মারুফের বার্তাঘর
| ||||
বিবরণ যোগের অনুরোধ (২ জুন ২০২৩)[সম্পাদনা]
সুপ্রিয় অবদানকারী, কেউ টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২ জুন ২০২৩ তৈরি করেছেন, কিন্তু বিবরণ অংশটি ফাঁকা রেখেছেন। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৪:০৭, ১ জুন ২০২৩ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]
Muhammadullah Bin Mostofa-এর প্রশ্ন (০৭:৪৩, ৩ জুন ২০২৩)[সম্পাদনা]
আমি অনুবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। পরবর্তীতে সময় না পাওয়ার কারণে কিছুটা অংশ যান্ত্রিক অনুবাদ করেছিলাম। তার জন্য কি আমার অনুবাদটি বাতিল করা হয়েছিল? --Muhammadullah Bin Mostofa (আলাপ) ০৭:৪৩, ৩ জুন ২০২৩ (ইউটিসি)
- @Muhammadullah Bin Mostofa প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভাষ্য অনুযায়ী, আপনি সময় না পাওয়ায় যান্ত্রিক অনুবাদ করে নিবন্ধ জমা দিয়েছিলেন। যদিও নিয়মানুসারে জমাদানের পর আর ঠিক করার সুযোগ তেমন থাকে না, তবে পর্যালোচনার সময় পর্যালোচকগণ অনেক সময় ব্যবহারকারীদের ২য় সুযোগ দিয়ে থাকেন। আপনার নিবন্ধটি পর্যালোচনা করেছেন মাসুম-আল-হাসান। তিনি আপনাকে নিবন্ধ জমা দেওয়ার পরও ২য় সুযোগ হিসাবে ২৬ মার্চ তারিখে লোহিত সাগরএর আলাপ পাতায় আপনাকে অনুবাদ সংশোধন করতে বলেন। কিন্তু আপনি কোনো সাড়া না দেওয়ায় উনি ১০ মে তারিখে আপনার করা সম্পাদনাগুলো সব বাতিল করে দিয়েছেন। এখন আপনি তার আলাপ পাতায় অনুরোধ করে দেখতে পারেন। তবে আপনাকে পুনরায় সুযোগ দেওয়ার সুযোগ নেই বললেই চলে। এবং প্রতিযোগিতার ফলাফলও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তাই আপনি শেষ চেষ্টা করে দেখতে পারেন। তবে না হলে নিরাশ হবেন না। আগামী বছর আবার আপনাকে একইভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৯:৪১, ৩ জুন ২০২৩ (ইউটিসি)