হিন্দুধর্ম ও জৈনধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জৈনধর্ম হিন্দুধর্ম হল দুটি প্রাচীন ভারতীয় ধর্ম। এই দুই ধর্মের মাঝে বহু মিল ও অমিল রয়েছে।[১] জৈনধর্মের মন্দির, দেবদেবী, আচার, উপবাস ও অন্যান্য উপাদান হিন্দুধর্মের সমকক্ষ উপাদানগুলো হতে আলাদা।[২]

"জৈন" শব্দটি জিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হল সেই সকল মানুষ যারা নিজেদের অন্তর্নিহিত ইচ্ছাকে জয় করেছে (যেমন রাগ, স্নেহ, লোভ ও অহংকার) এবং কেবল জনন (কেবল জ্ঞান, শুদ্ধ অসীম জ্ঞান) ধারণ করে। জিনদের দ্বারা দেখানো পথের অনুসারীদের বলা হয় জৈন।[৩][৪] হিন্দুধর্মের অনুসারীদের বলা হয় হিন্দু।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sangave 2001, পৃ. 135-136।
  2. Sangave 2001, পৃ. 138।
  3. Sangave 2001, পৃ. 15।
  4. Sangave 2001, পৃ. 164।
  5. "Hinduism"Encyclopædia Britannica