করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৫ |
অধ্যক্ষ | মোহাম্মদ নিজাম উদ্দীন |
ওয়েবসাইট | [১] |
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।
অবস্থান[সম্পাদনা]
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের করালিয়া তাকিয়া বাজারের পাশে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
১৯৮৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে একাডেমিক অনুমতি এবং ১৯৯৬ সাল থেকে স্বীকৃতি লাভ করে।[১]
ব্যবস্থাপনা[সম্পাদনা]
মাদ্রাসা পরিচালনার জন্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি করে ১২ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[১]
শিক্ষকবৃন্দ[সম্পাদনা]
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন। এছাড়া আরো ১২ জন শিক্ষক-শিক্ষিকা এ মাদ্রাসায় কর্মরত আছেন।[১]
অবকাঠামো[সম্পাদনা]
মাদ্রাসা ভবনটি একটি দ্বিতল ভবন।[১]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এটি একটি দাখিল (মাধ্যমিক) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। বর্তমানে ৫ শতাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[১]
ফলাফল ও কৃতিত্ব[সম্পাদনা]
বিগত বছরের পাশের হার ৯৭%। ২০১০, ২০১১ ও ২০১৪ সালে দাখিল পরীক্ষায় ৩ জন সর্বমোট ৯ জন শিক্ষার্থী এ+ পেয়েছে। ৮ম শ্রেণীতে ২০১০ সালে ২ জন, ২০১১ সালে ২ জন এবং ৫ম শ্রেণীতে ২০১৩ সালে ২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।[১]