বিষয়বস্তুতে চলুন

বুদ্ধ পদচিহ্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুদ্ধের পদচিহ্নের চিত্র
ধর্মচক্রত্রিরত্ন সহ বুদ্ধের পদচিহ্ন, ১ম শতাব্দী, গান্ধার
বুদ্ধপদ, সেগুন কাঠ মুক্তা ও কাচের মা দিয়ে সজ্জিত। লান্না শিল্প, ১৫ - ১৬ শতকের প্রথম দিকে। ওয়াট ফ্রা সিং ওরামাহাভিহর্ন
সীমা মালাকা মন্দিরের প্রবেশ পথে বুদ্ধের পদচিহ্ন

বুদ্ধ পদচিহ্ন বা বুদ্ধপদ হলো গৌতম বুদ্ধের পায়ের ছাপের মতো আকৃতির বৌদ্ধ মূর্তি। বুদ্ধপদের দুটি রূপ রয়েছে: প্রাকৃতিক, যেমন পাথর বা শিলায় পাওয়া যায় এবং কৃত্রিমভাবে তৈরি করা হয়।[১]:৩০১

অনেক "প্রাকৃতিক"কে বুদ্ধের প্রকৃত পদচিহ্ন নয়, বরং তাদের প্রতিরূপ বা উপস্থাপনা বলে স্বীকার করা হয়েছে, যেটিকে চেতিয় ও বুদ্ধের আদি প্রতিকৃতিহীন  ও প্রতীকী উপস্থাপনা হিসেবে বিবেচনা করা যেতে পারে।[২]:৮৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stratton, Carol (২০০৩)। Buddhist Sculpture of Northern Thailand। Serindia Publications। আইএসবিএন 1-932476-09-1 
  2. Strong, John S. (২০০৪)। Relics of the Buddha (Buddhisms: A Princeton University Press Series)Princeton University Pressআইএসবিএন 0-691-11764-0 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]