ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার
ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
![]() | |
প্রদানের কারণ | সর্বোত্তম চলচ্চিত্র কীর্তি |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৯৬ |
ওয়েবসাইট | www.criticschoice.com |
ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার (পুরনো নাম ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার) হলো ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন (বিএফসিএ) কর্তৃক প্রতিবছর আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র জগতের অসাধারণ কাজগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী মনোনয়নকালে সমালোচকেরা লিখিত ভোট জমা দেন এবং ডিসেম্বরে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। জানুয়ারিতে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্বাচিত চলচ্চিত্র ও শিল্পীদের সম্মাননা দেয়া হয়। এছাড়াও বিএফসিএর পরিচালনা পরিষদের বিবেচনায় বিশেষ পুরস্কারও দেয়া হয়ে থাকে।
প্রথমে এই পুরস্কারের নাম ছিল ক্রিটিকস চয়েস পুরস্কার। ২০১০ সালে চলচ্চিত্র শব্দটি যোগ করা হয় ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার থেকে আলাদা করার জন্য। ক্রিটিকস চয়েস পুরস্কার বলতে এখন এই দুই ধরনের পুরস্কারকে একত্রে বোঝানো হয়।[১]
পুরস্কার-বিভাগ[সম্পাদনা]
- সেরা চলচ্চিত্র (১৯৯৫ থেকে)
- সেরা পারিবারিক চলচ্চিত্র (১৯৯৭–২০০৭)
- সেরা কমেডি চলচ্চিত্র (২০০৫ থেকে)
- সেরা অ্যাকশন চলচ্চিত্র (২০০৯ থেকে)
- সেরা পরিচালক (১৯৯৫ থেকে)
- সেরা অভিনেতা (১৯৯৫ থেকে)
- সেরা অভিনেত্রী (১৯৯৫ থেকে)
- সেরা কমেডি চলচ্চিত্রে অভিনেতা (২০১২ থেকে)
- সেরা কমেডি চলচ্চিত্রে অভিনেত্রী (২০১২ থেকে)
- সেরা অ্যাকশন চলচ্চিত্রে অভিনেতা (২০১২ থেকে)
- সেরা অ্যাকশন চলচ্চিত্রে অভিনেত্রী (২০১২ থেকে)
- সেরা পার্শ্ব অভিনেতা (১৯৯৫ থেকে)
- সেরা পার্শ্ব অভিনেত্রী (১৯৯৫ থেকে)
- সেরা নবীন অভিনয়শিল্পী (১৯৯৫ থেকে)
- সেরা সেরা অভিনয় দল (২০০২ থেকে)
- সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র (১৯৯৫ থেকে)
- সেরা প্রামাণ্যচিত্র (১৯৯৫ থেকে)
- সেরা অ্যানিমেশন চলচ্চিত্র (১৯৯৮ থেকে)
- সেরা সুরকার (১৯৯৮ থেকে)
- সেরা গান (১৯৯৮ থেকে)
- সেরা চিত্রনাট্য (গৃহীত ও মৌলিক) (২০০২ থেকে)
- সেরা চিত্রগ্রহণ (২০০৯ থেকে)
- সেরা শিল্প নির্দেশনা (২০০৯ থেকে)
- সেরা রূপসজ্জা (২০০৯ থেকে)
- সেরা পোশাক পরিকল্পনা (১৯৯৫ থেকে)
- সেরা সেরা সম্পাদনা (২০০৯ থেকে)
- সেরা শব্দগ্রহণ (২০০৯-২০১১)
- সেরা ভিজুয়াল ইফেক্টস (২০০৯ থেকে)
অনুষ্ঠান[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Critics' Choice Awards | Home"। Critics' Choice Awards। The Broadcast Film Critics Association। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭।