আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব
আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব | |
---|---|
জন্ম | ৫৪৬ খ্রিষ্টাব্দ / ৭৮ হিজরী পূর্ব |
মৃত্যু | ৫৭০ খ্রিষ্টাব্দ /৫৩ হিজরী পূর্ব (বয়স ২৪-২৫) মদিনা |
মৃত্যুর কারণ | অজ্ঞাত অসুস্থতা |
সমাধি | দারুণ নাবিয়া, মদিনা, সৌদি আরব |
দাম্পত্য সঙ্গী | আমিনা বিনতে ওয়াহাব |
সন্তান | পুত্র: মুহাম্মদ |
পিতা-মাতা | পিতা: আবদুল মুত্তালিব মাতা: ফাতিমা বিনতে আমর |
ইসলাম |
---|
বিষয়ক ধারাবাহিক নিবন্ধের অংশ |
আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব (আরবি: عبدالله بن عبد المطلب; ৫৪৬ – ৫৭০ খ্রি.) ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ-এর পিতা;[১][২] মুহাম্মদ তাঁর এবং তার স্ত্রী আমিনার একমাত্র সন্তান। পুত্রের জন্মের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন।
বিবাহ
[সম্পাদনা]আবদুল মুত্তালিব তাঁর পুত্র আব্দুল্লাহকে নিয়ে ওয়াহাব ইবনে আব্দুল মানাফের কাছে তাঁর কন্যা আমেনার সাথে বিয়ের প্রস্তাব দেন। ওয়াহাব রাজি হয়ে যান। বিয়ের অনুষ্ঠানে হালাহ বিনতে ওয়াহাব নামক ওয়াহাবের অন্য আরেকজন মেয়েকে মুত্তালিব নিজের জন্য পছন্দ করেন। ওয়াহাব এতেও নিজের সন্মতি দেন। আর তাই একই অনুষ্ঠানে আব্দুল্লাহ ও মুত্তালিব যথাক্রমে আমেনা ও হালাহকে বিয়ে করেন।
বিবাহ পরবর্তী
[সম্পাদনা]আমিনা বিনতে ওয়াহবকে বিয়ে করার পর, আব্দুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব তার সাথে তিন দিন বসবাস করেন। এটি তাদের রীতি ছিল যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে তার(আমেনার) পিতার পরিবারে মাত্র তিন রাত থাকতে পারে। আমিনা (রাঃ) বলেনঃ আমি তাকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিয়ে গর্ভবতী হয়েছিলাম কিন্তু তাঁকে প্রসব করা পর্যন্ত আমার কোন অস্বস্তি হয়নি।
নাম
[সম্পাদনা]তাঁর নাম আব্দুল্লাহ। আরবী আব্দুল্লাহ( عبد الله) শব্দের অর্থ হল- "আল্লাহর দাস"।[তথ্যসূত্র প্রয়োজন]
বংশ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cook, Michael. Muhammad. Oxford University Press: New York, 1983. আইএসবিএন ০-১৯-২৮৭৬০৫-৮.
- ↑ Ibn Kathīr The Life of the Prophet Muḥammad : Volume 1. Trans. Prof. Trevor Le Gassick. Garnet Publishing: Lebanon, 1998. আইএসবিএন ১-৮৫৯৬৪-১৪২-৩.