উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারত ক্রিকেট দল ১৯ জানুয়ারি, ২০১৪ তারিখ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক নিউজিল্যান্ড সফর করে। সফরে ভারত ক্রিকেট দল ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও ২টি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অংশ নেয়।[ ১]
ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার খেলার স্থানসমূহ
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
বৃষ্টির কারণে খেলা ৪২ ওভারে আনা হয়। ভারত দলকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সংশোধিত লক্ষ্যমাত্রা দেয়া হয় ২৯৩ রান।
পরাজয়ের ফলে ভারত দল আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপে তাদের শীর্ষস্থান হারায় ও অস্ট্রেলিয়া শীর্ষস্থানে চলে আসে।[ ২] কিন্তু, ২৪ জানুয়ারি’র ৪র্থ ওডিআইয়ে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ফলে অস্ট্রেলিয়া পুনরায় শীর্ষস্থান হারায় ও ভারত শীর্ষস্থানে ফিরে আসে।
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
ভারতীয় দলের অধিনায়ক ও উইকেট-রক্ষক মহেন্দ্র সিং ধোনি নিজস্ব ২৫০তম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেন।
ভারত ২৭৮/৫ (৫০ ওভার)
ব
ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারতের পক্ষে স্টুয়ার্ট বিনি’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
সর্বাধিক রান[ ৩]
নাম
দল
রান
মাঠ
ব্যাটিং অবস্থান
ম্যাচ ইনিংস
কোহলি
ভারত
১২৩
নাপিয়ের
৩
২
টেলর
নিউজিল্যান্ড
১১২*
হ্যামিলটন
৪
২
গাপটিল
নিউজিল্যান্ড
১১১
অকল্যান্ড
১
১
টেলর
নিউজিল্যান্ড
১০২
ওয়েলিংটন
৪
১
উইলিয়ামসন
নিউজিল্যান্ড
৮৮
ওয়েলিংটন
৩
১
কোহলি
ভারত
৮২
ওয়েলিংটন
৩
২
সর্বাধিক উইকেট[ ৪]
নাম
দল
উইকেট
মাঠ
প্রথম ৫ জন ব্যাট্সমেনের মধ্যে
ম্যাচ ইনিংস
কোরে আন্ডারসন
নিউজিল্যান্ড
৫
অকল্যান্ড
৩
২
ম্যাট হেনরি
নিউজিল্যান্ড
৪
ওয়েলিংটন
৩
২
শামি
ভারত
৪
নাপিএর
৩
১
মাক্লানেঘান
নিউজিল্যান্ড
৪
নাপিএর
২
২
সউদি
নিউজিল্যান্ড
৪
হ্যামিলটন
৩
২
শামি
ভারত
৩
হ্যামিলটন
২
১
শামি
ভারত
৩
হ্যামিলটন
২
১
কোরে আন্ডারসন
নিউজিল্যান্ড
৩
হ্যামিলটন
১
২
নিউজিল্যান্ড
ভারত
ব
২৬২/৯ডিঃ (৭৮ ওভার)
রবার্ট ও’ডোনেল ৮০ (১২৪)ঈশ্বর পাণ্ডে ৩/৪২ (১৪ ওভার)
নিউজিল্যান্ড একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
নিউজিল্যান্ডের পক্ষে টম ল্যাথাম ও জেমস নিশামের টেস্ট অভিষেক ঘটে।
ব্রেন্ডন ম্যাককুলাম ও বিজে ওয়াটলিং ৬ষ্ঠ উইকেট জুটিতে ৩৫২ রান সংগ্রহ করে নতুন রেকর্ড স্থাপন করেন।[ ৫] অভিষিক্ত জেমস নিশামের অপরাজিত ১৩৭ রান ৮নং ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।[ ৬] নিউজিল্যান্ডের ৮ উইকেটে ৬৮০ রান টেস্টের ৩য় ইনিংসে নতুন রেকর্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সর্বাধিক রান[ ৭]
সর্বাধিক উইকেট[ ৮]
নিউজিল্যান্ড
কেন উইলিয়ামসন ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৫ম সেঞ্চুরি করেন।
ব্রেন্ডন ম্যাককুলাম ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৮ম সেঞ্চুরি ও ২য় ডাবল-সেঞ্চুরি করেন।
ব্রেন্ডন ম্যাককুলাম ২য় টেস্টে ৫,০০০ রান অতিক্রম করেন।
ব্রেন্ডন ম্যাককুলাম ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৯ম সেঞ্চুরি ও ১ম ট্রিপল-সেঞ্চুরি করেন।
বিজে ওয়াটলিং ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৩য় সেঞ্চুরি করেন।
বিজে ওয়াটলিং ২য় টেস্টের ২য় ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
জিমি নিশাম ২য় টেস্টের ২য় ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।
ভারত
ইশান্ত শর্মা ১ম টেস্টের ১ম ইনিংসে হ্যামিশ রাদারফোর্ডকে আউট করে ১৫০তম উইকেট লাভ করেন।
শিখর ধাওয়ান ১ম টেস্টের ২য় ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।
ইশান্ত শর্মা ২য় টেস্টের ১ম ইনিংসে ৬/৫১ বোলিং পরিসংখ্যান গড়েন যা তার নিজস্ব সেরা বোলিং।
আজিঙ্কা রাহানে ২য় টেস্টের ১ম ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।
বিরাট কোহলি ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৬ষ্ঠ সেঞ্চুরি করেন।
অক্টোবর ২০১৩ নভেম্বর ২০১৩ ডিসেম্বর ২০১৩ জানুয়ারি ২০১৪ ফেব্রুয়ারি ২০১৪ মার্চ ২০১৪
নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট সফর
টেস্ট ও এলওআই ট্যুর
অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে প্রতিযোগিতা আয়োজক
বহুদলীয় সফর অন্যান্য সফর
অস্ট্রেলিয়ান ডাচ ইংরেজ ফিজিয়ান বহু-জাতি