২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ
২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের লোগো
তারিখ১৮ এপ্রিল ২০২৩ – ১ মে ২০২৩
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরন৫০ ওভার, একদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক   নেপাল
বিজয়ী   নেপাল (১ম শিরোপা)
রানার-আপ সংযুক্ত আরব আমিরাত
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা২৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়নেপাল সন্দীপ লামিছানে
সর্বাধিক রান সংগ্রহকারীসংযুক্ত আরব আমিরাত বৃত্য অরবিন্দ (৪৫৪)
সর্বাধিক উইকেটধারীওমান বিলাল খান (১৭)

২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের এপ্রিল ও মে মাসে নেপালে অনুষ্ঠিত হয়।[১][২] টুর্নামেন্টের বিজয়ী দল ২০২৩ পুরুষ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।[৩] এছাড়া টুর্নামেন্টের সেরা তিনটি দল ২০২৩ এসিসি উদীয়মান দল এশিয়া কাপে উত্তীর্ণ হয়।[৪]

২০২৩ সালের মার্চ মাসে টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়।[৫] ২০২৩ এসিসি পুরুষ চ্যালেঞ্জার কাপের সেরা দুই দল হিসেবে এ টুর্নামেন্টে উত্তীর্ণ হয় সৌদি আরববাহরাইন[৬]

টুর্নামেন্টের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে বিজয়ী হওয়ার পাশাপাশি ২০২৩ এশিয়া কাপে উত্তীর্ণ হয় স্বাগতিক নেপাল[৭][৮] ফাইনালে উত্তীর্ণ দুই দল ছাড়াও ওমান ২০২৩ উদীয়মান দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।[৯]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওমান[১০]  কাতার[১১]  কুয়েত[১২]    নেপাল[১৩]  বাহরাইন[১৪]  মালয়েশিয়া[১৫]  সংযুক্ত আরব আমিরাত[১৬]  সিঙ্গাপুর[১৭]  সৌদি আরব  হংকং[১৮]
  • মোহাম্মদ রিজলান (অধি.) (উই.)
  • আমির ফারুক
  • ইকরামুল্লাহ খান
  • ইমল লিয়ানাগে (উই.)
  • ওয়াইস আহমেদ
  • ওয়ালিদ নয়ন বীট্টিল
  • কামরান খান
  • খুররম শাহজাদ
  • গায়ন মুনাবীরা
  • জহিরউদ্দিন ইব্রাহিম
  • মুহাম্মদ তানভির
  • মুহাম্মদ মুরাদ
  • মোহাম্মদ নাদিম
  • সন্দুন ভিথানাগে
  • মোহাম্মদ আসলাম (অধি.)
  • আদনান ইদরিস
  • ইয়াসিন প্যাটেল
  • ইলিয়াস আহমেদ
  • উসমান প্যাটেল (উই.)
  • ক্লিন্টো বেলূক্কারন
  • পরবিন্দর কুমার
  • বিলাল তাহির
  • মিত ভাবসার (উই.)
  • মোহাম্মদ আমিন
  • রবিজ সন্দরুবন
  • শাহরুখ কুদ্দুস
  • সৈয়দ মনিব
  • শিরাজ খান
  • হায়দার আলি বাট (অধি.)
  • আব্দুল মজিদ আব্বাসি
  • আলি দাউদ
  • ইমরান জাভেদ আনোয়ার
  • ওয়াসিক আহমেদ
  • জুনায়েদ আজিজ
  • ডেভিড ম্যাথায়াস
  • ফিয়াজ আহমেদ
  • মোহাম্মদ ইউনুস
  • মোহাম্মদ রিজওয়ান বাট
  • শাহবাজ বদর (উই.)
  • সত্য বীরপতিরণ
  • সাই সার্থক
  • সোহেল আহমেদ
  • আহমেদ ফাইজ (অধি.)
  • বিরনদীপ সিং (সহ-অধি.) (উই.)
  • আনোয়ার বিন আবদুর রহমান
  • খিজর হায়াত
  • নজরুল আবদুর রহমান
  • ফিতরি বিন মোহাম্মদ শাম
  • বিজয় সুরেশ
  • মুহাম্মদ আমির আজিম
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ আজম (উই.)
  • মোহাম্মদ শাহাদাত
  • রিজওয়ান হায়দার
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)
  • অরিত্র দত্ত (অধি.)
  • অক্ষয় পুরি
  • অদ্বিতীয় ভার্গব
  • অভি দীক্ষিত
  • অমর্ত্য কৌল
  • আব্দুর রহমান ভাদেলিয়া
  • আর্যন মোদি
  • ড্যানিয়েল পরম
  • তিলিপন উমাইদুরাই
  • বিনীত মেহতা
  • বিনোদ ভাস্করন
  • মনপ্রীত সিং (উই.)
  • রমেশ কালিমুত্তু
  • রোহান রঙ্গরাজন
  • সিদ্ধান্ত শ্রীকান্ত (উই.)
  • সুরেন্দ্রন চন্দ্রমোহন
  • মোহাম্মদ হিশাম শেখ (অধি.)
  • জয়নুল আবেদিন (সহ-অধি.)
  • আতিফ-উর-রহমান
  • আবদুল ওয়াহিদ
  • আবদুল মান্নান আলি
  • আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার
  • আহমেদ আবদুল ওয়াহিদ বালেদরাফ
  • ইমরান আরিফ
  • ইশতিয়াক আহমেদ
  • উসমান নাজিব
  • ওয়াকার-উল-হাসান
  • জুহাইর মোহাম্মদ
  • সাদ খান
  • হাসিব গফুর (উই.)

