আমি, রুবেল শেখ, একজন বাংলাদেশী উইকিপিডিয়ান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করে বর্তমানে একটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। যেহেতু আমি ব্যাংকিং বিষয়ে পড়াশোনা করেছি এবং পেশায় একজন ব্যাংকার, সেহেতু ব্যাংকিং বিষয়ের প্রতি আগ্রহ একটু বেশি। আমি ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে উইকিপিডিয়া কিছু অবদান রাখার চেষ্টা করি।