২০১৩-১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩-১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ শ্রীলঙ্কা
তারিখ ২৭ জানুয়ারি, ২০১৪ – ২২ ফেব্রুয়ারি, ২০১৪
অধিনায়ক মুশফিকুর রহিম (টেস্ট)
মাশরাফি বিন মর্তুজা (টি২০আই)
অ্যাঞ্জেলো ম্যাথিউস (টেস্ট)
দিনেশ চান্ডিমাল (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শামসুর রহমান (১৯৩) কুমার সাঙ্গাকারা (৪৯৯)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (৯) দিলরুয়ান পেরেরা (১০)
সিরিজ সেরা খেলোয়াড় কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মুশফিকুর রহিম (১৩৬) কুমার সাঙ্গাকারা (১৩৬)
সর্বাধিক উইকেট রুবেল হোসেন (৭) সচিত্র সেনানায়েকে (৫)
সিরিজ সেরা খেলোয়াড় সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আনামুল হক (৮২) কুশল পেরেরা (৮৫)
সর্বাধিক উইকেট মাশরাফি বিন মর্তুজা (৪) লাসিথ মালিঙ্গা (৪)
সিরিজ সেরা খেলোয়াড় নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৪ জানুয়ারি ২০১৪ তারিখ থেকে বাংলাদেশ সফর শুরু করে।[১] ২৭ জানুয়ারি, ২০১৪ তারিখে শুরু হওয়া ১ম টেস্ট ম্যাচের মাধ্যমে তারা ২২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে।[২] সফরে তারা বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ, ২টি টি২০ ও ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।

সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে সিরিজটি সাহারা কাপ ২০১৪ নামে পরিচিতি পায়।

দলের সদস্য[সম্পাদনা]

টেস্ট টি২০আই ওডিআই
 বাংলাদেশ[৩][৪]  শ্রীলঙ্কা[৫][৬]  বাংলাদেশ[৭]  শ্রীলঙ্কা  বাংলাদেশ[৮]  শ্রীলঙ্কা

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২৭-৩১ জানুয়ারি, ২০১৪
স্কোরকার্ড
২৩২ (৬৩.৫ ওভার)
মুশফিকুর রহিম ৬১ (১২২)
শমিন্দা ইরঙ্গা ৪/৪৯ (১৭.৪ ওভার)
৭৩০/৬ডিঃ (১৮৭.৫ ওভার)
মাহেলা জয়াবর্ধনে ২০৩* (২৭২)
সাকিব আল হাসান ৩/১৫৯ (৪৩ ওভার)
২৫০ (৫১.৫ ওভার)
মমিনুল হক ৫০ (৫৭)
দিলরুয়ান পেরেরা ৫/১০৯ (১৯.৫ ওভার)
শ্রীলঙ্কা একটি ইনিংস এবং ২৪৮ রানে দ্বারা জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে শামসুর রহমানের টেস্ট অভিষেক ঘটে।

২য় টেস্ট[সম্পাদনা]

৪-৮ ফেব্রুয়ারি, ২০১৪
স্কোরকার্ড
৫৮৭ (১৫৬.৪ ওভার)
কুমার সাঙ্গাকারা ৩১৯ (৪৮২)
সাকিব আল হাসান ৫/১৪৮ (৩৪ ওভার)
৪২৬ (১১৯.৫ ওভার)
ইমরুল কায়েস ১১৫ (২১৮)
অজন্তা মেন্ডিস ৬/৯৯ (২৯.৫ ওভার)
৩০৫/৪ডিঃ (৭৫.৫ ওভার)
কুমার সাঙ্গাকারা ১০৫ (১৪৪)
মাহমুদুল্লাহ রিয়াদ ২/৪৬ (১৮ ওভার)
২৭১/৩ (৮৪.৪ ওভার)
মমিনুল হক ১০০* (১৬৭)
দিলরুয়ান পেরেরা ২/৫৫ (২৮ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান[সম্পাদনা]

ব্যাটিং[সম্পাদনা]

