শাহ আব্দুল মান্নান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহ আব্দুল মান্নান
উপাধিশায়খে গুণই
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯২৭ ইং
মৃত্যু২০১৫(2015-00-00) (বয়স ৮৭–৮৮)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
সন্তান৩ ছেলে, ৪ মেয়ে
পিতামাতা
  • শফিক আলী (পিতা)
  • মালিকজান বিবি (মাতা)
জাতিসত্তাবাঙালি
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহতাসাউফ
যেখানের শিক্ষার্থীজামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস
শিক্ষকমুশাহিদ আহমদ
মুসলিম নেতা
এর শিষ্যহুসাইন আহমদ মাদানি

শাহ আব্দুল মান্নান (১৯২৭ — ২০১৫), শায়খে গুণই নামেও পরিচিত, ছিলেন একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও সুফি ব্যক্তিত্ব। তিনি হুসাইন আহমদ মাদানির খলিফা ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টার দায়িত্ব পালন সহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।[১][২]

জীবনী[সম্পাদনা]

শাহ আব্দুল মান্নান ১৯২৭ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গুণই গ্রামের ফকির বাড়িতে জন্মগ্রহণ করেন।[৩] তিনি শাহ জালালের সফরসঙ্গী তাজউদ্দিন কুরাইশির বংশধর। তার পিতা শফিক আলী ও মাতা মালিকজান বিবি। তিনি ৬ বছর বয়সে গুণই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ১২ বছর বয়সে ভর্তি হন বানিয়াচং এল. আর. উচ্চ বিদ্যালয়ে। মাঝখানে মায়ের মৃত্যুতে তার লেখাপড়ায় বিঘ্ন ঘটে। পরবর্তীতে তিনি মাওলানা ইব্রাহিমের তত্ত্বাবধানে ধর্মীয় শিক্ষা শুরু করেন। কিছুকাল বানিয়াচং জামিয়া ইসলামিয়া আরাবিয়া ও গাছবাড়ি জামিউল উলুম মাদ্রাসায় পড়ে কানাইঘাট জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসায় ভর্তি হন। এখানে মুশাহিদ আহমদের অধীনে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।[৪] তৎকালীন ভারত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে ভিসা সংক্রান্ত জটিলতায় উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি দারুল উলুম দেওবন্দে যেতে সমর্থ হন নি। তিনি হুসাইন আহমদ মাদানির হাতে বায়আত গ্রহণ করেছিলেন। ১৯৫৭ সালে মাদানির কাছ থেকে খেলাফত লাভ করেন।[৪] কর্মজীবনে তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং বহু মাদ্রাসা, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করেছেন।[৫] তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ছিলেন।[৬] ২০১৫ সালের ৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

উদ্ধৃতি[সম্পাদনা]

  1. আলম, মোঃ মোরশেদ (২০১৪)। হাদিস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদানপিএইচডি অভিসন্দর্ভ (গবেষণাপত্র)। ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৪১–১৪২। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২১ 
  2. মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মুফতি (২০১৫)। বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন (৩য় সংস্করণ)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা ১১০০: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। পৃষ্ঠা ২৩১–২৩৫। আইএসবিএন 98483916605 
  3. সাদিক আহমদ, মাওলানা (১৮ ফেব্রুয়ারি ২০১৬)। "আউলিয়াদের জীবন : আল্লামা শাহ্ আব্দুল মান্নান শায়খে গুনই (রাহ.)"দৈনিক ইনকিলাব২য় পর্ব 
  4. নিজামপুরী ২০১৩, পৃ. ৩৩৭।
  5. নিজামপুরী ২০১৩, পৃ. ৩৩৮।
  6. "হবিগঞ্জের প্রবীণ আলেম শায়খে গুনই আর নেই"বাংলানিউজ২৪.কম। ৭ এপ্রিল ২০১৫। 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]