আমি রবিন সাহা, উইকিপিডিয়াতে আছি ১ বছর, ৯ মাস ও ২৬ দিন। সচরাচর আমি পঠন ও সম্পাদনা নীতি অনুসরণ করি। অর্থাৎ, আমার সম্পাদনাগুলো আমার বর্তমান পাঠের উপর হয়ে থাকে। যার জন্য পাঁচ লাইন লিখতে হলেও পাঁচ পৃষ্ঠা পড়তে হয়, ফলে সময়ও বেশি লাগে। এ কারণে অন্যান্যদের তুলনায় সম্পাদনার সংখ্যা পরিমানে কম। নিবন্ধ খুব একটা অনুবাদ করি না। সম্পাদনার সময় বাক্যগুলো নিজের মতো তৈরির চেষ্টা করি, যেটা অনুবাদ করা অপেক্ষা অধিকতর সহজ বোধ হয়। হিন্দুধর্ম নিয়েই আমার অধিক আগ্রহ। সাধারণত উইকিপ্রকল্প হিন্দুধর্মে অবদান রেখে থাকি। এছাড়া পদার্থবিজ্ঞান ও দর্শন নিয়েও আগ্রহ রয়েছে। আমার সম্পাদনায় যদি কোনো প্রকার ত্রুটি চোখে পড়ে, তবে আমার আলাপ পাতায় জানান। সম্পাদনায় ত্রুটি থাকা অসম্ভব কিছু না। যেভাবে লিখা হলে ত্রটিমুক্ত হবে তাও অবগত করুন। আলোচনা ও বিশ্লেষণ করে ঠিক করে দেওয়া হবে। অথবা কাজটি আপনি নিজেও করতে পারেন।
নিষ্কাম কর্মই মানব মুক্তির পথ। ফলাকাঙ্খা না করে নিঃস্বার্থভাবে মানবকল্যানে কাজ করাই মানুষের ধর্ম হোক।