ব্যারি ফিট্‌জেরাল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যারি ফিট্‌জেরাল্ড
Barry Fitzgerald
১৯৪৫ সালে ফিট্‌জেরাল্ড
জন্ম
উইলিয়াম জোসেফ শিল্ডস

(১৮৮৮-০৩-১০)১০ মার্চ ১৮৮৮
মৃত্যু১৪ জানুয়ারি ১৯৬১(1961-01-14) (বয়স ৭২)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২৪–৬১
পুরস্কারএকাডেমি পুরস্কার
গোল্ডেন গ্লোব পুরস্কার

ব্যারি ফিট্‌জেরাল্ড (ইংরেজি: Barry Fitzgerald; ১০ই মার্চ, ১৮৮৮ - ১৪ই জানুয়ারি, ১৯৬১) ছিলেন একজন আইরিশ অভিনেতা।[১] চল্লিশ বছরের অভিনয় জীবনে তিনি ব্রিংগিং আপ বেবি (১৯৩৮), দ্য লং ভয়েজ হোম (১৯৪০), হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি (১৯৪১), নান বাট দ্য লোনলি হার্ট (১৯৪৪) এবং দ্য কোয়ায়েট ম্যান (১৯৫২) এর মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। গোয়িং মাই ওয়ে (১৯৪৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন এবং একই সাথে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

ফিট্‌জেরাল্ড ১৮৮৮ সালের ১০ই মার্চ আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম উইলিয়াম জোসেফ শিল্ডস। তার পিতা অ্যাডলফাস শিল্ডস এবং মাতা ফ্যানি (আঞ্জারল্যান্ড)। তার পিতা ছিলেন আইরিশ এবং তার মাতা ছিলেন জার্মান।[২][৩][৪] তার ছোট ভাই আইরিশ অভিনেতা আর্থার শিল্ডস। তিনি ডাবলিনের স্কেরি কলেজে পড়াশুনা করেন। পরে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।[৫] সেসময়ে তিনি অ্যাবি থিয়েটারে কাজ করতেন। ১৯১৪ থেকে ১৯৩৬ সালে অ্যাবি থিয়েটারে তিনি অসংখ্য নাটকে কাজ করেন।[৬]

ফিট্‌জেরাল্ডের প্রথম হলিউডে করা চলচ্চিত্র হল দ্য প্লাউ অ্যান্ড দ্য স্টার্স (১৯৩৬)। শন ওকেসি রচিত নাটক অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেন জন ফোর্ড[৩] তিনি হলিউডে দ্য লং ভয়েজ হোম (১৯৪০), হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি (১৯৪১), অ্যান্ড দেন দেয়ার অয়ার নান (১৯৪৫), দ্য নেকড সিটি (১৯৪৮) এবং দ্য কোয়ায়েট ম্যান (১৯৫২) চলচ্চিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন।

১৯৪৫ সালে একাডেমি পুরস্কারে ফিট্‌জেরাল্ড এক অনন্য কৃতি অর্জন করেন। লিও ম্যাককেরি পরিচালিত গোয়িং মাই ওয়ে (১৯৪৪) চলচ্চিত্রে ফাদার ফিট্‌গিবন চরিত্রে অভিনয় করে তিনি একই সাথে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাশ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার লাভ করেন।[৩]

পুরস্কার[সম্পাদনা]

পুরস্কার বছর পুরস্কারের বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল সূত্র
একাডেমি পুরস্কার ১৯৪৪ শ্রেষ্ঠ অভিনেতা গোয়িং মাই ওয়ে মনোনীত [৭]
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী [৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Obituary Variety, 18 January 1961, page 70.
  2. "General Registrar's Office"IrishGenealogy.ie (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  3. Boylan 1999, p. 130.
  4. [১]
  5. Fitzgerald, Barry - International Dictionary of Film and Filmmakers, (2000) by Anthony Slide
  6. "Abbey Theatre Archives" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  7. "The 17th Academy Awards (1945) Nominees and Winners"। অস্কার। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  8. "Winners & Nominees 1945"গোল্ডেন গ্লোব। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]