মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ

স্থানাঙ্ক: ২২°৩৪′১৫″ উত্তর ৮৮°২৪′৪৭″ পূর্ব / ২২.৫৭০৮৯৮১° উত্তর ৮৮.৪১৩১১৭৬° পূর্ব / 22.5708981; 88.4131176
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ
অফিসিয়াল লোগো
গঠিত৪ জানুয়ারি ১৯৯৩ (4 January 1993)
ধরনগবেষণা প্রতিষ্ঠান
সদরদপ্তরআইবি ১৬৬, সেক্টর-৩, সল্ট লেক, কলকাতা-৭০০১০৬
অবস্থান
স্থানাঙ্ক২২°৩৪′১৫″ উত্তর ৮৮°২৪′৪৭″ পূর্ব / ২২.৫৭০৮৯৮১° উত্তর ৮৮.৪১৩১১৭৬° পূর্ব / 22.5708981; 88.4131176
চেয়ারম্যান
অধ্যাপক রাধারমণ চক্রবর্তী
পরিচালক
ড. স্বরুপ প্রসাদ ঘোষ
প্রধান প্রতিষ্ঠান
সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত
ওয়েবসাইটhttp://www.makaias.gov.in

মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটির অর্থায়ন করে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। এই প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল।[১] ১২ মার্চ ১৯৯৩ সালে ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জীবন ও কাজ নিয়ে গবেষণা করে, এটির নামও তার নামানুসারে নামকরণ করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং নয়া দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচডি পর্যায়ের ছাত্রছাত্রীরাও প্রতিষ্ঠানটির সাথে যুক্ত।

প্রকাশনা[সম্পাদনা]

কাজ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. MAKAIAS