গরীবের বউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গরীবের বউ
পরিচালককামাল আহমেদ
প্রযোজকশাবানা
শ্রেষ্ঠাংশে
সুরকারসুবল দাস
চিত্রগ্রাহকরেজা লতিফ
সম্পাদকআমিনুল ইসলাম মিন্টু
পরিবেশকএসএস প্রডাকশনস
মুক্তি১ জুন ১৯৯০[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

গরীবের বউ ১৯৯০ সালে মুক্তিপাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন কামাল আহমেদ[২] অভিনেত্রী শাবানার প্রযোজনায় এসএস প্রডাকশনস-এর ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন শাবানা, আলমগীর, মান্না, অরুণা বিশ্বাস প্রমুখ। চলচ্চিত্রটি ১৯৯০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

কাহিনি সংক্ষেপ[সম্পাদনা]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

গরীবের বউ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন মাসুদ করিম। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা

গানের তালিকা[সম্পাদনা]

নং গানের শিরোনাম কণ্ঠশিল্পী পর্দায় শিল্পী গানের দৈর্ঘ্য
পেয়েছি তোরে আমারি বুকে রুনা লায়লা আনোয়ারা ৩:৪৭
এ জীবনে তুমি ওগো এলে সাবিনা ইয়াসমিনসৈয়দ আব্দুল হাদী শাবানা, আলমগীর ৪:৪৫
আমি ভাগ্যটাকে গরব নিজেই এন্ড্রু কিশোর আলমগীর ৪:৪২
আমার জীবনে তুমি সুখের ঝর্নাধারা সাবিনা ইয়াসমিন শাবানা, আলমগীর ৩:৩৮
প্রেমেরই হাওয়া লেগেছে গায়ে রুনা লায়লাএন্ড্রু কিশোর মান্না, অরুণা বিশ্বাস ৪:১১

পুরস্কার[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র - এসএস প্রডাকশনস (প্রযোজক)
  • বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - কামাল আহমেদ
  • বিজয়ী: শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - সৈয়দ আব্দুল হাদী[৩]
  • বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রাহক - রেজা লতিফ
  • বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রসম্পাদক - আমিনুল ইসলাম মিন্টু (যুগ্মভাবে)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Movie List 1990"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "History of Bangladeshi Film [বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাস]"চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬ 
  3. রওশন আরা বিউটি (২৯ আগস্ট ২০১৩)। "বাংলা গানের প্রবাদ পুরুষ সৈয়দ আবদুল হাদী"দৈনিক আজাদী। ২০১৫-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে গরীবের বউ (ইংরেজি)