বাহরাইন দলে আমির বিন নাসির, ইয়াসির নাজির, জিশান আব্বাস ও সরফরাজ আলিকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৯] সংযুক্ত আরব আমিরাত দলে আর্যাংশ শর্মা ও আলি আমির নাসিরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২০] নেপাল দলে অর্জুন সউদ, কিশোর মাহাতো, সন্দীপ জোরা ও সূর্য তামাংকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২১]

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
   নেপাল (H) +১.৪৯৭
 ওমান +০.৩৭৭
 মালয়েশিয়া +০.২৪০
 সৌদি আরব −১.১০১
 কাতার −১.০৫৬
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     প্লেঅফে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১৮ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২৩৫/৯ (৫০ ওভার)
   নেপাল
২৩৭/৪ (৩৬.২ ওভার)
আহমেদ ফাইজ ৭৬ (৯৫)
সোমপাল কামি ৩/৪০ (৯ ওভার)
ভীম সার্কী ৭১ (৯৮)
বিরনদীপ সিং ১/৩৭ (৭ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: নরেশ দ্‌'সুজা (কুয়েত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুশল মল্ল (নেপাল)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
২৪৯/৮ (৫০ ওভার)
 কাতার
২০৯ (৪৭.২ ওভার)
আয়ান খান ৬৪* (৫৯)
মুহাম্মদ মুরাদ ৩/৪৭ (১০ ওভার)
মোহাম্মদ রিজলান ৪৩ (৬৯)
বিলাল খান ৪/৪২ (৮.২ ওভার)
ওমান ৪০ রানে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও হিমল গিরি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়ান খান (ওমান)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সৌদি আরব 
১৫৩ (৪৬.২ ওভার)
 মালয়েশিয়া
১৫৪/২ (২১.২ ওভার)
হাসিব গফুর ৪০ (৭৮)
খিজর হায়াত ৩/১৩ (১০ ওভার)
মুহাম্মদ আমির আজিম ৫৬ (৪৪)
জয়নুল আবেদিন ২/৪৬ (৮.২ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: জন প্রকাশ (হংকং) ও সঞ্জয় গুরুং (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: খিজর হায়াত (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
৩১০/৮ (৫০ ওভার)
 ওমান
২২৬ (৪৬.৩ ওভার)
কুশল মল্ল ১০৮ (৬৪)
আয়ান খান ২/৪৬ (৫ ওভার)
মোহাম্মদ নাদিম ৬৫ (৮৪)
সন্দীপ লামিছানে ৩/৪৫ (৮ ওভার)
নেপাল ৮৪ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: নরেশ দ্‌'সুজা (কুয়েত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুশল মল্ল (নেপাল)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিল শফিক (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।
  • কুশল মল্ল (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২২]

২২ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
কাতার 
২১৬ (৪৯.৫ ওভার)
 সৌদি আরব
২২০/৩ (৩৪.২ ওভার)
মুহাম্মদ তানভির ৪৬ (৮৪)
ইশতিয়াক আহমেদ ৪/৪৬ (৯.৫ ওভার)
আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার ১২৪ (১০৮)
ইকরামুল্লাহ খান ২/২৮ (৫ ওভার)
সৌদি আরব ৭ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও জন প্রকাশ (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২২৭/৯ (৫০ ওভার)
 ওমান
২২৮/২ (৪১.৪ ওভার)
বিরনদীপ সিং ৯৪ (১৪৪)
জিশান মাকসুদ ৪/৩৫ (১০ ওভার)
জতিন্দর সিং ১০১* (১১১)
মুহাম্মদ আমির আজিম ২/২৬ (৬ ওভার)
ওমান ৮ উইকেটে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত) ও সঞ্জয় গুরুং (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান মাকসুদ (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: নরেশ দ্‌'সুজা (কুয়েত) ও রিয়াজ কুরূপকার (কাতার)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৫ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
কাতার 
২১৫/৮ (৩৫ ওভার)
 মালয়েশিয়া
২১৬/৭ (৩৪.১ ওভার)
ইমল লিয়ানাগে ৫৬ (৬৮)
মুহাম্মদ ওয়াফিক ২/৪২ (৫ ওভার)
সৈয়দ আজিজ ৮০ (৬৬)
ইকরামুল্লাহ খান ২/৩৫ (৫.১ ওভার)
মালয়েশিয়া ৩ উইকেটে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৈয়দ আজিজ (মালয়েশিয়া)
  • কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৩৫ ওভারে খেলা হয়।

২৬ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
৩৬৬/৬ (৫০ ওভার)
 সৌদি আরব
২৯৪ (৪৬.৫ ওভার)
জতিন্দর সিং ৮৮ (৭৯)
আতিফ-উর-রহমান ৩/৮০ (৯ ওভার)
আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার ৯৫ (৮৬)
বিলাল খান ৪/৭৫ (৮.৫ ওভার)
ওমান ৭২ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও সঞ্জয় গুরুং (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান মাকসুদ (ওমান)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
১৫৭ (৪০.৩ ওভার)
 কাতার
৮৯ (২৫.১ ওভার)
সন্দীপ লামিছানে ৪২* (৫৮)
আমির ফারুক ৪/৪২ (৯.৩ ওভার)
জহিরউদ্দিন ইব্রাহিম ১৫ (২৩)
সন্দীপ লামিছানে ৫/১৪ (৯.১ ওভার)
নেপাল ৬৮ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: নরেশ দ্‌'সুজা (কুয়েত) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দীপ লামিছানে (নেপাল)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 সংযুক্ত আরব আমিরাত +২.৪৬৮
 কুয়েত +০.২২৩
 হংকং +১.০৩১
 বাহরাইন +০.০১৯
 সিঙ্গাপুর −৩.০২৮

     প্লেঅফে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১৮ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৭৪ (৪২.১ ওভার)
 হংকং
১৭৫/২ (৩৩ ওভার)
অরিত্র দত্ত ৪৯ (৫৭)
এহসান খান ৪/২৪ (১০ ওভার)
বাবর হায়াত ১০৮* (৯৪)
রমেশ কালিমুত্তু ১/৩১ (৭ ওভার)
হংকং ৮ উইকেটে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর হায়াত (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৩৭১/৬ (৫০ ওভার)
 কুয়েত
২২৮ (৩৬.৩ ওভার)
বৃত্য অরবিন্দ ১৮৫ (১৪৭)
পরবিন্দর কুমার ৩/৪৫ (৩ ওভার)
সৈয়দ মনিব ৬৮ (৩৬)
জুনায়েদ সিদ্দিকি ৩/৩২ (৭ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১৪৩ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও রিয়াজ কুরূপকার (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: বৃত্য অরবিন্দ (সংযুক্ত আরব আমিরাত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাহরাইন 
২৮৬/৮ (৫০ ওভার)
 সিঙ্গাপুর
১৫৪ (৪৩.১ ওভার)
ফিয়াজ আহমেদ ৭৯ (৫৯)
বিনোদ ভাস্করন ২/৩২ (১০ ওভার)
সুরেন্দ্রন চন্দ্রমোহন ৫১ (৬৬)
ইমরান জাভেদ আনোয়ার ৪/২৪ (৯ ওভার)
বাহরাইন ১৩২ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহাত আলি চৌধুরী (সৌদি আরব)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহবাজ বদর (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
হংকং 
২৬৩/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১১৭/৬ (২৭ ওভার)
অংশুমান রথ ১০৬ (১১৭)
আয়ান আফজাল খান ৫/২০ (১০ ওভার)
আর্যন লাকরা ৫২* (৭১)
এহসান খান ২/৫৩ (৫ ওভার)
হংকং ৬৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: অংশুমান রথ (হংকং)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২২ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাহরাইন 
২৫৫/৭ (৫০ ওভার)
 কুয়েত
২৫৮/৮ (৪৪.২ ওভার)
ইমরান জাভেদ আনোয়ার ৫৩ (১৯)
সৈয়দ মনিব ৪/৬৯ (১০ ওভার)
ইয়াসিন প্যাটেল ৬৩* (৮৯)
আব্দুল মজিদ আব্বাসি ৩/৫১ (৯ ওভার)
কুয়েত ২ উইকেটে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও রাহাত আলি চৌধুরী (সৌদি আরব)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসিন প্যাটেল (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 সিঙ্গাপুর
২৭০/৯ (৫০ ওভার)
বৃত্য অরবিন্দ ১৭৪ (১৩৩)
অদ্বিতীয় ভার্গব ৪/৮৫ (৮ ওভার)
মনপ্রীত সিং ৬৬ (৬৪)
সঞ্চিত শর্মা ২/৩২ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ২০১ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও রাহাত আলি চৌধুরী (সৌদি আরব)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৫ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১১৩ (৩১.৪ ওভার)
 কুয়েত
১১৮/৬ (২৬.৩ ওভার)
অমর্ত্য কৌল ৪৫ (৬০)
মোহাম্মদ আসলাম ৫/২০ (৮.৪ ওভার)
আদনান ইদরিস ৩৮ (২৮)
অক্ষয় পুরি ২/৩৩ (৮.৩ ওভার)
কুয়েত ৪ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও জন প্রকাশ (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ আসলাম (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাহরাইন 
১১৬ (৪০.৫ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১২০/২ (২৭.৪ ওভার)
আলি দাউদ ২৩* (৪৭)
আয়ান আফজাল খান ৪/৬ (১০ ওভার)
বৃত্য অরবিন্দ ৬২* (৮৪)
আব্দুল মজিদ আব্বাসি ২/২৯ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেটে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও রাহাত আলি চৌধুরী (সৌদি আরব)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)
  • বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
কুয়েত 
২৭২/৮ (৫০ ওভার)
 হংকং
২৪২ (৫০ ওভার)
শিরাজ খান ৬৭ (৯৫)
এহসান খান ৩/৪৯ (১০ ওভার)
নিজাকত খান ৬০ (৯৭)
শাহরুখ কুদ্দুস ৩/২৭ (৮ ওভার)
কুয়েত ৩০ রানে জয়ী
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত) ও সঞ্জয় গুরুং (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিরাজ খান (কুয়েত)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

প্লেঅফ[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  সেমিফাইনাল     ফাইনাল
                 
  এ১    নেপাল ২৮১/৯ (৪২)  
  বি২  কুয়েত ৩৭/৬ (৮.৩)    
      বি১  সংযুক্ত আরব আমিরাত ১১৭ (৩৩.১)
      এ১    নেপাল ১১৮/৩ (৩০.৩)
  বি১  সংযুক্ত আরব আমিরাত ২৩৬ (৪৯.২)    
  এ২  ওমান ১৯০/৬ (৪৩)   ৩য় স্থান নির্ধারণী
 
বি২  কুয়েত ১৩০ (৩১.৩)
  এ২  ওমান ৪১/০ (৬)

সেমিফাইনাল[সম্পাদনা]

১ম সেমিফাইনাল[সম্পাদনা]

২৯ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৮১/৯ (৪২ ওভার)
 কুয়েত
৩৭/৬ (৮.৩ ওভার)
রোহিত কুমার পৌডেল ৯৪ (৯৫)
মোহাম্মদ আসলাম ৩/৪৩ (৮ ওভার)
মোহাম্মদ আসলাম ১৪ (১৯)
করণ খত্রী ক্ষেত্রী ৫/১০ (৪.৩ ওভার)
ফলাফল হয়নি
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪২ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২য় সেমিফাইনাল[সম্পাদনা]

