আজা নাচলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজা নাচলে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅনিল মেহতা
প্রযোজকআদিত্য চোপড়া
রচয়িতাজয়দীপ সাহনি
চরমমাত্রা:
পীযূষ মিশ্র
চিত্রনাট্যকারজয়দীপ সাহনি
কাহিনিকারআদিত্য চোপড়া
শ্রেষ্ঠাংশে
সুরকারসেলিম-সুলেমান
চিত্রগ্রাহককে. ইউ. মোহনন
সম্পাদকরিতেশ সোনি
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকসনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া
মুক্তি
  • ৩০ নভেম্বর ২০০৭ (2007-11-30)
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹২৫ কোটি
আয়₹১৪.৮৪ কোটি[১]

আজা নাচলে আদিত্য চোপড়া প্রযোজিত ও অনিল মেহতা পরিচালিত ২০০৭ সালের হিন্দি ভাষার নৃত্যধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। এটি দেবদাস (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের পাঁচ বছর পর তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এছাড়া এই চলচ্চিত্রে অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, জুগল হংসরাজ ও কুণাল কাপুর।

আজা নাচলে ২০০৭ সালের ৩০শে নভেম্বর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[২] চলচ্চিত্রটি মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে এবং বক্স অফিস ইন্ডিয়া কর্তৃক ফ্লপ আখ্যায়িত হয়।[১]

৫৩তম ফিল্মফেয়ার পুরস্কার আয়োজনে চলচ্চিত্রটি দুটি বিভাগে মনোনয়ন লাভ করে, সেগুলো হল শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মাধুরী এবং "আজা নাচলে" গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সুনিধি চৌহান।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

  • মাধুরী দীক্ষিত - দিয়া শ্রীবাস্তব
  • কঙ্কনা সেন শর্মা - আনোখি আনোখেলাল/লায়লা
  • কুণাল কাপুর - ইমরান পাঠান/মজনু
  • যুগল হংসরাজ - সঞ্জয় মেহরা, লায়লার ভাই
  • অক্ষয় খান্না - এমপি রাজা উদয় সিং (বিশেষ উপস্থিতি)
  • দিব্যা দত্তা - নাজমা, দিয়ার ঘনিষ্ঠ বান্ধবী ও লায়লার মা
  • ফেলিক্স ডালভিয়েয়া - স্টিভ
  • দালাই - রাধা, দিয়ার কন্যা
  • রঘুবীর যাদব - ডাক্তার সাহেব
  • বিনয় পাঠক - চোজার সাহেব
  • অখিলেন্দ্র মিশ্র - চৌধরী ওম সিংহ
  • নওয়াজুদ্দীন সিদ্দিকী - ধন কুবের
  • দর্শন জরিওয়ালা - মকরন্দ
  • সুস্মিতা মুখার্জী - মিসেস চোজার
  • উত্তরা বাওকর - মিসেস শ্রীবাস্তব
  • যশপাল শর্মা - ইনস্পেক্টর সাহেব, লায়লার বাবা
  • রণবীর শৌরি - মোহন
  • বিনোদ নাগপাল - দিয়ার বাবা
  • ইরফান খান - ফারুক, নাজমার স্বামী (ক্ষণিক চরিত্রাভিনয়)
  • দিব্যেন্দু - এমএলএ'র পুত্র

নির্মাণ[সম্পাদনা]

২০০৭ সালের ১৫ই ফেব্রুয়ারি মুম্বইয়ের ফিল্ম সিটিতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় এবং মার্চ মাসে চিত্রগ্রহণ সমাপ্ত হয়। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে মাধুরী দীক্ষিত কয়েক বছরের বিরতির পর অভিনয়ের ফিরে আসেন।[৩]

সঙ্গীত[সম্পাদনা]

আজা নাচলে
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ১৬ আগস্ট ২০০৭ (ভারত)
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্য৩৮:৪৫
সঙ্গীত প্রকাশনীযশ রাজ মিউজিক
প্রযোজকআদিত্য চোপড়া
সেলিম-সুলেমান কালক্রম
চাক দে! ইন্ডিয়া
(২০০৭)
আজা নাচলে
(২০০৭)
রোডসাইড রোমিও
(২০০৮)

আজা নাচলে চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন সেলিম-সুলেমান এবং গানের গীত লিখেছেন জয়দীপ সাহনিপীযূষ মিশ্র। ২০০৭ সালের ১৬ই আগস্ট চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক প্রকাশিত হয়। "ইয়ে ইশ্‌ক"-সহ চূড়ান্ত দৃশ্যের কয়েকটি গান এই সাউন্ডট্র্যাকে অন্তর্ভুক্ত ছিল না।

এই চলচ্চিত্রের সঙ্গীত বিপুল প্রশংসিত হয়। পীযূষ মিশ্রের লেখা চলচ্চিত্রের শিরোনাম গানটি জনপ্রিয়তা অর্জন করে। প্রথম সপ্তাহে সাউন্ডট্র্যাকটি ইন্ডিয়াএফএমের চার্টে ৯ নং স্থানে ছিল।[৪]

সকল গানের সুরকার সেলিম-সুলেমান

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আজা নাচলে"পীযূষ মিশ্রসুনিধি চৌহান৫:০৪
২."ইশ্‌ক হুয়া"জয়দীপ সাহনিসোনু নিগম, শ্রেয়া ঘোষাল৪:২৪
৩."শো মি ইউর জালওয়া"জয়দীপ সাহনিকৈলাশ খের, ঋচা শর্মা, সেলিম মার্চেন্ট৪:১৩
৪."ও রে পিয়া"জয়দীপ সাহনিরাহাত ফাতেহ আলী খান৬:২০
৫."সোনিয়ে মিল যা"পীযূষ মিশ্রসুখবিন্দর সিং, সুনিধি চৌহান, মাধুরী দীক্ষিত৩:৩৭
৬."ইস পাল"পীযূষ মিশ্রসোনু নিগম, শ্রেয়া ঘোষাল৩:৫৯
৭."কোই পাত্থর সে না মারে"পীযূষ মিশ্রসুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম৪:০৪
৮."ড্যান্স উইথ মি"জয়দীপ সাহনিসোনিয়া সায়গল৩:২৯
৯."আজা নাচলে (রিপ্রাইস)"পীযূষ মিশ্রম্যারিঅ্যান ডি'ক্রুজ৩:২৮
মোট দৈর্ঘ্য:৩৮:৪৫

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

৫৩তম ফিল্মফেয়ার পুরস্কার
আইফা পুরস্কার
স্টারডাস্ট পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Box Office 2007"বক্স অফিস ইন্ডিয়া। ৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২ 
  2. "Yash Raj Films announces Stellar Line-Up of Attractions for the year 2007"যশ রাজ ফিল্মস। ৬ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২ 
  3. "Madhuri Dixit begins filming comeback movie"আপুনকাচয়েস.কম। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২ 
  4. "Top Ten albums of the week"ইন্ডিয়াএফএম। ২২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৩ 
  5. "IIFA Through the Years – IIFA 2008 : Bangkok, Thailand"আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]