ডেভিড বেকার (প্রাণরসায়নবিদ)
ডেভিড বেকার | |
---|---|
জন্ম | ৬ অক্টোবর ১৯৬২ |
মাতৃশিক্ষায়তন | |
পরিচিতির কারণ | |
দাম্পত্য সঙ্গী | হানেলে রুওহোলা-বেকার |
পুরস্কার | |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পরিগণনামূলক জীববিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | |
ডক্টরাল উপদেষ্টা | র্যান্ডি শেকম্যান |
অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | ডেভিড অ্যাগার্ড |
ডক্টরেট শিক্ষার্থী | রিশার বনো |
অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষার্থী | ব্রায়ান কুলম্যান, তানিয়া কর্তেমে |
ওয়েবসাইট | www |
ডেভিড বেকার (ইংরেজি: David Baker, জন্ম ৬ই অক্টোবর, ১৯৬২, সিয়াটল, ওয়াশিংটন রাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র[৩]) একজন মার্কিন প্রাণরসায়নবিদ ও পরিগণনামূলক জীববিজ্ঞানী। তিনি প্রোটিনসমূহের ত্রিমাত্রিক কাঠামো নকশাকরণ এবং পূর্বাভাসের পদ্ধতিগুলি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করেছন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের হেনরিয়েটা ও অব্রি ডেভিস এনডাওড অধ্যাপক এবং বংশাণুসমগ্র প্রকৌশল, জীবপ্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের আনুষঙ্গিক অধ্যাপক। তিনি রোজেটা কমন্স নামের একটি গবেষক-পরীক্ষাগার কনসোর্টিয়ামের পরিচালক, যেটি জৈব-আণবিক কাঠামো পূর্বাভাস ও নকশাকারক সফটওয়্যার নির্মাণ করে। বেকার প্রোটিন কাঠামো পূর্বাভাসের যে সমস্যাটিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন, সেটি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুগলের উপসংস্থা ডিপমাইন্ড সমাধান করেছে।[৪] বেকার হাওয়ার্ড হিউজ চিকিৎসাবিজ্ঞান ইনস্টিটিউট-এর একজন তদন্তকারী বিজ্ঞানী ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য। এছাড়া তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রোটিন নকশা ইনস্টিটিউটের পরিচালক।[৫]
বেকার ২০২৪ সালে জন জাম্পার ও ডেমিস হাসাবিসের সাথে যৌথভাবে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁকে "পরিগণনামূলক (কম্পিউটেশনাল) প্রোটিন কাঠামো নকশাকরণের" মাধ্যমে সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন অণু সৃষ্টির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের অর্থের অর্ধেক প্রদান করা হয়।[৬]
জীবনী
[সম্পাদনা]প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]বেকার ১৯৬২ সালের ৬ অক্টোবর ওয়াশিংটনের সিয়াটেলে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি পদার্থবিদ মার্শাল বেকার এবং ভূ-পদার্থবিদ মার্সিয়া বেকারের পুত্র। [৭] তিনি সিয়াটলের গারফিল্ড হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। [৮]
বেকার ১৯৮৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে মেজর সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি র্যান্ডি ওয়েইন শেকম্যানের গবেষণাগারে যোগ দেন, যেখানে তিনি প্রাথমিকভাবে প্রোটিন পরিবহন এবং ইস্ট নিয়ে কাজ করেন এবং ১৯৮৯ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি থেকে জৈব রসায়নে ডক্টর অফ ফিলোসফি অর্জন করেন। ১৯৯৩ সালে, তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিস্কোতে ডেভিড আগার্ডের সাথে বায়োফিজিক্সে পোস্টডক্টরাল প্রশিক্ষণ সম্পন্ন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]বেকার ১৯৯৩ সালে ফ্যাকাল্টি সদস্য হিসাবে ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে যোগদান করেন। তিনি ২০০০ সালে হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটের ইনভেস্টিগেটর হন।[৯] বেকার ২০০৯ সালে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো নির্বাচিত হন [১০]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বেকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক বায়োকেমিস্ট হ্যানেলে রুওহোলা-বেকারকে বিয়ে করেছেন। তাদের দুটি সন্তান রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "David Baker"। Arnold and Mabel Beckman Foundation। আগস্ট ২, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৮।
- ↑ "Institute for Protein Design wins $45M in funding from TED's Audacious Project"। এপ্রিল ১৭, ২০১৯।
- ↑ Howes, Laura। "Protein wrangler, serial entrepreneur, and community builder"। Chemical & Engineering News। 97 (30)।
- ↑
Callaway E (জুলাই ২০২২)। "The entire protein universe: AI predicts shape of nearly every known protein"। Nature। 608 (7921): 15–16। ডিওআই:10.1038/d41586-022-02083-2 । পিএমআইডি 35902752
|pmid=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। বিবকোড:2022Natur.608...15C। - ↑ "UW to Establish Institute for Protein Design – Institute for Protein Design" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১৯।
- ↑ "The Nobel Prize in Chemistry 2024"। The Nobel Prize (nobelprize.org)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪।
- ↑ JINFO। "Jewish Nobel Prize Winners in Chemistry"। www.jinfo.org। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০২৪।
- ↑ Smith, Jenn (অক্টোবর ৯, ২০২৪)। "David Baker, a UW professor who grew up in Seattle, wins Nobel Prize"। The Seattle Times।
- ↑ "David Baker, PhD"। hhmi.org (ইংরেজি ভাষায়)। Howard Hughes Medical Institute। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০২৪।
- ↑ "Book of Members, 1780–2010: Chapter B" (পিডিএফ)। American Academy of Arts and Sciences। জুলাই ৮, ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৫, ২০১১।
- ১৯৬২-এ জন্ম
- মার্কিন প্রাণরসায়নবিদ
- মার্কিন নোবেল বিজয়ী
- মার্কিন পরিগণনামূলক জীববিজ্ঞানী
- নোবেল বিজয়ী রসায়নবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- হার্ভার্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ইহুদি মার্কিন বিজ্ঞানী
- ইহুদি রসায়নবিদ
- জীবিত ব্যক্তি
- ইহুদি নোবেল বিজয়ী
- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির প্রাক্তন শিক্ষার্থী
- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিক্ষক