আজা নাচলে
আজা নাচলে | |
---|---|
চিত্র:আজা নাচলে চলচ্চিত্রের পোস্টার.jpg প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | অনিল মেহতা |
প্রযোজক | আদিত্য চোপড়া |
রচয়িতা | জয়দীপ সাহনি চরমমাত্রা: পীযূষ মিশ্র |
চিত্রনাট্যকার | জয়দীপ সাহনি |
কাহিনিকার | আদিত্য চোপড়া |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সেলিম–সুলেমান |
চিত্রগ্রাহক | কে. ইউ. মোহনন |
সম্পাদক | রিতেশ সোনি |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৪৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹২৫ কোটি |
আয় | ₹১৪.৩ কোটি[১] |
আজা নাচলে আদিত্য চোপড়া প্রযোজিত ও অনিল মেহতা পরিচালিত ২০০৭ সালের হিন্দি ভাষার নৃত্যধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। এটি দেবদাস (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের পাঁচ বছর পর তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এছাড়া এই চলচ্চিত্রে অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, জুগল হংসরাজ ও কুণাল কাপুর।
আজা নাচলে ২০০৭ সালের ৩০শে নভেম্বর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। চলচ্চিত্রটি মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে এবং বক্স অফিস ইন্ডিয়া কর্তৃক ফ্লপ আখ্যায়িত হয়।
৫৩তম ফিল্মফেয়ার পুরস্কার আয়োজনে চলচ্চিত্রটি দুটি বিভাগে মনোনয়ন লাভ করে, সেগুলো হল শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মাধুরী এবং "আজা নাচলে" গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সুনিধি চৌহান।
অভিনয়শিল্পীদল[সম্পাদনা]
- মাধুরী দীক্ষিত - দিয়া শ্রীবাস্তব
- কঙ্কনা সেন শর্মা - আনোখি আনোখেলাল/লায়লা
- কুণাল কাপুর - ইমরান পাঠান/মজনু
- জুগল হংসরাজ - সঞ্জয় মেহরা, লায়লার ভাই
- অক্ষয় খান্না - এমপি রাজা উদয় সিং (বিশেষ উপস্থিতি)
- দিব্যা দত্তা - নাজমা, দিয়ার ঘনিষ্ঠ বান্ধবী ও লায়লার মা
- ফেলিক্স ডালভিয়েয়া - স্টিভ
- দালাই - রাধা, দিয়ার কন্যা
- রঘুবীর যাদব - ডাক্তার সাহেব
- বিনয় পাঠক - চোজার সাহেব
- অখিলেন্দ্র মিশ্র - চৌধরী ওম সিংহ
- নওয়াজুদ্দীন সিদ্দিকী - ধন কুবের
- দর্শন জরিওয়ালা - মকরন্দ
- সুস্মিতা মুখার্জী - মিসেস চোজার
- উত্তরা বাওকর - মিসেস শ্রীবাস্তব
- যশপাল শর্মা - ইনস্পেক্টর সাহেব, লায়লার বাবা
- রণবীর শৌরি - মোহন
- বিনোদ নাগপাল - দিয়ার বাবা
- ইরফান খান - ফারুক, নাজমার স্বামী (ক্ষণিক চরিত্রাভিনয়)
- দিব্যেন্দু - এমএলএ'র পুত্র
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেত্রী - মাধুরী দীক্ষিত
- মনোনীত: শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - "আজা নাচলে" গানের জন্য সুনিধি চৌহান
- জয়: শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা – "আজা নাচলে" গানের জন্য বৈভবী মার্চেন্ট[২]
- মনোনীত: শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - "আজা নাচলে" গানের জন্য সুনিধি চৌহান
- স্টারডাস্ট পুরস্কার
- মনোনীত: বর্ষসেরা নারী তারকা – মাধুরী দীক্ষিত
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Aaja Nachle - Film details"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "IIFA Through the Years – IIFA 2008 : Bangkok, Thailand"। আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।