জোধাবাই
উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এই নিবন্ধে পুনঃসংগঠিত করা প্রয়োজন। এখানে অনেক ভাল তথ্য রয়েছে, তবে তা খুব সুসংগঠিত নয়; সম্পাদকদের এই নিবন্ধের মানোন্নয়নের জন্য এর সার্বিক গঠন পরিবর্তনে সাহসী হতে উৎসাহিত করা হচ্ছে। (অক্টোবর ২০২০) |
হীরাবাঈ (১ অক্টোবর ১৫৪২ - ১৯ মে ১৬২৩) রাজস্থানের রাজপুত ঘরানার রাজা ভারমালের জ্যেষ্ঠ কন্যা। হীরাবাঈ ১৫৪২ খ্রিষ্টাব্দের পহেলা অক্টোবর জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১৯ মে ১৬২৩ খ্রিষ্টাব্দে, প্রায় ৮১ বছর বয়সে। তিনি রাজা ভগবান দাসের বোন ও রাজা মানসিং এর পিসি ছিলেন। তিনি আকবরের ১ম রাজপুত স্ত্রী।সম্রাট আকবরের সাথে তার বিবাহ হয় ১৫৬২ খ্রিষ্টাব্দের ৬ই ফেব্রুয়ারি। তিনি শাহাজাদা সেলিমের অর্থাত্ সম্রাট জাহাঙ্গীরের মা। তার আসল নাম রাজকুমারী হীরা কুমারী। আবার তার নাম যোধাবাঈ ছিল নাকি তা নিয়ে বির্তক রয়েছে।তবে বিয়ের পরে তিনি মরিয়ম উজ-জামানী নাম ধারণ করেন। তিনি ছিলেন 'আমের' রাজ্যের রাজকুমারী। তার মায়ের নাম হল 'ময়নাবতী' এবং তার বোনের নাম হল 'সুকন্যা দাস'। তার মৃত্যু হয়েছিল সম্ভবত ১৬২৩ খ্রিষ্টাব্দে।
চিত্রশালা[সম্পাদনা]
যোধাবাঈ- এর সমাধিসৌধ, সিকান্দ্রা, আগ্রা
তথ্যসূত্র[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |