শঙ্খনীল কারাগার (চলচ্চিত্র)
শঙ্খনীল কারাগার | |
---|---|
![]() শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের বাণিজ্যিক পোষ্টার | |
পরিচালক | মুস্তাফিজুর রহমান |
রচয়িতা | হুমায়ূন আহমেদ |
চিত্রনাট্যকার | মুস্তাফিজুর রহমান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | খন্দকার নুরুল আলম |
চিত্রগ্রাহক | এম এ মবিন |
সম্পাদক | কাজী আব্দুর রহিম |
মুক্তি | ২২ মে ১৯৯২ |
দৈর্ঘ্য | ১২৪ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
শঙ্খনীল কারাগার ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র। বাংলাদেশী সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান।[১] মধ্যবিত্ত সমাজের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, চম্পা। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]
রাবেয়া মধ্যবিত্ত দম্পতি মতিন উদ্দিন ও শিরিনের মেয়ে। গায়ের রং কালো হওয়ায় তার জন্য ভালো পাত্র পাওয়া যায় না। অপরদিকে মধ্যবিত্ত পরিবারে চলছে অভাব অনটন। ছোট ভাই খোকা চাকরির অন্বেষণে ঘুরছে। ছোটবোন রুনুর জন্য ভাল বিয়ের প্রস্তাব আসে। এভাবে নানা ধরনের টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় পরিবারটিকে।
শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]
- ডলি জহুর - রাবেয়া
- আসাদুজ্জামান নূর - খোকা
- সুবর্ণা মুস্তাফা - রুনু
- চম্পা
- মমতাজউদ্দিন আহমেদ - মতিন উদ্দিন
- নাজমা আনোয়ার - শিরিন
- মিনু রহমান - ছোট খালা
- সৈয়দ হাসান ইমাম - ছোট খালু
- আবুল হায়াত[২]
- মাসুদ আলি খান - মতিনের বস
- কাজী মেহফুজুল হক - ডাক্তার
- রওশন জামিল
- আজিজুল হাকিম - মজনু
- অপি করিম - ছোট রুনু
বিশেষ দৃশ্যে[সম্পাদনা]
সঙ্গীত[সম্পাদনা]
শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন খন্দকার নুরুল আলম। গীত রচনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, ও শাম্মী আখতার।
পুরস্কার[সম্পাদনা]
- শ্রেষ্ঠ চলচ্চিত্র
- শ্রেষ্ঠ অভিনেত্রী - ডলি জহুর
- শ্রেষ্ঠ কাহিনীকার - হুমায়ূন আহমেদ
- শ্রেষ্ঠ শব্দগ্রাহক - এম এ মাজিদ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"। দেশে বিদেশে। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "Once popular pair again in serial Uttar Dakshin" (ইংরেজি ভাষায়)। হকার.কম। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শঙ্খনীল কারাগার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শঙ্খনীল কারাগার