২৯ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২৩৬ (৪৯.২ ওভার)
 ওমান
১৯০/৬ (৪৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ২ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
মুলপানি ক্রিকেট স্টেডিয়াম, গোকর্ণেশ্বর
আম্পায়ার: রাহাত আলি চৌধুরী (সৌদি আরব) ও সঞ্জয় গুরুং (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাসিল বিন আব্দুল হামিদ (সংযুক্ত আরব আমিরাত)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩০ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
কুয়েত 
১৩০ (৩১.৩ ওভার)
 ওমান
৪১/০ (৬ ওভার)
আদনান ইদরিস ৩৪ (৪৮)
জয় ওডেদরা ৫/১৪ (৫.৩ ওভার)
ফলাফল হয়নি
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত) ও সঞ্জয় গুরুং (নেপাল)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

ফাইনাল[সম্পাদনা]

১ মে ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১১৭ (৩৩.১ ওভার)
   নেপাল
১১৮/৩ (৩০.৩ ওভার)
আসিফ খান ৪৬ (৫৪)
ললিত রাজবংশী ৪/১৪ (৭.১ ওভার)
গুলশান ঝা ৬৭* (৮৪)
রোহান মুস্তফা ২/১৩ (১০ ওভার)
নেপাল ৭ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহাত আলি চৌধুরী (সৌদি আরব)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুলশান ঝা (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করার জন্য সংরক্ষিত দিন (২ মে ২০২৩) ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Men's Asia Cup and Asia Cup Qualifier tournaments announced for 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ 
  2. "Nepal to host ACC Premier Cup"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "Nepal open ACC Premier Cup against Malaysia"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩ 
  4. "Men's cricket team prepares for ACC Men's Challenger Cup 2023"কুনসেল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. @ACCMedia1 (২৩ মার্চ ২০২৩)। "The ACC Men's Premier Cup – an integral part of ACC's new pathway structure gets underway on the 18th of April in Nepal. 10 Associate nations will battle it out for the title and the winner will directly qualify for the Men's Asia Cup 2023" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. "Saudi Arabia, Bahrain win through ACC Challenger Cup"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩ 
  7. "Nepal book India, Pakistan meetings at Asia Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  8. "Rajabanshi and Jha secure Asia Cup qualification for Nepal"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  9. "Oman through to ACC Emerging Teams Cup as rain decided third place play-off"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩ 
  10. "Confident Oman all set to take part in ACC Men's Premier Cup in Nepal"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩ 
  11. "ACC Men's Premier Cup - Nepal"কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  12. "Kuwait National Men's team led by Captain Mnm Aslam, coached by Muthumudalige Pushpakumara and managed by Mahmoud Abdullah in association with FRiENDi mobile Kuwait & powered by Al Muzaini Exchange Co. is all set to depart tonight to Kathmandu, Nepal for the Asian Cricket Council Asia Cup Qualifiers scheduled to take place from 18th of April onwards until the 2nd of May. 🇰🇼🏏🇰🇼"কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  13. "Final squad named for ACC Premier Cup"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩ 
  14. "Bahrain squad is gearing up for the 2023 ACC Men's Premier Cup which will be the inaugural edition of the Men's Premier Cup"বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  15. "The Natioal Team lineup who will be in Nepal for the ACC Men's Premier Cup 2023"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  16. @EmiratesCricket (১৪ এপ্রিল ২০২৩)। "SQUAD ALERT 🇦🇪🏏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  17. "Asian Cricket Council (ACC) Premier Cup Squad – Singapore"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩ 
  18. "ACC Premier Cup: Hong Kong 'in a great place' as they name squad for Nepal"দক্ষিণ চীন প্রভাতী ডাক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  19. "Bahrain squad is gearing up for the 2023 ACC Men's Premier Cup which will be the inaugural edition of the Men's Premier Cup"বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  20. "UAE squad for ACC Premier Cup 2023 announced"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ 
  21. @CricketNep (১৬ এপ্রিল ২০২৩)। "Ready to take on the competition! 🏆" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  22. "Kushal makes his first century"খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]