বিষয়বস্তুতে চলুন

হাশিম আমলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হাসিম আমলা থেকে পুনর্নির্দেশিত)
হাশিম আমলা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
হাশিম মোহাম্মদ আমলা
জন্ম (1983-03-31) ৩১ মার্চ ১৯৮৩ (বয়স ৪১)
ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
উচ্চতা১.৮২ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কআহমেদ আমলা (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৯৫)
২৮ নভেম্বর ২০০৪ বনাম ভারত
শেষ টেস্ট২১ ফেব্রুয়ারি ২০১৯ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৯০)
৯ মার্চ ২০০৮ বনাম বাংলাদেশ
শেষ ওডিআই২৮ জুন ২০১৯ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং৯০ ও ১
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩৮)
১৩ জানুয়ারি ২০০৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ টি২০আই১৪ আগস্ট ২০১৮ বনাম শ্রীলঙ্কা
টি২০আই শার্ট নং
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৯/০০–২০০৮/০৯কোয়াজুলু-নাটাল
২০০৩/০৪–২০১২/১৩ডলফিন্স
২০০৯এসেক্স
২০১০নটিংহ্যামশায়ার
2013–2014Surrey
2013/14–2018/19Cape Cobras
2015Derbyshire
2016–2017Kings XI Punjab
2016Trinbago Knight Riders
2018Hampshire
2018Barbados Tridents
2018Durban Heat
2019/20Khulna Tigers
2020–2022Surrey
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৯২ ১৩৫ ১৯৭ ৯৫
রানের সংখ্যা ৭,৩৫৮ ৬,৪২৯ ১৪,৯৫২ ৩,৭৭৫
ব্যাটিং গড় ৫১.৪৫ ৫২.২৬ ৫০.৬৮ ৪৩.৮৯
১০০/৫০ ২৫/২৯ ২৩/২৯ ৪৬/৭০ ১০/২৩
সর্বোচ্চ রান ৩১১* ১৫৯ ৩১১* ১৪০
বল করেছে ৪২ ৩১৫ ১৬
উইকেট
বোলিং গড় ২২৪.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ০/৪ ১/১০ ০/৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৬/– ১৬/– ১০৯/– ৩৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ জুন ২০১৬

হাশিম মোহাম্মদ আমলা (গুজরাটি: હાશિમ આમલા; জন্ম: ৩১ মার্চ ১৯৮৩) নাটাল প্রদেশে জন্মগ্রহণকারী প্রাক্তন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি প্রথমদিকে ব্যাটিং করেন এবং মাঝে মাঝে মিডিয়াম পেস বোলিং করে থাকেন।[] টেস্ট খেলায় ৩নং ব্যাটসম্যান ও একদিনের খেলায় শুরুতেই ব্যাটিং অর্ডারে নামেন আমলা। আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিংয়ে টেস্টএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট - উভয় বিভাগে বিশ্বের ১নং ব্যাটসম্যান হিসেবে তিনি স্বীকৃত ছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দক্ষিণ আফ্রিকায় একটি মুসলিম পরিবারে হাশিম আমলা'র জন্ম। তার পূর্বপুরুষেরা অনেক বছর পূর্বে অভিবাসিত হয়ে গুজরাত থেকে দক্ষিণ আফ্রিকায় বাসস্থান গড়েন।[] ডারবান হাইস্কুল থেকে ডিগ্রী গ্রহণ করেন আমলা। যুবদের ক্রীড়াঙ্গনে আমলা আঞ্চলিক দল হিসেবে কোয়াজুলু নাটাল ডলফিনসে অভিষেক ঘটান। খুব দ্রুত দক্ষিণ আফ্রিকা দলের প্রধান হিসেবে মনোনীত হয়ে ২০০২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দলকে নিয়ে যান।[][]

তার বড় ভাই আহমেদ আমলাও একজন পেশাদার ক্রিকেটার এবং দু’বছর পূর্বে ক্রিকেট জগতে প্রবেশ করে বর্তমানে ডলফিনের অধিনায়ক হিসেবে আছেন।[] টেস্টে অভিষেকের পূর্বেই হাশিম আমলা এলকোহলজাতীয় তরল পদার্থের লোগো বিপণনের মাধ্যম হিসেবে বিজ্ঞাপনচিত্র নিয়ে খেলার মাঠে ঢুকাবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে অদ্যাবধি বজায় রেখেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে

[সম্পাদনা]

ডলফিনসের অধিনায়ক থাকাকালে হাশিম আমলা ২০০৪-০৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে প্রথম আটটি ইনিংসের চারটিতেই সেঞ্চুরি করেছিলেন।[] তার এ সাফল্য ঘরোয়া পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা এ দলের ভারত সফরে যেতে সহায়তা করে। এর মধ্য দিয়েই আমলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন।[][]

১৯ নভেম্বর, ২০১৪ তারিখে অস্ট্রেলিয়া সফরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ান-ডে ম্যাচে ১৭শ ওডিআই শতকে দ্রুততম সময়ে পৌঁছেন।[] ঐ খেলায় তার ১১৫ বলে ১০২ রান সংগ্রহ করার পরও অস্ট্রেলিয়ার কাছে তার দল ৭৩ রানে পরাজিত হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি

