হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা
(হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদরাসা থেকে পুনর্নির্দেশিত)
হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদরাসা | |
---|---|
![]() লক্ষ্মীপাশা মাদরাসার লোগো | |
অবস্থান | |
![]() | |
লক্ষ্মীপাশা, কবাই, বাকেরগঞ্জ
[১] , , ৮২৮৪ | |
স্থানাঙ্ক | ২২°৩১′৩৭″ উত্তর ৯০°২৪′৫৮″ পূর্ব / ২২.৫২৬৯৫৫° উত্তর ৯০.৪১৬১৩৯° পূর্ব |
তথ্য | |
তহবিলের ধরন | শিক্ষা প্রতিষ্ঠান |
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে (Read in the name of your Lord) |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ সাল |
প্রতিষ্ঠাতা | মাওলানা মোঃ আব্দুল মালেক ফরাজী |
বন্ধ | ০৪:০০ |
বিদ্যালয় বোর্ড | বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা |
কর্তৃপক্ষ | গভর্নিং বডি |
বিদ্যালয় কোড | ১৬৩৮০ |
ইআইআইএন | ১০০৫৪৯ |
অধ্যক্ষ | মাওলানা মোঃ খলিলুর রহমান |
কর্মকর্তা | ২২ |
শ্রেণী | (ইবতেদায়ী ১ম-৫ম) (দাখিল ৬ষ্ঠ-১০ম,) (আলিম একাদশ-দ্বাদশ) |
ভাষা | বাংলা, ইংরেজি, আরবি |
আয়তন | ১১৯ শতাংশ |
ক্যাম্পাসের ধরন | গ্রাম্য ' |
ডাকনাম | লক্ষ্মীপাশা মাদরাসা |
হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদরাসা বাংলাদেশের বরিশালের একটি আলিয়া মাদ্রাসা যা লক্ষ্মীপাশা মাদরাসা নামে খ্যাত। মাদ্রাসাটির প্রথম অধ্যক্ষ ছিলেন আব্দুল মালেক ফরাজী।
ইতিহাস[সম্পাদনা]
হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদরাসা ১৯৭২ খ্রিষ্টাব্দে আব্দুল মালেক ফরাজী, মাওলানা সাইদুর রহমান, আব্দুল কাদের ফরাজী, আব্দুল খালেক ফরাজী ও খান আবু ইউসুফ সিদ্দিকী কর্তৃক বাকেরগঞ্জের কবাই ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়। ১ জানুয়ারি ১৯৭৬ সালে মাদরাসাটি (১ম-১০ম) শ্রেণী পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমতি লাভ করে। এবং ১৯৭৭ সালে প্রথম স্বীকৃতি পায়। ১ জুলাই ১৯৮৬ সালে আলিম (একাদশ-দ্বাদশ) শ্রেণীর স্বীকৃতি লাভ করে।
ক্যাম্পাস[সম্পাদনা]
হানুয়া লক্ষিপাশা মুহাম্মাদিয়া আলিম মাদরাসা বরিশালের বাকেরগঞ্জ উপজেলাধীন কবাই ইউনিয়নে অবস্থিত।
প্রিন্সিপালগণ[সম্পাদনা]
- মাওলানা আব্দুল মালেক ফরাজী (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল) (১৯৭৬-২০১৩)
- খান আবু ইউসুফ সিদ্দিকী (ভারপ্রাপ্ত) (২০১৩-২০১৪)
- শেখ মুহাম্মদ আবু জাফর (ভারপ্রাপ্ত) (২০১৪-২০১৫)
- মাওলানা আফজাল হোসাইন (ভারপ্রাপ্ত) (২০১৫-২০১৬)
- মুহাম্মদ খলিলুর রহমান (প্রিন্সিপাল) (২০১৬-বর্তমান)[১]
শিক্ষক কর্মচারীবৃন্দ[২][সম্পাদনা]
- মো. খলিলুর রহমান (প্রিন্সিপাল)
- শেখ মুহাম্মদ আবু জাফর (সহকারী অধ্যাপক)
- মো. আফজাল হুসাইন (সহকারী অধ্যাপক)
- মো. আনছারুজ্জামান (সহকারী অধ্যাপক)
- খান আবু ইউসুফ সিদ্দিকী (প্রভাষক আরবি)
- মো. তৌহিদুল ইসলাম (প্রভাষক ইতিহাস)
- মো. মিজানুর রহমান (প্রভাষক আরবি)
- নুসরাত জাহান লিমা (প্রভাষক ইংরেজি)
- মো. জসিম উদ্দিন খান (সহকারী মৌলভী)
- মো. শহিদুল ইসলাম (সহকারী মৌলভী)
- মো. মিজানুর রহমান (সহকারী মৌলভী)
- মো. হারুুন অর রশিদ (সহকারী শিক্ষক, বাংলা)
- দিলরুবা (সহকারী শিক্ষক, গণিত)
- মুসরাত জাহান (সহকারী শিক্ষক, কৃষি)
- মো. শাহ আলম হাওলাদার (জুনিয়র শিক্ষক)
- মো. আক্কাস আলী মিয়া (জুনিয়র শিক্ষক)
- সাজেদা (জুনিয়র শিক্ষক)
- মো. মোশারেফ হোসেন (নিম্নমান সহকারী)
- মো. আঃ রশিদ ফরাজি (প্রহরী)
- মো. জাকির হোসেন (দপ্তরী)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।