সর্বাধিক রান[৯]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা ৪৯৯ ১৬৬.৩৩ ৩১৯
শ্রীলঙ্কা মাহেলা জয়াবর্ধনে ২৮৬ ১৪৩.০০ ২০৩*
বাংলাদেশ শামসুর রহমান ১৯৩ ৪৮.২৫ ১০৬
শ্রীলঙ্কা কৌশল সিলভা ১৭৯ ৫৯.৬৬ ১৩৯
বাংলাদেশ সাকিব আল হাসান ১৭৩ ৫৭.৬৬ ৫৫

বোলিং[সম্পাদনা]

সর্বাধিক উইকেট[১০]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান গড় সেরা বোলিং
শ্রীলঙ্কা দিলরুয়ান পেরেরা ১০ ৩২৮ ৩২.৮০ ৫/১০৯
বাংলাদেশ সাকিব আল হাসান ৩৮৭ ৪৩.০০ ৫/১৪৮
শ্রীলঙ্কা সুরঙ্গা লকমল ২০৫ ২৯.২৮ ৩/৩৯
শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিস ১৬০ ২৬.৬৬ ৬/৯৯
শ্রীলঙ্কা শমিন্দা ইরঙ্গা ৭৫ ১৫.০০ ৪/৪৯

অর্জনসমূহ[সম্পাদনা]

বাংলাদেশ
শ্রীলঙ্কা
  • কৌশল সিলভা ১ম টেস্টের ১ম ইনিংসে তার ১ম টেস্ট সেঞ্চুরি করেন।
  • মাহেলা জয়াবর্ধনে ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি ও ৭ম দ্বি-শতক করেন।
  • কিথুরুয়ান ভিথানাগে নিজের ৩য় টেস্ট ও ১ম টেস্টের ১ম ইনিংসে তার ১ম টেস্ট সেঞ্চুরি করেন।[১১]
  • কুমার সাঙ্গাকারা ২য় টেস্টের ১ম ইনিংসে তার ৩৪তম টেস্ট সেঞ্চুরি ও ১ম ট্রিপল সেঞ্চুরি করেন।
  • কুমার সাঙ্গাকারা ২য় টেস্টের ১ম ইনিংসে ১১,০০০ টেস্ট রানে পদার্পণ করেন।
  • কুমার সাঙ্গাকারা ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৩৫তম টেস্ট সেঞ্চুরি করেন।

টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ[সম্পাদনা]

১ম টুয়েন্টি২০ আন্তর্জাতিক[সম্পাদনা]

১২ ফেব্রুয়ারি, ২০১৪
১৭:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৬৮/৭ (২০ ওভার)
বনাম
 বাংলাদেশ
১৬৬/৭ (২০ ওভার)
কুশল পেরেরা ৬৪ (৪৪)
আরাফাত সানি ২/১৭ (৩ ওভার)

২য় টুয়েন্টি২০ আন্তর্জাতিক[সম্পাদনা]

১৪ ফেব্রুয়ারি, ২০১৪
১৭:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১২০ (১৯.৫ ওভার)
বনাম
 শ্রীলঙ্কা
১২৩/৭ (২০ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে সাব্বির রহমানের টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[১৩]

পরিসংখ্যান[সম্পাদনা]

ব্যাটিং[সম্পাদনা]

সর্বাধিক রান[১৪]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
শ্রীলঙ্কা কুশল পেরেরা ৮৫ ৪২.৫০ ৬৪
বাংলাদেশ আনামুল হক ৮২ ৪১.০০ ৫৮
শ্রীলঙ্কা থিসারা পেরেরা ৫৪ - ৩৫*
শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা ৪৮ ২৪.০০ ৩৭
বাংলাদেশ সাকিব আল হাসান ৩৮ ১৯.০০ ২৬

বোলিং[সম্পাদনা]

সর্বাধিক উইকেট[১৫]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান গড় সেরা বোলিং
শ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গা ৫৪ ১৩.৫০ ৩/২০
শ্রীলঙ্কা নুয়ান কুলাসেকারা ৬১ ১৫.২৫ ২/২৯
বাংলাদেশ মাশরাফি বিন মর্তুজা ৭২ ১৮.০০ ২/২৯
বাংলাদেশ আরাফাত সানি ২৫ ৮.৩৩ ২/১৭
বাংলাদেশ সাকিব আল হাসান ৩৫ ১১.৬৬ ২/২৭

