স্বাধ্যায় আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


স্বাধ্যায় আন্দোলন বা স্বাধ্যায় পরিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য, বিশেষ করে মহারাষ্ট্রগুজরাটে ২০ শতকের মাঝামাঝি শুরু হয়েছিল।[১] আন্দোলনটি 'পাণ্ডুরং শাস্ত্রী আথাভালে' কর্তৃক প্রতিষ্ঠিত, এবং এটি আত্ম-অধ্যয়ন (স্বাধ্যায়), নিঃস্বার্থ ভক্তি ও আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য উপনিষদভগবদ্গীতার মতো ভারতীয় শাস্ত্রের প্রয়োগের উপর জোর দেয়।[১][২]

আন্দোলনটি বৈদিক বিশ্বাসের সাথে সম্পর্কিত উপনিষদিক মহাবাক্য এর উপর দৃষ্টি নিবদ্ধ করে যে ঈশ্বর নিজের মধ্যে, প্রতিটি মানুষ, সমস্ত জীবিত প্রাণী এবং ঈশ্বরের সমস্ত সৃষ্টি। এটি স্বেচ্ছাসেবী স্ব-অধ্যয়ন, স্ব-জ্ঞান, সম্প্রদায়ের বক্তৃতা এবং নিজের ও অন্যদের মধ্যে ঈশ্বরের প্রতি দায়বদ্ধতার সাথে কাজকে উৎসাহিত করে।[৩] এটি যোগেশ্বর কৃষ্ণকে প্রধান দেবতা হিসেবে, এবং পাশাপাশি পার্বতী, গণেশশিবকে তুলে ধরে। এটিতে দেবতা সূর্য সূর্যালোকের রূপে স্বীকৃত। স্মার্ত ঐতিহ্যের পঞ্চায়তন পূজা বিন্যাসে প্রার্থনা করা হয়, যা আদি শঙ্করকে আরোপিত করা হয়।[৪] সম্প্রদায়ের সদস্যরা ভাবভক্তি (ঈশ্বরের প্রতি আবেগপূর্ণ ভক্তি), কৃত্তিভক্তি (সমস্ত ঈশ্বরের সৃষ্টিতে ঈশ্বরের প্রতি স্বেচ্ছাসেবা দ্বারা কর্মময় ভক্তি) এবং ভক্তিফেরি (সম্প্রদায়ের অংশীদারদের সাথে দেখা, কাজ ও মঙ্গল কামনায় ভক্তিমূলক ভ্রমণ) এ অংশগ্রহণ করে।[৩] আন্দোলনের সদস্যরা সংগঠনের সকল নারী-পুরুষকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pankaj Shah (২০১৬)। "Swadhyaya Movement and Pandurang Shastri Athavale"। Knut A. Jacobsen; Helene Basu; Angelika Malinar; Vasudha Narayanan। Brill's Encyclopedia of Hinduismডিওআই:10.1163/2212-5019_beh_COM_9000000274 
  2. Mary Pat Fisher (১৯৯৬)। Swadhyay Movement in Living Religions: An Encyclopaedia of the World's Faiths। I.B.Tauris। পৃষ্ঠা 109। আইএসবিএন 1-86064-148-2 
  3. Ananta Kumar Giri (২০০৯)। Self-development and Social Transformations?: The Vision and Practice of the Self-study Mobilization of Swadhyaya। Lexington Books। পৃষ্ঠা 1–14। আইএসবিএন 978-0-7391-1198-7 
  4. Thomas G. Kirsch (২০১৬)। Permutations of Order: Religion and Law as Contested Sovereignties। Routledge। পৃষ্ঠা 91–92। আইএসবিএন 978-1-317-08215-6 

বহিঃসংযোগ[সম্পাদনা]