কারখানার পাশাপাশি পাল্প ও কাগজ কারখানায় প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করত। বর্তমানে এই গ্যাসক্ষত্র থেকে গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে৷ [২]
অবস্থান
[সম্পাদনা]ছাতক গ্যাসক্ষেত্রের অবস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়,[৩] যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এই গ্যাসক্ষেত্রটি মূলত দুটি ভিন্ন গ্যাসক্ষেত্রের সমন্বয়ে গঠিত - ছাতক (পূর্ব) এবং টেংরাটিলা বা ছাতক (পশ্চিম); যা ২০০১ সালের পর এদেরকে একত্রে একটি ক্ষেত্র দেখানো হয়।[৩]
বিস্ফোরণ
[সম্পাদনা]গ্যাসক্ষেত্রটিতে দুটি বিস্ফোরণ ঘটেছে। একটি ৭ জানুয়ারী ২০০৫ সালে এবং দ্বিতীয়টি একই বছরের ২৪ জুনে ঘটে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "টেংরাটিলার বাতাসেও গ্যাসের ঝাঁঝালো গন্ধ, জলাশয় নলকূপে অবিরাম বুদ্বুদ, স্বাস্থ্যঝুঁকিতে মানুষ হেলায় বেহাত মূল্যবান গ্যাস : পর্ব ২"। দৈনিক ইত্তেফাক। ২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ http://www.sgfl.org.bd/site/page/fa086618-3312-485d-a23b-9c3aff8a0946/-
- 1 2 "ছাতক গ্যাসফিল্ড আশার আলো"। দৈনিক যুগান্তর। ১৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।