পুষ্পপাড়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, পাবনা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯২৭; ৯৭ বছর আগে (1927-01-01)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮০০
ঠিকানা
পুষ্পপাড়া
, , ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
EIIN সংখ্যা১২৫৬২২
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৮১০৬০৬২৪০১
ওয়েবসাইটhttp://125622.ebmeb.gov.bd/

পুষ্পপাড়া কামিল মাদ্রাসা রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া নামক স্থানে অবস্থিত একটি আলিয়া মাদ্রাসা।[১][২][৩] মাদ্রাসাটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, এবং বৃহত্তর পাবনা অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

ইতিহাস[সম্পাদনা]

পুষ্পপাড়া কামিল মাদ্রাসা ১৯২৭ সালের ১ জানুয়ারি অত্র এলাকার শিক্ষিত জনগোষ্ঠীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয়েছিলো। এবং পাবনা জেলার উল্লেখযোগ্য শিক্ষাবিদগণের প্রচেষ্টায় ১৯৫০ সালে পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে।[৪] ২০২০ সালে এই মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়।[৫]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এই মাদ্রাসায় ইবতেদায়ী থেকে শুরু করে দাখিল, আলিম, ফাজিল এবং সর্বোচ্চ ধাপ কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এছাড়াও ফাজিল ও কামিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস ও দাওয়াহ বিভাগ চালু রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নোটিশ" (পিডিএফ)ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১৪ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  2. "পাবনার আতাইকুলায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা"wsbnews24.com। ২০২০-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক একটি বিজ্ঞপ্তি" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  4. "Pushpa Para Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  5. "পাবনা পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন"News Pabna (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]