২০২১–২২ ও ২০২২–২৩ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১][২] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩][৪]

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যে কারণে উভয় দল ম্যাচটি থেকে ৫ পয়েন্ট অর্জন করে।[৫] কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরই আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া নতুন করোনাভাইরাসের নতুন এক ধরন সংক্রান্ত ঝুঁকির কারণে সিরিজের অবশিষ্ট ম্যাচদ্বয় স্থগিত করা হয়।[৬][৭] স্থগিত হওয়া ম্যাচদ্বয় ২০২৩ সালের মার্চ ও এপ্রিল মাসে আয়োজিত হবে বলে ২০২২ সালের অক্টোবর মাসে নিশ্চিত করা হয়।[৮] পরবর্তীতে অনুষ্ঠিত সিরিজটিতে ২–০ ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা।[৯]

২০২১–২২ সফর[সম্পাদনা]

২০২১–২২ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস
তারিখ ২৬ নভেম্বর ২০২১
অধিনায়ক কেশব মহারাজ পিটার সেলার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান কাইল ভেরেইনা (৯৫) ম্যাক্স ও'ডাউড (৯)
সর্বাধিক উইকেট ওয়েন পার্নেল (০)
কেশব মহারাজ (০)
ফ্রেড ক্লাসেন (২)
ভিভিয়ান কিংমা (২)
ব্র্যান্ডন গ্লোভার (২)

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা[১০]  নেদারল্যান্ডস[১১]

সিরিজ শুরুর আগে লিজাদ উইলিয়ামস চোটের কারণে দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান।[১২] কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কারণে লুংগিসানি ন্‌গিদিও দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান, যে কারণে জুনিয়র দালাকে দলে যোগ করা হয়।[১৩]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৬ নভেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৭৭/৮ (৫০ ওভার)
বনাম
 নেদারল্যান্ডস
১১/০ (২ ওভার)
কাইল ভেরেইনা ৯৫ (১১২)
ফ্রেড ক্লাসেন ২/৪৫ (৮ ওভার)
ফলাফল হয়নি
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • জুবায়ের হামজা, সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা) ও কলিন আকেরমান (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ৫, নেদার‍ল্যান্ডস ৫।

২য় ওডিআই[সম্পাদনা]

২৮ নভেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
বনাম
ম্যাচ বাতিল
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১ ডিসেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
বনাম
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস স্টেডিয়াম, স্যান্ডটন
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

২০২২–২৩ সফর[সম্পাদনা]

২০২২–২৩ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস
তারিখ ৩১ মার্চ ২০২৩ – ২ এপ্রিল ২০২৩
অধিনায়ক তেম্বা বাভুমা স্কট এডওয়ার্ডস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এইডেন মার্করাম (২২৬) মুসা আহমেদ (৭৮)
সর্বাধিক উইকেট সিসান্দা মাগালা (৮) ফ্রেড ক্লাসেন (৩)
সিরিজ সেরা খেলোয়াড় এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা[১৪]  নেদারল্যান্ডস[১৫]

ব্যক্তিগত কারণে সিরিজ শুরুর আগে রুলফ ফন ডের মেরভা নেদারল্যান্ডস দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[১৬]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

২৮ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২০৭ (৫০ ওভার)
বনাম
দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ
২০৮/৭ (৩৬ ওভার)
স্কট এডওয়ার্ডস ৩৮ (৬৫)
ইথান বশ ৩/২০ (১০ ওভার)
ভিহান লুবা ৪৬ (৫৭)
রায়ান ক্লাইন ৩/৩০ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ ৩ উইকেটে জয়ী
টাকস ক্রিকেট ওভাল, প্রিটোরিয়া
আম্পায়ার: ফিলিপ ফোসলো (দক্ষিণ আফ্রিকা) ও মাজিজি গাম্পু (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৩১ মার্চ ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৮৯ (৪৬.১ ওভার)
বনাম
 দক্ষিণ আফ্রিকা
১৯০/২ (৩০ ওভার)
তেজ নিডমানুরু ৪৮ (৭১)
তাবরাইজ শামসি ৩/২৫ (১০ ওভার)
তেম্বা বাভুমা ৯০* (৭৯)
আর্যন দত্ত ১/৩০ (৬ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, নেদারল্যান্ডস ০।

২য় ওডিআই[সম্পাদনা]

২ এপ্রিল ২০২৩
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৭০/৮ (৫০ ওভার)
বনাম
 নেদারল্যান্ডস
২২৪ (৩৯.১ ওভার)
এইডেন মার্করাম ১৭৫ (১২৬)
ফ্রেড ক্লাসেন ২/৪৩ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৪৬ রানে জয়ী
ওয়ান্ডারারস স্টেডিয়াম, স্যান্ডটন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৭]
  • সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৮][১৯]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, নেদারল্যান্ডস ০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa to host Netherlands, India and Bangladesh during home summer"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  2. "South Africa to host the Netherlands for three ODIs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১ 
  3. "South Africa announce their 2021-2022 home season schedule"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  4. "India set for blockbuster tour to South Africa"দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Kyle Verreynne stars with 95 but game ends in washout"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১ 
  6. "Netherlands cut short South Africa tour amid COVID concerns"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১ 
  7. "South Africa vs Netherlands: New Covid-19 variant forces postponement of last two ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১ 
  8. "South Africa to host England and Netherlands for ODIs in early 2023"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  9. "Markram, Magala star in 146-run victory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩ 
  10. "MAHARAJ TO LEAD THE PROTEAS VS NETHERLANDS AS PARNELL AND ZONDO MAKE A RETURN"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  11. "Six changes in Netherlands squad for Centurion"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১ 
  12. "MEDIA ADVISORY: PROTEAS TEAM UPDATE, PRACTICE & MEDIA SCHEDULE"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১ 
  13. "Lungi Ngidi tests positive for Covid-19, to miss ODI series against Netherlands"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১ 
  14. "South Africa announce squad for all-important Super League series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  15. "Netherlands announce ad-hoc squads Zimbabwe, South Africa tour"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  16. "South Africa look to turn a new leaf while closing out turbulent ODI Super League chapter"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  17. "Markram 175, Magala five-fer take SA closer to World Cup spot"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩ 
  18. @ESPNcricinfo (২ এপ্রিল ২০২৩)। "Sisanda Magala gets a maiden ODI five-for in a crucial win for South Africa #SAvNED" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  19. "South Africa bask in Jo'burg sunshine as the good times return"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]