জুবেদ আলী
এডভোকেট এম. জুবেদ আলী | |
---|---|
ময়মনসিংহ-২৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | মজিবুর রহমান |
নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৮৭ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | আলী উছমান খান |
নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | আশরাফ উদ্দিন খান |
উত্তরসূরী | নুরুল আমিন তালুকদার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৫ ডিসেম্বর ১৯৩০ কাউরাট, কেন্দুয়া, নেত্রকোণা |
মৃত্যু | ৩০ এপ্রিল ২০২২ নেক্সাস হাসপাতাল, ময়মনসিংহ | (বয়স ৯১)
সমাধিস্থল | ময়মনসিংহ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | দুই ছেলে, তিন মেয়ে |
পিতামাতা | আরফান আলী মুন্সি (পিতা), ময়মনজান বিবি (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয়, |
এম. জুবেদ আলী (২৫ ডিসেম্বর ১৯৩০- ৩০ এপ্রিল ২০২২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক। সাবেক গর্ভনর নেএকোনা জেলা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১১ বারের নিবার্চিত সভাপতি। নেএকোনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, তৎকালীন ময়মনসিংহ-২৪, নেত্রকোণা-৩ ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]জুবেদ আলী ২৫ ডিসেম্বর ১৯৩০ সালে ব্রিটিশ ভারতের নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তার বাবা আরফান আলী মুন্সি এবং মা ময়মনজান বিবি। বিবাহিত জীবনে তার দুই ছেলে, তিন মেয়ে।[৫][৬]
শিক্ষা জীবন
[সম্পাদনা]জুবেদ আলী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৬ সালে মেট্রিক ও ১৯৪৯ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি এবং ১৯৫২ সালে জগন্নাথ কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পাস করেন।[৫][৬]
কর্মজীবন
[সম্পাদনা]জুবেদ আলী শিক্ষাজীবন শেষে তিনি কিছুদিন শিক্ষকতা ও সরকারি চাকরি করেন।[৬]
১৯৬২ সালে ময়মনসিংহ বারে আইন পেশায় যোগদিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১১ বার সভাপতি ছিলেন।[৫][৬]
১৯৭১ সাল থেকে পাঁচ বছর ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন সংস্থা এবং জেলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন।[৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]এম. জুবেদ আলী আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৭০ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন।[৫][৬]
মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালে তিনি অ্যাডমিনিস্ট্রিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
৪ নভেম্বর ১৯৭২ সালের জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও সংবিধানে সই করেন তিনি।[৫]
তিনি ১৯৭৫ সালে বাকশাল সরকারে সাবেক নেত্রকোনা জেলা গর্ভনর ছিলেন।[৫]
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-২৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৫][৬]
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৫][৬]
তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোণা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৫][৬]
জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোণা-৩ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[৭]
মৃত্যু
[সম্পাদনা]জুবেদ ৩০এপ্রিল ২০২২ সালে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ শহরের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৫][৬][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "নেত্রকোণা জেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ "সাবেক এমপি জুবেদ আলী আর নেই"। দৈনিক যুগান্তর। ৩০ এপ্রিল ২০২২। ২৮ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "সাবেক এমপি এম জুবেদ আলী আর নেই"। এনটিভি। ৩০ এপ্রিল ২০২২। ২৮ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩।
- ↑ "জুবেদ আলী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯।
- ↑ "সাবেক এমপি জুবেদ আলী আর নেই"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৮।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- নেত্রকোণা জেলার রাজনীতিবিদ
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- পঞ্চম জাতীয় সংসদ সদস্য
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- নেত্রকোণা জেলার আইনজীবী
- তৃতীয় জাতীয় সংসদ সদস্য
- ১৯৩০-এ জন্ম
- ২০২২-এ মৃত্যু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহের প্রাক্তন শিক্ষার্থী
- কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের রাজনীতিবিদ