২০১৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
অবয়ব
২০১৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ২০ জুলাই, ২০১৩ – ৬ আগস্ট, ২০১৩ | ||
অধিনায়ক |
অ্যাঞ্জেলো ম্যাথিউস (শেষ ৩ ওডিআই) দীনেশ চন্ডিমাল (প্রথম ২ ওডিআই ও টি২০আই) | এবি ডি ভিলিয়ার্স | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৪–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুমার সাঙ্গাকারা (৩৭২) | জেপি ডুমিনি (১৬৫) | |
সর্বাধিক উইকেট | অজন্তা মেন্ডিস (১০) | মরনে মরকেল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুমার সাঙ্গাকারা (৯৮) | জেপি ডুমিনি (১৩২) | |
সর্বাধিক উইকেট | সচিত্র সেনানায়েকে (৫) |
ওয়েন পারনেল (৪) মরনে মরকেল (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) |
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০ জুলাই থেকে ৬ আগস্ট, ২০১৩ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করে। সফরকারী দলটি ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং ৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করে।[১] সম্প্রচার স্বত্ত্বের কারণে উভয় সিরিজের নামকরণ করা হয়েছে ডায়ালগ কাপ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কা দল ধীরগতিতে বোলিং করায় ওডিআই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রথম দু’টি ওডিআইয়ে খেলতে পারেননি। দলের অন্যান্য সদস্যদেরকে ম্যাচ ফি’র ৪০% অর্থ জরিমানা করা হয়।[২] ম্যাথিউসের পরিবর্তে দীনেশ চন্ডিমাল অধিনায়কত্ব করেন। ২৩ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পাবার ফলে তিনি শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদার আসন গ্রহণ করেন।[৩]
দলের সদস্য
[সম্পাদনা]একদিনের আন্তর্জাতিক | টুয়েন্টি২০ আন্তর্জাতিক | ||
---|---|---|---|
শ্রীলঙ্কা[৪] | দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা |
প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ ব দক্ষিণ আফ্রিকা একাদশ
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কুমার সাঙ্গাকারা’র ১৬৯ রান শ্রীলঙ্কার মাটিতে যে-কোন শ্রীলঙ্কান ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
২য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্য শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪৯.২ ওভারে। পুনরায় বৃষ্টি নামলে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৯ ওভারে সীমাবদ্ধ রাখা হয়। পরে দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ২১ ওভারে নিয়ে আসা হয়।
৩য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে অ্যাঞ্জেলো পেরেরার ওডিআই অভিষেক হয়।
৪র্থ ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- শ্রীলঙ্কা টসে বিজয়ী হয়ে ব্যাটিং করে।
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির এবং ডেভিড উইসের টি২০ অভিষেক ঘটে।
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
সম্প্রচার ব্যবস্থা
[সম্পাদনা]টেলিভিশন সম্প্রচার | দেশ | মন্তব্য |
---|---|---|
টেন স্পোর্টস | পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা |
আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা সম্প্রচার করে |
টেন ক্রিকেট | বাংলাদেশ ভারত |
|
সুপারস্পোর্ট | দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South Africa tour of Sri Lanka 2013"। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
- ↑ "Mathews suspended for two ODIs for slow over-rate in Trinidad"। ২৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
- ↑ "Chandimal becomes youngest Sri Lanka ODI captain"। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
- ↑ "Sri Lanka National Squad for the 1st & 2nd ODI against South Africa"। জুলাই ২০, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
আরও দেখুন
[সম্পাদনা]- ২০১৩ অ্যাশেজ সিরিজ
- ২০১৩-এ আন্তর্জাতিক ক্রিকেট
- ২০১৩-১৪ আন্তর্জাতিক ক্রিকেট
- ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
- ২০১৩ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
- ২০১৩ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
- ২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
- ২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
- ২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর