ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা | |
---|---|
ঠিকানা | |
ফরিদগঞ্জ পূর্ব বাজার | |
তথ্য | |
ধরন | মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৬ |
প্রতিষ্ঠাতা | শাহ্ সুফি আব্দুল মজিদ (র.) |
বিদ্যালয় জেলা | চাঁদপুর |
অধ্যক্ষ | মাওঃ ড. এ,কে,এম মাহবুবুর রহমান |
শ্রেণী | প্রথম শ্রেণি থেকে কামিল (এম,এ) পর্যন্ত |
শিক্ষার্থী সংখ্যা | সহস্রাধিক |
ভাষার মাধ্যম | বাংলা, ইংরেজি ও আরবি |
ভাষা | বাংলা, ইংরেজি ও আরবি |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ফরিদগঞ্জ উপজেলার একটি ইসলাম ধর্মীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা। [১]
অবস্থান[সম্পাদনা]
এই মাদ্রাসাটি ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারের মধ্যবাজার সিটি লাইব্রেরির অপর পাশে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
শাহ্ সুফি আব্দুল মজিদ (র.) এর হাত ধরে ১৮৯৬ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এটিকে চাঁদপুর জেলার সবচেয়ে প্রাচীন মাদ্রাসা হিসেবে ধরা হয়। শুধু চাঁদপুর নয়, এটিকে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামল থেকে এখন পর্যন্ত এই ইসলামি বিদ্যানিকেতনটি সমানতালে তার শিক্ষা প্রদান করে আসছে। চাঁদপুর জেলার মধ্যে ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর একমাত্র অনার্স মাদ্রাসা এটি। যা ২০১০ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীসহ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইসলামি বিভিন্ন বিষয়ের উপর অনার্স বিভাগটি চালু করা হয়। [১]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
এই মাদ্রাসার ছাত্র সংখ্যা বর্তমানে সহস্রাধিকেরও অধিক। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে সাধারণ এবং বিজ্ঞান বিভাগ। কারিগরি শিক্ষার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এখানে ফাযিল (ডিগ্রী) বি,এ এবং চার বছরের কোর্সে অনার্স রয়েছে। এছাড়াও এখানে কামিল (এম,এ) পর্যন্ত অধ্যয়ন করার সুযোগ রয়েছে। এখানে প্রত্যেকটি শ্রেণির পাঠদান সি,সি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। [১]
অনার্স বিষয় সমূহ[সম্পাদনা]
এখানে বি,এ অনার্স (সম্মান) বিভাগে হাদিস, তাফসির, ফিকহসহ অন্যান্য বিষয়ের উপর অনার্স বিভাগ চালু রয়েছে। [১]
ক্যাম্পাস[সম্পাদনা]
বর্তমানে কামিল শ্রেণীতে হাদীস, তাফসীর, ফিকহ্ বিভাগ, আল-হাদীস এবং ইসলামী শিক্ষা, দাওয়া বিষয় চালু রয়েছে।
গবেষণা কেন্দ্র[সম্পাদনা]
এখানে অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী ছাত্রদের দ্বারা পরিচালিত একটি কুরআন ও হাদিসের গবেষণা কেন্দ্র রয়েছে। [১]
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী[সম্পাদনা]
- এম এ মাওলানা আবদুল মান্নান, সাবেক ধর্ম মন্ত্রী, সাবেক ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী, রাজনীতিবিদ ও সমাজসেবক এবং দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাতা।
- সাংবাদিক শফিকুর রহমান, সাংবাদিক ও রাজনীতিবিদ।