গুজারিশ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুজারিশ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসঞ্জয় লীলা ভন্সালী
প্রযোজকসঞ্জয় লীলা ভন্সালী
রনি শেকরাওয়ালা
চিত্রনাট্যকারসঞ্জয় লীলা ভন্সালী
ভাই আইয়ার
শ্রেষ্ঠাংশেহৃতিক রোশন
ঐশ্বর্যা রাই বচ্চন
আদিত্য রয় কাপুর
সুরকারগান:
সঞ্জয় লীলা বনশালি
আবহসঙ্গীত:
তুবে-পারিক
চিত্রগ্রাহকসুদীপ চ্যটার্জী
সম্পাদকহিমেল কোঠারি
প্রযোজনা
কোম্পানি
এস এল বি ফিল্মস
পরিবেশকইউটিভি মোশন পিকচার্স
মুক্তি
  • ১৯ নভেম্বর ২০১০ (2010-11-19)
স্থিতিকাল১১৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দী
নির্মাণব্যয়৫০০ মিলিয়ন (US$ ৬.১১ মিলিয়ন)[১]

গুজারিশ (ইংরেজি: Petition;বাংলা: আবেদন) হল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত একটি হিন্দী চলচ্চিত্র ৷ এই চলচ্চিত্রে হৃতিক রোশন , ঐশ্বরিয়া রাই বচ্চন , আদিত্য রায় কাপুর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই চলচ্চিত্র ১৯ নভেম্বর, ২০১০ সালে মুক্তি পায় ৷

কাহিনী[সম্পাদনা]

এই চলচ্চিত্রটি চিত্রায়িত করা হয়েছে ভারতের গোয়া শহরে ৷ ইথান মাসকিউরেনাস (হৃতিক রোশন) একজন মহান জাদুকর যে ১২ বছর আগে ম্যজিক শো তে এক দূর্ঘটনার শিকার হন ও তার সারা দেহ প্যরালাইসড হয়ে যায় ৷ তিনি ১২ বছর ধরে তার নিজের ঘরে এক খাটের উপর শয্যাশায়ী ৷ তিনি তার দেহকে নাড়াতে পারেন না ৷ সোফিয়া (ঐশ্বরিয়া রাই বচ্চন) ১২ বছর ধরে ইথানকে সেবা করেন ও দেখাশোনা করেন ৷ দুর্ঘটনার ১৪ বছর পর ইথান তার সমস্ত কষ্টের অবসানের জন্য ইথোনেশিয়া (স্বইচ্ছায় মৃত্যু) নামে একটি ব্যবস্থা গ্রহণ করেন এবং কোর্টে আবেদন করেন ৷ তার এই কাজে সাহায্য করেন তার উকিল বান্ধবী দেবানী দত্ত ৷ কিন্তু কোর্ট ঐ আবেদন নাকোচ করে দেয় ৷ তারপর ইথান তার মৃত্যুর পক্ষে ও বিপক্ষে রেডিওতে ভোট চাওয়া শুরু করেন ৷ এই ঘটনার পূর্বেই আবির্ভাব হয় ওমর সিদ্দিকীর(আদিত্য কাপুর)৷ শেষ পর্যন্ত কোর্ট এই মৃত্যুর বিপক্ষে রায় দেয় ৷

অভিনয়ে[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

সংগীতের পরিচিতি
নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."গুজারিশ হ্যায় এ বারিস"কে.কে, সাহিল হাদা৪:১৯
২."স গাম সামাল কে" (কথা: বিধু পুরী)কুনাল গাঞ্জাওয়ালা৪:৪২
৩."তেরা জিকির হ্যায"রাকেশ পণ্ডিত৪:৫৯
৪."সাইবা মাঝে সাইবা পালা"সাহিল হাদা৩:২৬
৫."জানে কিসকে খাব তাকায়ে"কে.কে২:৫৮
৬."উদি তেরে আখো সে"সুনীতি চৌহান৩:২২
৭."ক্যয় না লাকু মে"সুহিল হাদা৩:৪৭
মোট দৈর্ঘ্য:৪০:১৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Box-office battle in new dimension this festival season"The Hindu। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]