আলমডাঙ্গা আলিম মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলমডাঙ্গা আলিম মাদ্রাসা
অবস্থান

তথ্য
ধরনএমপিও ভুক্ত
নীতিবাক্যশিক্ষাই জাতির মেরুদণ্ড
প্রতিষ্ঠাকাল১৯৬৮
ইআইআইএন১১৫৩১৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমুৃফতিঃ মোঃ সিরাজুল ইসলাম
শিক্ষার্থী সংখ্যা৯০০
ডাকনামআলমডাঙ্গা মাদ্রাসা

আলমডাঙ্গা আলিম মাদ্রাসা আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত একটি আলিয়া মাদ্রাসা[১][২] মাদ্রাসাটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত করেন মাওলানা রবিউল হক আনসারী, তিনিই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।[১] বর্তমানে মাদ্রাসার অধ্যক্ষ হলেন চুয়াডাঙ্গা জেলার মুফতি সিরাজুল ইসলাম। মাদ্রাসার ইআইআইএন সংখ্যা হচ্ছে ১১৫৩১৯।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসাটি আলমডাঙ্গা উপজেলা শহরে প্রায় ১৫ বিঘা জমির উপর অবস্থিত। মাদ্রাসায় প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী ও ২৮ জন শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারী রয়েছেন। ৬টি নতুন-পুরাতন ভবনে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়।

এই মাদ্রাসায় রয়েছে দৃষ্টি নন্দিত একটি মসজিদ রয়েছে, এছাড়া বিশাল খেলার মাঠ ও এক পাশে সুন্দর ফুলের বাগান রয়েছে।

সহশিক্ষা কর্মসূচী[সম্পাদনা]

  • স্কাউটিং
  • খেলাধুলা (অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ফুটবল)
  • বিতর্ক
  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শিক্ষা সফর ইত্যাদি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসা :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৫ 
  2. "Alamdanga Siddiquia Alim Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৫