রায়ান রেনল্ডস
রায়ান রেনল্ডস Ryan Reynolds | |
---|---|
জন্ম | রায়ান রোডনি রেনল্ডস ২৩ অক্টোবর ১৯৭৬ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | স্কার্লেট ইয়োহান্সন (বি. ২০০৮–২০১১) ব্লেক লাইভলি (বি. ২০১২) |
রায়ান রোডনি রেনল্ডস (ইংরেজি: Ryan Rodney Reynolds) (জন্ম ২৩ অক্টোবর, ১৯৭৬)[১] হলেন একজন কানাডিয়ান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি আমেরিকান ব্রডকাস্টিং কম্পানি প্রযোজিত কৌতুক ধারাবাহিক টু গাইজ অ্যান্ড আ গার্ল-এ (১৯৯৮-২০০১) মাইকেল বার্গেন, ওয়াইটিভি প্রযোজিত কানাডিয়ান টিন সোপ অপেরা হিলসাইড-এ (১৯৯১-৯৩) বিলি সিম্পসন, ব্লেড: ট্রিনিটি (২০০৪) চলচ্চিত্রে মার্ভেল কমিকস চরিত্র হ্যানিবল কিং এবং এক্স-মেন অরিজিনস: উলভারিন (২০০৯) চলচ্চিত্রে ডেডপুল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত।সম্প্রতি তিনি ডেডপুল (চলচ্চিত্র) (২০১৬) চলচ্চিত্রে ডেডপুল চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। এছাড়া তিনি অভিনয় করেছেন সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ ক্যামারমেয়ার স্টোরি, ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার, ফিন্ডারস ফি, জাস্ট ফ্রেন্ডস, ডেফিনিটলি, মেবি, দ্য প্রোপোসাল, দ্য অ্যামিটিভিল হরর, দ্য চেঞ্জ-আপ, স্মোকিং এসেস, অ্যাডভেঞ্চারল্যান্ড, বেরিড, সেফ হাউস ও ক্রিমিনাল চলচ্চিত্রে।
রেনল্ডস ডিসি কমিকস সুপারহিরো হল জর্ডানের চরিত্রে অভিনয় করেছিলেন গ্রিন ল্যান্টার্ন (২০১১) ছবিতে। এছাড়া বিখ্যাত ছবি হ্যারোল্ড অ্যান্ড কুমার গো টু হোয়াইট কাসল ও টেড-এ তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | নাম | ভূমিকা | দ্রষ্টব্য |
---|---|---|---|
১৯৯৩ | অর্ডিনারি ম্যাজিক | গণেশ/জেফরি | |
১৯৯৪ | মাই নেম ইজ কেট | কেভিন ব্যানিস্টার | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯৫ | 'সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ গ্যামারমেয়ার স্টোরি | অ্যান্ডি | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯৬ | হোয়েন ফ্রেন্ডশিপ কিলস | বেন কলসন | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯৬ | স্যাব্রিনা দ্য টিনেজ উইচ | সেথ | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯৬ | ইন কোল্ড ব্লাড | ববি রূপ | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯৭ | দ্য অ্যালার্মিস্ট | হাওয়ার্ড অ্যানকোনা | |
১৯৯৮ | ট্যুরিস্ট ট্র্যাপ | ওয়েড আর্লি | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯৯ | কামিং সুন | হেনরি লিপসচিজ | |
১৯৯৯ | ডিক | চিপ | |
২০০০ | বিগ মনস্টার অন ক্যাম্পাস | কার্ল ও’রেইলি | |
২০০০ | উই অল ফল ডাউন | রেড শ্যুজ | |
২০০১ | ফাইন্ডার্স ফি | কুইগলে | |
২০০২ | ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার | ভ্যান উইল্ডার | |
২০০২ | বাইং দ্য কাউ | মাইক হ্যানসন | |
