২০১৪-১৫ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪-১৫ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা ইংল্যান্ড
তারিখ ২১ নভেম্বর, ২০১৪ – ১৬ ডিসেম্বর, ২০১৪
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস অ্যালাস্টেয়ার কুক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৭ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৫–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কুমার সাঙ্গাকারা (৪৫৪) জো রুট (৩৬৭)
সর্বাধিক উইকেট তিলকরত্নে দিলশান (১২) ক্রিস উকস (১৪)
সিরিজ সেরা খেলোয়াড় তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)

ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২১ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করে। সফরকারী দলটি শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে সাতটি একদিনের আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করে। এটিই প্রথম শ্রীলঙ্কা দলের সাত-খেলার ওডিআই সিরিজ। স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট দল ৫-২ ব্যবধানে সিরিজ জয় করে।

মাহেলা জয়াবর্ধনে নিজ দেশে শেষ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। অন্যদিকে, কুমার সাঙ্গাকারা স্বদেশে সর্বশেষ একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। তিনি ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর অবসর গ্রহণ করবেন।

দলের সদস্য[সম্পাদনা]

একদিনের আন্তর্জাতিক
 শ্রীলঙ্কা  ইংল্যান্ড[১]

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

একদিনের: শ্রীলঙ্কা এ-দল বনাম ইংল্যান্ড একাদশ[সম্পাদনা]

২১ নভেম্বর, ২০১৪
১০:৪৫
স্কোরকার্ড
শ্রীলঙ্কা এ-দল শ্রীলঙ্কা
১৯৮/৬ (৪৩ ওভার)
বনাম
 ইংল্যান্ড একাদশ
১৪৫/২ (২৫ ওভার)
কুশল পেরেরা ৫৬ (৭৪)
মইন আলী ৩/২৯ (৯ ওভার)
মইন আলী ৫৬ (৩৭)
লাহিরু গামাগে ২/৩৬ (৭ ওভার)
ইংল্যান্ড একাদশ ৫৬ রানে বিজয়ী (ডি/এল)
সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: রবীন্দ্র কটাহাচ্চি (শ্রীলঙ্কা) ও প্রদীপ উদত্য (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা এ-দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ৪৩ ওভারে নির্ধারণ করা হয়।
  • মন্দ আলোকের কারণে ইংল্যান্ডের ইনিংস ২৫ ওভারে থেমে যায়। এ সময় তাদের জয়ের জন্য আরও ৯০ রানের প্রয়োজন ছিল।

একদিনের: শ্রীলঙ্কা এ-দল বনাম ইংল্যান্ড একাদশ[সম্পাদনা]

২৩ নভেম্বর, ২০১৪
০৯:৪৫
স্কোরকার্ড
বনাম
কোন বল মাঠে গড়ানো বাদেই খেলা পরিত্যক্ত
পি. সারা ওভাল, কলম্বো
আম্পায়ার: নিশান ধনাসিংহে (শ্রীলঙ্কা) ও প্রজিত রাম্বুকুল্লা (শ্রীলঙ্কা)
  • টস হয়নি

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৬ নভেম্বর, ২০১৪
১৪:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩১৭/৬ (৫০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
২৯২ (৪৭.১ ওভার)
মইন আলী ১১৯ (৮৭)
থিসারা পেরেরা ৩/৪৪ (৯.১ ওভার)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির জন্য খেলা ১৫:৩০-এ শুরু হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২৯ নভেম্বর, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৮৫ (৪৩ ওভার)
বনাম
 শ্রীলঙ্কা
১৮৬/২ (৩৪.২ ওভার)
রবি বোপারা ৫১ (৬৯)
অজন্তা মেন্ডিস ৩/৩৩ (৭ ওভার)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির জন্য খেলা ৭৫ মিনিট পর শুরু হয় ও উভয় দলের ইনিংস ৪৫ ওভারে নির্ধারণ করা হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

