নক্ষত্রের রাত
নক্ষত্রের রাত মেমে নির্মাতা তানভীর জাহান ১৯৯০-এর দশকে পরিচালিত ৯০ দশকের একটি নাটক। নাটকটি বিটিভিতে প্রথম প্রচারিত হয় ১৯৯৫ সালের ১৭ই ফেব্রুয়ারি।[১] এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের, লাকি ইনাম, ডঃ ইনামুল হক, জাহিদ হাসান, শমী কায়সার, আফসানা মিমি, আজিজুল হাকীম, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, আলী যাকের, সারা যাকের প্রমুখ।[২]
সার সংক্ষেপ[সম্পাদনা]
এই নাটকের মূল ঘটনা পরিবারের ছোট কন্যা মনীষাকে(শমী কায়সার) কেন্দ্র করে। তার ধারণা সে অসম্ভব বুদ্ধিমতী একজন, এবং সে এই পরিবারটির অংশ নয়। যাদেরকে সে বাবা-মা (আবুল হায়াত, দিলারা জামান) বলে জানে, তারা তার আসল বাবা-মা নন। এটি তার মন খারাপের অন্যতম বিশেষ একটি কারণ। নাটকের শেষ পর্বে সে বুঝতে পারে, আসলে সে যে বিষয় নিয়ে সারাক্ষণ মনঃকষ্টে থাকতো এটি তার আসল কষ্ট নয়। পৃথিবীতে দুঃখ পাবার মতন যেমন অনেক কারণ আছে, তেমনি সেই দুঃখগুলো ভুলে সুখী হবার মতন তার থেকেও বেশি কারণ আছে।
অভিনয় শিল্পীবৃন্দ[সম্পাদনা]
আবুল হায়াত-
দিলারা জামান-
আব্দুল কাদের-
লাকি ইনাম-
ডঃ ইনামুল হক-
জাহিদ হাসান- মবিন
শমী কায়সার- মনীষা
আজিজুল হাকিম-
আফসানা মিমি-শেহেরজান
আসাদুজ্জামান নূর- হাসান
মেহের আফরোজ শাওন- ময়না
শিলা আহমেদ-
সারা জাকের-
আলী জাকের-
নাজমা আনোয়ার-
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মেমের জাদুকর তানভীর জাহান"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- ↑ "জাদুকরী তানভীর"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।