[সম্পাদনা]

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি

[সম্পাদনা]
টেস্ট ক্রিকেটে হাশিম আমলা'র সেঞ্চুরিসমূহ
ক্রমিক নং রান ব্যক্তিগত ম্যাচ নং বিপক্ষ শহর/দেশ খেলার মাঠ সাল
১। ১৪৯  নিউজিল্যান্ড কেপটাউন, দক্ষিণ আফ্রিকা নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড ২০০৬
২। ১৭৬ ১৬  নিউজিল্যান্ড জোহেন্সবার্গ, দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডারার্স স্টেডিয়াম ২০০৭
৩। ১০৩ ১৭  নিউজিল্যান্ড সেঞ্চুরীয়ন, দক্ষিণ আফ্রিকা সুপার স্পোর্ট পার্ক ২০০৭
৪। ১৫৯ ২৩  ভারত চেন্নাই, ভারত এমএ চিদাম্বরম স্টেডিয়াম ২০০৮
৫। ১০৪* ২৬  ইংল্যান্ড লন্ডন, ইংল্যান্ড লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ২০০৮
৬। ১১২ ৩০  বাংলাদেশ ব্লোমফন্টেইন, দক্ষিণ আফ্রিকা স্প্রিংবক পার্ক ২০০৮
৭। ১০০ ৩৮  ইংল্যান্ড সেঞ্চুরীয়ন, দক্ষিণ আফ্রিকা সুপার স্পোর্ট পার্ক ২০০৮
৮। ২৫৩* ৪৪  ভারত নাগপুর, ভারত ভিসিএ স্টেডিয়াম ২০১০
৯। ১১৪ ৪৫  ভারত কলকাতা, ভারত ইডেন গার্ডেন্স ২০১০
১০। ১২৩*
১১। ১১৮* ৪৭  পাকিস্তান দুবাই, সংযুক্ত আরব আমিরাত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ২০১০
১২। ১৪০ ৪৮  ভারত সেঞ্চুরীয়ন, দক্ষিণ আফ্রিকা সুপার স্পোর্ট পার্ক ২০১০

ম্যান অব দ্য ম্যাচ

[সম্পাদনা]
টেস্টে হাশিম আমলা'র ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার
ক্রমিক নং প্রতিপক্ষ ভেন্যু বা মাঠ মৌসুম/সাল ম্যাচে অবদান
(১) পাকিস্তান সেঞ্চুরিয়ন ২০০৭ ৭১ ও ৬৪*
(২) ভারত নাগপুর ২০১০ ২৫৩*
(৩) ভারত কলকাতা ২০১০ ১১৪ ও ১২৩*

সর্বশেষ আপডেট: (এপ্রিল ২৮, ২০১১ইং তারিখ পর্যন্ত)

একদিনের ক্রিকেটে সেঞ্চুরি

[সম্পাদনা]

ডিন জোন্সের মন্তব্য

[সম্পাদনা]

টেন স্পোর্টসের ধারাভাষ্যকারঅস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স ৭ আগস্ট, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট খেলার ক্যাচ ধরার একপর্যায়ে আমলাকে টেরোরিস্ট বা সন্ত্রাসী নামে আখ্যায়িত করেন। তিনি বলেছিলেন যে, সন্ত্রাসীটি আরো একটি উইকেট ধরল। পরমুহুর্তেই সম্প্রচার বন্ধ করে বাণিজ্যিকভাবে বিজ্ঞাপন বিরতি দেয়া হয়।

দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বব্যাপী এ সম্প্রচারের ফলে দক্ষিণ আফ্রিকার সমর্থক, খেলোয়াড়, সাবেক ক্রিকেটারসহ ভাষ্যকারের প্রচণ্ড ও বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফলে টেন স্পোর্টস চ্যানেলটি ডিন জোন্সের সাথে তাদের চুক্তির কার্যক্রম স্থগিত রাখে।

পরবর্তীতে জোন্স আমলা'র কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে বলেন যে, এ ধরনের মন্তব্য ভবিষ্যতে আর কখনো করবেন না।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ক্রিকেটফানডাস.কম"। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১১ 
  2. Peter Roebuck (২০০৯-০১-২৯)। "The unbreakable South African"। সংগ্রহের তারিখ ২০১০-০১-১৯ 
  3. Donald McRae (২০০৮-০৭-০৮)। "After terrorist jibe, Amla is ready for bat to do talking"The Guardian। সংগ্রহের তারিখ ২০১০-০১-১৯ 
  4. "The other Amla"। Cricinfo। ২০০৯-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০১০-০১-১৯ 
  5. Telford Vice (২০০৪-১০-২৭)। "Joy and gloom as selectors turn the page"Cricinfo 
  6. "Hashim Amla becomes fastest batsman to hit 17 ODI centuries"Sportskeeda। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]