২০০৩ | দ্য ইন-লজ | মার্ক টোবিয়াজ | |
২০০৩ | ফুলপ্রুফ | কেভিন | |
২০০৪ | হ্যারল্ড অ্যান্ড কুমার গো টু হোয়াইট কাসল | পুরুষ নার্স | ক্যামিও |
২০০৪ | ব্লেড: ট্রিনিটি | হ্যানিবল কিং | |
২০০৫ | স্কুল অফ লাইফ | মাইকেল "মিস্টার ডি" ডি’অ্যাঞ্জেলো | টেলিভিশন চলচ্চিত্র |
২০০৫ | দ্য অ্যামিটিভিলে হরর | জর্জ লুটজ | |
২০০৫ | ওয়েটিং… | মন্টি | |
২০০৫ | জাস্ট ফ্রেন্ডজ | ক্রিস ব্র্যান্ডার | |
২০০৬ | স্মোকিং এসেস | রিচার্ড মেসনার | |
২০০৭ | দ্য নাইনস | গ্যারি/গেভিন/গ্যাব্রিয়েল | |
২০০৮ | ক্যাওস থিওরি | ফ্র্যাঙ্ক অ্যালেন | |
২০০৮ | ডেফিনিটলি, মেবি | উইল হেজ | |
২০০৮ | ফায়ারফ্লাইজ ইন দ্য গার্ডেন | মাইকেল টেলর | |
২০০৯ | অ্যাডভেঞ্চারল্যান্ড | মাইক কোনেল | |
২০০৯ | এক্স-মেন অরিজিনস: উলভেরাইন | ওয়েড উইলসন/ডেডপুল | স্কট অ্যাডকিনসের সঙ্গে ভূমিকাটি ভাগ করে নেওয়া হয়েছে। |
২০০৯ | দ্য প্রোপোজাল | অ্যান্ড্রু প্যাক্সটন | |
২০০৯ | পেপার ম্যান | ক্যাপ্টেন এক্সেলেন্ট | |
২০১০ | সিক্রেট অরিজিন: স্টোরি অফ ডিসি কমিকস | বর্ণনাকারী | |
২০১০ | বেরিড | পল স্টিভেন কনরয় | |
২০১১ | গ্রিন ল্যান্টার্ন | হল জর্ডন/গ্রিন ল্যান্টার্ন | |
২০১১ | দ্য চেঞ্জ-আপ | মিচ প্ল্যাঙ্কো | |
২০১১ | দ্য হোয়েল[২] | বর্ণনাকারী | |
২০১২ | সেফ হাউস | ম্যাট ওয়েস্টন | |
২০১২ | টেড | জারেড | ক্যামিও (অনুল্লিখিত) |
২০১৩ | দ্য ক্রুডস | গাই | কণ্ঠশিল্পী |
২০১৩ | টার্বো | টার্বো | কণ্ঠশিল্পী |
২০১৩ | আর.আই.পি.ডি | নিক ওয়াকার | |
২০১৪ | দ্য ক্যাপটিভ | ম্যাথিউ পাইপার | পোস্ট-প্রোডাকশন |
২০১৪ | দ্য ভয়েসেস | জেরি হিকফ্যাং | চলচ্চিত্রায়ণ চলছে |
পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Ryan Reynolds profile at FilmReference.com"। www.filmreference.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১০।
- ↑ "The Whale"। thewhalemovie.com। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৭৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কানাডীয় চলচ্চিত্র অভিনেতা
- কানাডিয়ান টেলিভিশন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- মার্কিন নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি
- কানাডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ২১শ শতাব্দীর কানাডীয় অভিনেতা
- ২০শ শতাব্দীর কানাডীয় অভিনেতা
- কানাডীয় শিশু অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন ব্যবসায়ী
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন শিশু অভিনেতা
- মার্কিন কৌতুকাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন জনহিতৈষী
- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডীয় অভিবাসী
- কানাডীয় টেলিভিশন অভিনেতা
- কানাডীয় কণ্ঠাভিনেতা
- আইরিশ বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- নিউ ইয়র্কের অভিনেতা
- মুখপাত্র