টারাজি পি. হেনসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টারাজি পি. হেনসন
Taraji P. Henson
২০১১ সালে হিডেন ফিগার্স ছবির সিলেব্রেশনে হেনসন
জন্ম
টারাজি পেন্ডা হেনসন

(1970-09-11) ১১ সেপ্টেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
মাতৃশিক্ষায়তনহাওয়ার্ড বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, গায়িকা, লেখিকা
কর্মজীবন১৯৯২-বর্তমান

টারাজি পেন্ডা হেনসন (ইংরেজি: Taraji Penda Henson; জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৭০)[১] হলেন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও লেখিকা। তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে অভিনয় বিষয়ে পাঠগ্রহণ করেন এবং কয়েকটি টেলিভিশন ধারাবাহিক অনুষ্ঠানে অতিথি চরিত্রে কাজ করার পর বেবি বয় (২০০১) চলচ্চিত্র দিয়ে হলিউড কর্মজীবন শুরু করেন। তিনি হাসল অ্যান্ড ফ্লো (২০০৫) ছবিতে একজন যৌনকর্মী চরিত্রে এবং ডেভিড ফিঞ্চারের দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন (২০০৮) ছবিতে এক অসক্ষম শিশুর একক মাতা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন ছবিতে কাজ করার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ডক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০১৬ সালে টাইম সাময়িকী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিদের একজন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করে। একই বছর তিনি তার আত্মজীবনী অ্যারাউন্ড দ্য ওয়ে গার্ল প্রকাশ করে, যা নিউ ইয়র্ক টাইমসে সর্বোচ্চ বিক্রিত বই ছিল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Taraji P. Henson"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Around the Way Girl: A Memoir"বার্নস অ্যান্ড নোবেল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]