ব্যবহারকারী আলাপ:Mussharraf Hossen Shoikot

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

না বুঝে পাতা সম্পাদনা করবেন না[সম্পাদনা]

মুশারফ হোসেন সৈকত, আপনি নতুন। তাই আগে উইকিপিডিয়াতে কিভাবে কাজ করতে হয়, সেটা অন্য উইকিপিডিয়ানদের দেখে শিখুন, এবং তাদের আলাপ পাতায় প্রশ্ন করে জেনে নিন। আপনি একটু আগে আমার তৈরী করা Direct examination পাতাটি মুছে দিয়েছেন, তারপর আমার লেখাকেই হুবহু কপি করে নিজে আরেকটা পাতা করে পেস্ট করে দিয়েছেন। আর ইংরেজি নামকে পুননির্দেশ করেছেন। প্রথমত এর ফলে বেশ কয়েকটা ঝামেলা হয়েছে, আপনি পাতাটিকে তথ্যসুত্র বহিঃস্থ সংযোগ এগুলো কিছু দেন নি, দ্বিতীয়ত, আমার তৈরী পাতায় আমি অন্য ভাষার সাথে ইংরেজি সংযোগ দিয়েছিলাম, সেটাও আপনার এখানে দেওয়া যাবে না। তৃতীয়ত আমি আমার পাতায় গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আলাদা আন্তঃসংযোগ, করে রেখেছিলাম, সেগুলোও আপনি করেন নি। আমি আপনাকে সরাসরি বলছি, কেও কোনো পাতা তৈরী করলে অন্ততপক্ষে আধাঘন্টা অপেক্ষা করবেন। কারণ এর প্রণেতার, পাতাটিকে নিয়ে কোনো চিন্তাভাবনা থাকতে পারে। আমি পাতাটিকে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এবং ভবিষ্যতে এই পাতায় আপনি হস্তক্ষেপ করবেন না। বা করলেও আমাকে আলাদা করে জিজ্ঞেস করে নিবেন। ধন্যবাদ ফাহিম (আলাপ) ১৯:০৩, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

না বুঝে কাজ করবেন না[সম্পাদনা]

মুশারফ হোসেন সৈকত, আপনি নতুন। তাই আগে উইকিপিডিয়াতে কিভাবে কাজ করতে হয়, সেটা অন্য উইকিপিডিয়ানদের দেখে শিখুন, এবং তাদের আলাপ পাতায় প্রশ্ন করে জেনে নিন। আপনি একটু আগে আমার তৈরী করা Direct examination পাতাটি মুছে দিয়েছেন, তারপর আমার লেখাকেই হুবহু কপি করে নিজে আরেকটা পাতা করে পেস্ট করে দিয়েছেন। আর ইংরেজি নামকে পুননির্দেশ করেছেন। প্রথমত এর ফলে বেশ কয়েকটা ঝামেলা হয়েছে, আপনি পাতাটিকে তথ্যসুত্র বহিঃস্থ সংযোগ এগুলো কিছু দেন নি, দ্বিতীয়ত, আমার তৈরী পাতায় আমি অন্য ভাষার সাথে ইংরেজি সংযোগ দিয়েছিলাম, সেটাও আপনার এখানে দেওয়া যাবে না। তৃতীয়ত আমি আমার পাতায় গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আলাদা আন্তঃসংযোগ, করে রেখেছিলাম, সেগুলোও আপনি করেন নি। আমি আপনাকে সরাসরি বলছি, কেও কোনো পাতা তৈরী করলে অন্ততপক্ষে আধাঘন্টা অপেক্ষা করবেন। কারণ এর প্রণেতার, পাতাটিকে নিয়ে কোনো চিন্তাভাবনা থাকতে পারে। আমি পাতাটিকে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এবং ভবিষ্যতে এই পাতায় আপনি হস্তক্ষেপ করবেন না। বা করলেও আমাকে আলাদা করে জিজ্ঞেস করে নিবেন। ধন্যবাদ ফাহিম (আলাপ) ১৯:০৩, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সরাসরি পরীক্ষন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সরাসরি পরীক্ষন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সরাসরি পরীক্ষন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ফাহিম (আলাপ) ১৯:১০, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


ধ্যান প্রসঙ্গে[সম্পাদনা]

ধ্যান পৃষ্ঠাতে যে সকল তথ্য দেয়া হয়েছে তা একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে দেয়ার কারণ অন্য প্রকাশিত নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞানের সীমাবদ্ধতা।আপনি এ বিষয়ে তথ্যসূত্র উল্লেখ করে পৃষ্ঠাটি সংশোধন করবেন আশা করি; কারণ উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে কেবলমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র গ্রহণযোগ্য।মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (আলাপ)২ঃ৪০, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

বিন্যাসন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

বিন্যাসন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বিন্যাসন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ফাহিম (আলাপ) ১৮:৩১, ১৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বিন্যাসন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

বিন্যাসন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বিন্যাসন (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ফাহিম (আলাপ) ১৮:৩৮, ১৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

জাইটগিস্ট (চলচ্চিত্র ধারা) পৃষ্ঠাটির শিরোনামে উচ্চারণগত ত্রুটি প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী মুশারফ হোসেন সৈকত,

"Zeitgeist" কথাটি একটি জার্মান কথা, যার সঠিক উচ্চারণ ৎসাইটগাইস্ট। কথাটি ইংরেজি ও বাংলাসহ বহুভাষাতেই বর্তমানে বহুল প্রচলিত, এবং তা ঐ ৎসাইটগাইস্ট উচ্চারণেই। এর আক্ষরিক অর্থ হল Spirit of the Time. তাই "জাইটগিস্ট" বলে যে উচ্চারণে পাতাটি খোলা হয়েছে, তা সম্পূর্ণ ভুল উচ্চারণ। তাই আপনার কাছে সনির্বন্ধ অনুরোধ, পাতাটির শিরোনামসহ বিভিন্ন ক্ষেত্রে নামটি সঠিক উচ্চারণে লিখুন। আর এ'বিষয়ে যদি কোনও কিছু বলার থাকে, তবে অবশ্যই ঐ পৃষ্ঠার আলোচনা পাতাতেই বা এখানে সেই আলোচনা করা যেতে পারে। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। --অরিন্দম মৈত্র (আলাপ) ১৭:১৭, ২৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

"সরকারায়ন" নিবন্ধটি প্রসঙ্গে[সম্পাদনা]

Governance বেশ জটিল একটি বিষয় যা রাষ্ট্রবিজ্ঞানের জন্য বাংলায় উপস্থিত যথাযথ পরিভাষা দিয়ে লেখা উচিত। নিজের মত করে ইংরেজি উইকি থেকে অনুবাদ করে দিলে নিবন্ধের মান ভাল হবে না। আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের উপর বাংলা বইপত্র, নিবন্ধ ঘেঁটে সঠিক পরিভাষার প্রতি যত্নবান হয়ে নিবন্ধটি লিখতে হবে। ইংরেজি উইকির নিবন্ধটিও খুব সুন্দর, সহজ করে লেখা আছে কি না বলে আমার সন্দেহ আছে। আর সেটির বাংলায় আক্ষরিক অনুবাদ করলে তো আরও দুর্বোধ্য হয়ে দাঁড়াবে। বাংলায় ভাবানুবাদ করলে ভাল হয়। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:১৮, ২৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Mussharraf Hossen Shoikot, বিকল্প প্রচারমাধ্যম নিবন্ধটি শুরু করার জন্য ধন্যবাদ। কিন্তু নিবন্ধটি বর্তমানে অত্যন্ত সংক্ষিপ্ত। এটিতে কমপক্ষে দুই বা তিন অনুচ্ছেদ, তথ্যসূত্র, বিষয়শ্রেণী এবং অন্যান্য উইকিতে আন্তঃউইকিসংযোগ থাকতে হবে। অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব নিবন্ধটির উন্নতিসাধন করুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৫২, ৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Share your experience and feedback as a Wikimedian in this global survey[সম্পাদনা]

WMF Surveys, ১৮:১৮, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: Share your feedback in this Wikimedia survey[সম্পাদনা]

WMF Surveys, ০১:১৬, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[সম্পাদনা]

WMF Surveys, ০০:২৬, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পুনর্নির্দেশ করা[সম্পাদনা]

সুধী, পুরাতন একটি নিবন্ধকে নতুন নামে তৈরি করে সেখানে পুনর্নির্দেশ করে দেবেন না। নাম নিয়ে সমস্যা থাকলে আলাপ পাতায় আলোচনা করুন। ভুলে নতুন নামে তৈরি হয়ে গেলে নতুনটি পুরাতনটিতে পুনর্নির্দেশ করে দিন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৭, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

রুক্ষ বা যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

সুধী দয়া করে যান্ত্রিক ও অবোধগম্য অনুবাদ করবেন না। গুগল অনুবাদ ব্যব্হার না করে বাক্য যাতে পাঠক পরে বুঝতে পারেন এবং সেটি অর্থবহ হয় সেভাবে দয়া করে অনুবাদ করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৫, ১২ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: অনুবাদটা ১০০% নিজ হাতে করা এবং গুগল অনুবাদক বা অন্য কোনো যান্ত্রিক অনুবাদক খোলা হয়নি। আমি রাসায়নিক নাম বাংলাক্ষরে অনুবাদের কড়া পক্ষপাতি।Mussharraf Hossen Shoikot (আলাপ) ১০:৫৮, ১৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বার্তা[সম্পাদনা]

সুধী, আপনি আমার আলাপ পাতায় বার্তা দিয়েছেন, কিন্তু কি বিষয়ে আলাপ করবেন তা বলেননি। ফেসবুকের মাধ্যমে উইকিপিডিয়া বিষয়ক আলোচনা করব কেন? এই সংক্রান্ত কিছু বক্তব্য থাকলে আমার আলাপ পাতায় বিশদে বলুন। তাছাড়া বাংলাদেশী বহু অভিজ্ঞ উইকিপিডিয়ান আছেন তারা নিশ্চয় আপনাকে সাহায্য করবেন। Pinakpani (আলাপ) ১০:২৮, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Pinakpani: আলাপটা উইকিপিডিয়া বিষয়ে না, বহির্ভুত বিষয়ে এবং hint বা সংকেত আপনার খেলাঘরে দিয়েছি। আমি abdulkuddus mondal ফেসবুক একাউন্টের পিছনের ব্যক্তিটি ও আপনার সাথে যোগাযোগের সব পথ বন্ধ কেবল উইকিপিডিয়া বাদে তাই অত্যন্ত বাধ্য হয়ে এই নিয়মভঙ্গটা করেছি।Mussharraf Hossen Shoikot (আলাপ) ১৫:৩২, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমার আলাপ পাতায় আমার ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া আছে। বার্তা দিন সেখানে। ধন্যবাদ। Pinakpani (আলাপ) ০৮:২৬, ১৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Pinakpani: আমি যে আনভেরিফাইড ফেসবুক প্রফাইল দিয়ে আমার পেজ চালাচ্ছি, ওটা রিপোর্ট খেয়ে ধ্বংস হয়ে গেলে আমি আর ফেসবুকে থাকতে পারবো না। এজন্য আইডি লুকিয়ে আমার ফেসবুক পেজ দিয়ে যোগাযোগ করতে হচ্ছে কেবল বিশ্বস্তদের সাথে। আপনাকে আমি লিংক দিয়েছি আপনার আলাপ পৃষ্ঠাতে। লিংকে গিয়ে পেজে মেসেজ দিন নয়তো আমি আপনাকে পেজ থেকে মেসেজ করতে পারবোনা।Mussharraf Hossen Shoikot (আলাপ) ১৫:০১, ১৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:Mussharraf Hossen Shoikot,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Mussharraf Hossen Shoikot,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]