অর্জনসমূহ[সম্পাদনা]

বাংলাদেশ

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৭ ফেব্রুয়ারি, ২০১৪
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৮০ (৪০ ওভার)
বনাম
 বাংলাদেশ
১৬৭ (৩৯.২ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেনআরাফাত সানি একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন।

২য় ওডিআই[সম্পাদনা]

২০ ফেব্রুয়ারি, ২০১৪
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৮৯/৬ (৫০ ওভার)
বনাম
 বাংলাদেশ
২২৮ (৪৩ ওভার)
কুমার সাঙ্গাকারা ১২৮ (১১৫)
রুবেল হোসেন ৩/৭৬ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২২ ফেব্রুয়ারি, ২০১৪
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪০/৮ (৫০ ওভার)
বনাম
 শ্রীলঙ্কা
২৪৬/৪ (৪৭.৩ ওভার)
মমিনুল হক ৬০ (৬০)
ধাম্মিকা প্রসাদ ৩/৪৯ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৬ উইকেটে বিজয়ী
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুশল পেরেরা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান[সম্পাদনা]

ব্যাটিং[সম্পাদনা]

সর্বাধিক রান[১৬]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা ১৩৬ ৬৮.০০ ১২৮
বাংলাদেশ মুশফিকুর রহিম ১৩৬ ৪৫.৩৩ ৭৯
শ্রীলঙ্কা কুশল পেরেরা ১৩৪ ৪৪.৬৬ ১০৬
বাংলাদেশ মমিনুল হক ১১৯ ৩৯.৬৬ ৬০
শ্রীলঙ্কা অশন প্রিয়ঞ্জন ৮৮ ৪৪.০০ ৬০

বোলিং[সম্পাদনা]

সর্বাধিক উইকেট[১৭]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান গড় সেরা বোলিং
বাংলাদেশ রুবেল হোসেন ১৮২ ২৬.০০ ৩/৭৬
শ্রীলঙ্কা সচিত্র সেনানায়েকে ১১২ ২২.৪০ ২/৩৩
শ্রীলঙ্কা থিসারা পেরেরা ১১৪ ২৮.৫০ ২/৪০
শ্রীলঙ্কা ধাম্মিকা প্রসাদ ৪৯ ১৬.৩৩ ৩/৪৯
বাংলাদেশ সাকিব আল হাসান ৭৫ ২৫.০০ ২/২৯

অর্জনসমূহ[সম্পাদনা]

বাংলাদেশ
শ্রীলঙ্কা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ক্রীড়া প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (২০১৩-০৯-১৪)। "ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল - bdnews24.com"। Bangla.bdnews24.com। ২০১৪-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 
  2. "Sri Lanka tour of Bangladesh, 2013/14"। ইএসপিএনক্রিকইনফো। ২৭ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪ 
  3. অনলাইন প্রতিবেদক। "প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 
  4. "Bangladesh Test Squad" 
  5. অনলাইন ডেস্ক। "বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 
  6. "Sri Lanka Test Squad" 
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  9. "Most runs in Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৪ 
  10. "Most wickets in series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৪ 
  11. "Jayawardene, Vithanage help SL surge to 498 lead"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪ 
  12. Bangladesh v Sri Lanka, 1st Twenty20, Chittagong, Kusal fifty sets up last-ball thriller, 1st T20I, espncricinfo, সংগ্রহ: ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ইং
  13. "Sri Lanka take series after another final-ball win"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  14. "Most runs in T20I Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪ 
  15. "Most wickets in T20I series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪ 
  16. "Most runs in ODI Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  17. "Most wickets in ODI series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  18. "Sri Lanka fight back to win from 67 for 8"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  19. "Sri Lanka complete whitewash after Kusal ton"ESPNcricinfo। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৪ 
  20. "Sri Lanka clinch series after Sangakkara century"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