মিছবাহুল উলূম কামিল মাদ্রাসা
মিছবাহুল উলূম কামিল মাদরাসা | |
---|---|
![]() মিছবাহুল উলূম কামিল মাদরাসার লোগো | |
অবস্থান | |
বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৫ |
বিদ্যালয় জেলা | মতিঝিল, ঢাকা-১০০০ |
অধ্যক্ষ | মাওলানা মুহাম্মাদ শাহজাহান আল-মাদানী |
কর্মকর্তা | ৩২ শিক্ষক, ৮ কর্মী |
শ্রেণী | ১ম থেকে ১৫শ |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০+ |
শিক্ষায়তন | ২ একর |
ক্যাম্পাসের ধরন | শহরে অবস্থিত |
তথ্য | +৮৮০২৭১৯৩৭৭৪ |
শিক্ষা বোর্ড | মাদরাসা |
শাখা সংখ্যা | ১ |
ইআইআইএন | ১০৮৫৮৪ [১] |
কর্মসময় | শনি-বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা |
ওয়েবসাইট | mukm.edu.bd |
মিছবাহুল উলূম কামিল মাদরাসা, টিএন্ডটি কলোনী মাদরাসা নামেও পরিচিত। ১৯৭৫ সালে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করে। মূলত তখন এটি তৎকালীন পিএন্ডটি কলোনি (যা বর্তমানে টিএন্ডটি নামে পরিচিত) এর নিবাসীদের সন্তানদের পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করছে। বর্তমানে এখানে এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনা করার সু-ব্যবস্থা রয়েছে। [২][৩]
ইতিহাস[সম্পাদনা]
১৯৭৫ সালে ঢাকার মতিঝিলে মিছবাহুল উলূম কামিল মাদরাসা একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে।
বিভাগ[সম্পাদনা]
- বিজ্ঞান
- মানবিক
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Misbahul ulum kamil madrasha Motijheel, Dhaka, Bangladesh"। www.infomap24.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Misbahul Ulum Kamil Madrasha - Motijheel,Dhaka"। mukm.edu.bd। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭।
- ↑ "মিছবাহুল উলূম কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত"। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭।