জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা
![]() মাদ্রাসার লোগো | |
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৬৫ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | মাওলানা আব্দুল মতিন |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ৮০০ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | গ্রাম্য |
EIIN সংখ্যা | ১২১৮৫৫ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভবিবল, ব্যাটমিন্টন |
এমপিও সংখ্যা | ৭৭০২০৭২৩০১ |
ওয়েবসাইট | http://121855.ebmeb.gov.bd/ |
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম এ) মডেল মাদ্রাসা রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সদর উপজেলার একটি খ্যাতনামা আলিয়া মাদ্রাসা।[১][২][৩] ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি অনার্স মাদ্রাসা।[৪] এখানে ফাজিল ও কামিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস, দাওয়াহ প্রভৃতি বিভাগ নিয়ে অনার্স করার সুযোগ রয়েছে।[৫] এই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা আব্দুল মতিন।[৬]
ইতিহাস[সম্পাদনা]
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা ১৯৬৫ সালের ১ জানুয়ারি স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠার বহুদিন পরে ১৯৯৫ সালের ১ জুলাই মাদ্রাসাটি বাংলাদেশ সরকার কতৃক অনুমোদন লাভ করে।[৭] বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ কামিল মাদ্রাসা। ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য এই মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত ছিলো,[৮] ২০১৬ সালের পর থেকে এটা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাকে দাখিল ও আলিম পরীক্ষায় ফলাফলের দিক থেকে শীর্ষস্থানে দেখা যায়।[৯] এই মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান উভয় শাখা বিদ্যমান রয়েছে। এবং ফাজিল ও কামিল শ্রেণীতে কিছু বিভাগে অনার্স কোর্স চালু আছে। এই মাদ্রাসার বহু শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "জয়পুরহাট সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ nctfadmin। "জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় এনসিটিএফ টিম – NCTFBD" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাদ্রাসা শিক্ষার্থীর বৃত্তির টাকা দান"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্সে ভর্তি | daily nayadiganta"। The Daily Nayadiganta। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশ" (PDF)। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- ↑ "জয়পুরহাটে চার শিক্ষক ও তিন শিক্ষার্থী বহিষ্কার | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "Jaipurhat Siddiquia Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "জরুরী বিজ্ঞপ্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস" (PDF)। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১৪ জুলাই ২০২১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- ↑ "মাদ্রাসায় শীর্ষে তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা"। The Report24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।