৩ ডিসেম্বর, ২০১৪
১৪:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৪২/৮ (৩৫ ওভার)
বনাম
 ইংল্যান্ড
২৩৬/৫ (৩৩.৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খেলা শুরুর ২ ওভার পর মন্দালোকের জন্য খেলা স্থগিত হয়। এরপর উভয় দলের ওভার সংখ্যা ৩৫-এ নির্ধারিত হয়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের জয়ের জন্য ২৩৬ রানের প্রয়োজন পড়ে।
  • একদিনের আন্তর্জাতিকে ৪র্থ ব্যাটসম্যান হিসেবে কুমার সাঙ্গাকারা ১৩,০০০ রান সংগ্রহ করেন।[২]
  • দলের ধীরগতিতে বোলিংয়ের কারণে অ্যালাস্টেয়ার কুককে এক খেলার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।[৩]

৪র্থ ওডিআই[সম্পাদনা]

৬ ডিসেম্বর, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৬৫ (৫০ ওভার)
বনাম
 শ্রীলঙ্কা
২৬৭/৪ (৪৯.৪ ওভার)
জেমস টেলর ৯০ (১০৯)
রঙ্গনা হেরাথ ৩/৩৬ (১০ ওভার)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যালাস্টেয়ার কুকের এক খেলা নিষিদ্ধের কারণে ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের অধিনায়ক হন। দলের ধীরগতির ওভারের কারণে মর্গ্যানকে ২০% জরিমানা করা হয়।[৪]

৫ম ওডিআই[সম্পাদনা]

১০-১১ ডিসেম্বর, ২০১৪
১৪:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৩৯ (৪৯ ওভার)
বনাম
 ইংল্যান্ড
২৪০/৫ (৪৯.১ ওভার)
কুমার সাঙ্গাকারা ৯১ (১২৩)
ক্রিস উকস ৬/৪৭ (৮ ওভার)
জো রুট ১০৪* (১১৭)
সচিত্র সেনানায়েকে ২/৩৫ (১০ ওভার)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শ্রীলঙ্কার ইনিংসের পর বৃষ্টি নামায় খেলা সম্পূর্ণ করা যায়নি। সংরক্ষিত পরের দিন ইংল্যান্ড তাদের ইনিংস খেলে।
  • অবৈধ বোলিংয়ের কারণে নিষিদ্ধতা কাটিয়ে সচিত্র সেনানায়েকে প্রথমবারের মতো বোলিং করেন।[৫]

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

১৩ ডিসেম্বর, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৯২/৭ (৫০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
২০২ (৪১.৩ ওভার)
কুমার সাঙ্গাকারা ১১২ (১১২)
ক্রিস উকস ২/৫১ (১০ ওভার)
জো রুট ৫৫ (৭৬)
সুরঙ্গা লকমল ৪/৩০ (৮ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ম ওডিআই[সম্পাদনা]

১৬ ডিসেম্বর, ২০১৪
১৪:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩০২/৬ (৫০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
২১৫ (৪৫.৫ ওভার)
তিলকরত্নে দিলশান ১০১ (১২৪)
মইন আলী ২/৩৯ (১০ ওভার)
জো রুট ৮০ (৯৯)
সিক্কুজি প্রসন্ন ৩/৩৫ (৮ ওভার)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Alastair Cook stays as England ODI captain v Sri Lanka"BBC Sport। BBC Sport। ২৪ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪ 
  2. "Sri Lanka v England: Joe Root and Jos Buttler carry tourists home"BBC Sport। British Broadcasting Corporation। ৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪ 
  3. "Alastair Cook: England captain given slow over rate ban"BBC Sport। British Broadcasting Corporation। ৪ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৪ 
  4. "Sri Lanka v England: Eoin Morgan fined for England's slow over rate"BBC Sport। British Broadcasting Corporation। ৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪ 
  5. "Sachithra Senanayake & Kane Williamson cleared to bowl again"BBC Sport। British Broadcasting Corporation। ১১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]