আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
اﻟهيئة العليا للجامعات القومية ﺑﻨﻐﻼدﻳش | |
গঠিত | ২০১৭ |
---|---|
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
উদ্দেশ্য | কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত শিক্ষা বোর্ড |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা, আরবি |
চেয়ারম্যান | মাহমুদুল হাসান |
কো-চেয়ারম্যান | সাজিদুর রহমান |
ওয়েবসাইট | hems |
আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ হল বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড। ২০১৮ সালের ১১ ই এপ্রিলে বাংলাদেশ সরকার এই বোর্ডের অধীনে কওমি মাদ্রাসাসমূহের সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদীস (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা প্রদান করে। [১][২] এর কেন্দ্রীয় কার্যালয় ঢাকার উত্তর যাত্রাবাড়ীতে অবস্থিত। এটি কওমি মাদরাসাভিত্তিক সকল বোর্ডের প্রতিনিধিত্ব করে প্রতি শিক্ষাবর্ষে গোটা দেশ জুড়ে দাওরা হাদিসের পরীক্ষা নিয়ন্ত্রণ করে।
অধীনস্থ বোর্ড
[সম্পাদনা]বর্তমানে কওমি মাদ্রাসার ৬ টি বোর্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশের সব ক’টি দাওরায়ে হাদীস কওমি মাদ্রাসা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। [৩]
এগুলি হচ্ছে :
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
- আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
- বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ
- আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ
- তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ
- জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ
পটভূমি
[সম্পাদনা]গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উলামায়ে কেরামের উপস্থিতিতে কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলূম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি ধরে কওমি মাদরাসার সর্বোচ্চ পরীক্ষা দাওরায়ে হাদীসকে মাস্টার্স (ইসলামী শিক্ষা ও আরবি) এর সমমানের মর্যাদা প্রদানের ঘোষণা দেন। ১৩ এপ্রিল ২০১৭ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব (স.বি.-১) আব্দুস সাত্তার মিয়া এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেন। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামী শিক্ষা ও আরবি) এর সমমান প্রদান বিল ২০১৮” জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ জাতীয় সংসদে এ বিল পাস হয়। ৮ অক্টোবর ২০১৮ তারিখে বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং সর্বসাধারণের অবগতির জন্য সংসদ সচিবালয় কর্তৃক গেজেট আকারে প্রকাশ করা হয়।[৪]
উদ্দেশ্য
[সম্পাদনা]আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল একটি আদর্শ পাঠ্যক্রম নিশ্চিত করার জন্য এবং ছয় কাওয়মি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত প্রতিষ্ঠানের কেন্দ্রীভূত পরীক্ষা নেয়া এবং এ উদ্দেশ্য পূরণে সরকারি স্বীকৃতি লাভ করা। [৫] মূল কাজগুলি হল: পাঠ্যক্রম তৈরি, শিক্ষার মান পরীক্ষা, পরীক্ষার ব্যবস্থা এবং ডিগ্রী প্রদান। [৬][৭][৮]
বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি কাওমি মাদ্রাসা:
- আল জামায়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম
- জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা-১২০৪
- আল জামিয়া আল ইসলামিয়া পাটিয়া
- আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
- জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
- জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর
- জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
- জামিয়া রহমানিয়া রহমান ঢাকা
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,(আকবর কমপ্লেক্স) মিরপুর১,ঢাকা
- জামিয়া দারুল মরিফ আল ইসলামিয়া
- জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেট
- জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা
- জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট
- জামায়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার
- জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ
- জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসা, কচুয়া, চাঁদপুর।
- জীরি মাদরাসা, চট্রগ্রাম।
- জামিয়া শরিয়াহ মালিবাগ, ঢাকা
- জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা
- জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর
- বাইতুল উলূম ঢালকানগর মাদরাসা গেন্ডারিয়া, ঢাকা
- জামিয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম বড়ুয়া
- জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম কুমিল্লা
- দারুল উলুম হোসাইনিয়া, ওলামা বাজার, ফেনী
- জামিয়া হুসাইনিয়া মাদীনাতুল উলুম মাদ্রাসা খুকনী,
আরও দেখুন
[সম্পাদনা]- দেওবন্দি সংগঠনের তালিকা
- দারুল উলুম দেওবন্দ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
- বাংলাদেশে শিক্ষা
- বাংলাদেশে ইসলাম
- দারসে নিজামি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ"। ২০২০-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৪।
- ↑ "কওমির দাওরায়ে হাদিস মাস্টার্স মর্যাদায়"। কালের কণ্ঠ। ১৪ আগস্ট ২০১৮।
- ↑ "'আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ' এর অধীন 'কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান আইন, ২০১৮'"। bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।
- ↑ BanglaNews24.com। "কওমি ধারার দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল মঙ্গলবার"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৬।
- ↑ "Qawmi degree recognised"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-১২। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৬।
- ↑ "Dawra-e-Hadith degree exams from May 15 | Dhaka Tribune"। www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৬।
- ↑ Independent, The। "First Dawra-e-Hadith exams May 15"। First Dawra-e-Hadith exams May 15 | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৬।
- ↑ "পৃথক সংস্থার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা ও সনদ"। প্রথম আলো। ২০১৭-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৬।