বিষয়বস্তুতে চলুন

এডি মার্ফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এডি মার্ফি
Eddie Murphy
জন্ম
এডওয়ার্ড রিগান মার্ফি

(1961-04-03) ৩ এপ্রিল ১৯৬১ (বয়স ৬৩)
জাতীয়তামার্কিন
কর্মজীবন১৯৮০–বর্তমান
দাম্পত্য সঙ্গীনিকোল মিচেল (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০৬)
সঙ্গীমেল বি (২০০৬–২০০৭)
ট্রেসি এডমন্ডস (২০০৮)
পেইজ বুচার (২০১২–বর্তমান)
সন্তান১০[]
আত্মীয়চার্লি মার্ফি (ভাই)
কৌতুকাভিনয় কর্মজীবন
মাধ্যমচলচ্চিত্র, টেলিভিশন, স্ট্যান্ড-আপ, সঙ্গীত
ধরনপর্যবেক্ষণমূলক কৌতুকাভিনয়, সঙ্গীতধর্মী রম্য, ব্লু কমেডি, ব্ল্যাক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ, ফিজিক্যাল কমেডি, ক্রিঞ্জ কমেডি, ইনসাল্ট কমেডি
বিষয়(সমূহ)আফ্রো-মার্কিন সংস্কৃতি, জাতিগোষ্ঠীর সম্পর্ক, বর্ণবাদ, বিবাহ, যৌনতা, প্রাত্যহিক জীবন, জনপ্রিয় সংস্কৃতি, সমকালীন ঘটনাবলি

এডওয়ার্ড রিগান মার্ফি (ইংরেজি: Edward Regan Murphy; জন্ম: ৩ এপ্রিল ১৯৬১)[] হলেন একজন মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার, গায়ক ও চলচ্চিত্র প্রযোজক। মার্ফি ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের নিয়মিত অভিনয়শিল্পীদের একজন ছিলেন। তিনি স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা হিসেবে অসংখ্য কাজ করেছেন এবং কমেডি সেন্ট্রাল-এর সর্বকালের সেরা স্ট্যান্ড-আপস তালিকায় তার অবস্থান ১০।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য মার্ফি একটি একাডেমি পুরস্কার ও একটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং পাঁচটি মনোনয়ন থেকে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুটি মনোনয়ন থেকে একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন। তিনি ফোর্টি এইট আওয়ার্স (১৯৮২) চলচ্চিত্রে অভিনয় করে সেরা নবাগত অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন এবং ট্রেডিং প্লেসেস (১৯৮৩), বেভারলি হিল কপ (১৯৮৪) ও দ্য নাটি প্রফেসর (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০১ সালে শ্রেক চলচ্চিত্রে ডঙ্কি চরিত্রে কণ্ঠ প্রদান করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এখন পর্যন্ত মার্ফিই একমাত্র ব্যক্তি, যিনি কণ্ঠ অভিনয়ের জন্য বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৬ সালে ড্রিমগার্লস চলচ্চিত্রে গায়ক জেমস "থান্ডার" আর্লি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব[]স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯৬ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত একটি তারকা খচিত হয়। ২০১৫ সালে জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস তাকে মার্কিন হাস্যরসের জন্য মার্ক টোয়াইন পুরস্কারে ভূষিত করে।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মার্ফি ১৯৬১ সালের ৩রা এপ্রিল নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা লিলিয়ান (লেনি) একজন টেলিফোন অপারেটর এবং পিতা চার্লস এডওয়ার্ড মার্ফি একজন ট্রানজিট পুলিশ কর্মকর্তা ও অপরিপক্ক অভিনেতা ও কৌতুকাভিনেতা ছিলেন।[][] তার বড় ভাই কৌতুকাভিনেতা চার্লি মার্ফি (১৯৫৯-২০১৭)।[] ১৯৬৯ সালে তার যখন আট বছর বয়স, তখন তার পিতা মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Eddie Murphy and fiancee have baby boy, his 10th child" (ইংরেজি ভাষায়)। WTHR। ৪ ডিসেম্বর ২০১৮। ৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  2. "Eddie Murphy"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  3. "'Dreamgirls' Snares Multiple Golden Globe Nods"বিলবোর্ড (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  4. ক্লার্ক, সিন্ডি (১৯ অক্টোবর ২০১৫)। "Eddie Murphy burns Bill Cosby during his Mark Twain Prize acceptance speech"ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  5. "Eddie Murphy Biography (1961-)"ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  6. ফ্লিপো, চেট (১১ অক্টোবর ১৯৮২)। "Eddie Murphy Live: The razor-edged king of late night comedy""নিউ ইয়র্ক (ইংরেজি ভাষায়)। New York Media, LLC: ৫৭। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  7. "CHARLIE MURPHY OBITUARY"লিগ্যাসি। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  8. "Charles Edward Murphy"ফাইন্ড এ গ্রেইভ। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]