জাফরুল্লাহ চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৩৮, ১৬ অক্টোবর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মোঃ জাফরুল্লাহ চৌধুরী
জাতীয় ঐক্যফ্রন্ট এর সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী
জন্ম২৭ ডিসেম্বর ১৯৪১
জাতীয়তাবাংলাদেশী
পেশাচিকিৎসক
পরিচিতির কারণসমাজ সেবা
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (১৯৭৭)

মোঃ জাফরুল্লাহ চৌধুরী (জন্ম: ২৭ ডিসেম্বর ১৯৪১)[১] একজন প্রখ্যাত বাংলাদেশী চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা।[২][৩] তিনি “গণস্বাস্থ্য কেন্দ্র” নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা।[৪] ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জন্ম ও শিক্ষাজীবন

জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে[১] ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন।[১][৫]

মুক্তিযুদ্ধে অবদান

বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না-করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডা. এম এ মবিনের সাথে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।[১][৫] তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবাপদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার “ল্যানসেট”-এ প্রকাশিত হয়।[৫]

পুরস্কার ও সম্মননা

জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[৬] এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রেমন ম্যাগসাইসাই (১৯৮৫) এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসাবে পরিচিত রাইট লাভলিহুড (১৯৯২), মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ (২০০২) এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।[১]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আমি শেখ হাসিনারও শুভানুধ্যায়ী : জাফরুল্লাহ চৌধুরী"দৈনিক প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭ 
  2. "জাফরউল্লাহর শাস্তি বাংলাদেশের শাস্তি: কাদের সিদ্দিকী"দৈনিক ইত্তেফাক অনলাইন। ১২ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭ 
  3. "এক ঘণ্টার সাজা খাটলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী"দৈনিক যায় যায় দিন। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭ 
  4. "জবাব দিতে ডা. জাফরুল্লাহ দুই সপ্তাহ সময় পেলেন"দৈনিক জনকন্ঠ অনলাইন। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "ডা. জাফরুল্লাহ চৌধুরি: একটি নাম, একটি ইতিহাস"। মেডি ভয়েস ডটকম। ১৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭ 
  6. "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