২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড
তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ – ১ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক তেম্বা বাভুমা জস বাটলার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান তেম্বা বাভুমা (১৮০) জস বাটলার (২৬১)
সর্বাধিক উইকেট আনরিখ নর্টখে (৬) জোফরা আর্চার (৭)
সিরিজ সেরা খেলোয়াড় জস বাটলার (ইংল্যান্ড)

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১] সিরিজটি প্রাথমিকভাবে ২০২০ সালে ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে সিরিজটি সে সময় স্থগিত করা হয়।[২] ২০২২ সালের অক্টোবর মাসে সিরিজের পুনর্নির্ধারিত সূচি নিশ্চিত করা হয়।[৩] সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা[৫]  ইংল্যান্ড[৬]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৭ জানুয়ারি ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৯৮/৭ (৫০ ওভার)
 ইংল্যান্ড
২৭১ (৪৪.২ ওভার)
জেসন রয় ১১৩ (৯১)
আনরিখ নর্টখে ৪/৬২ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২৭ রানে জয়ী
মাংআউং ওভাল, ব্লুমফন্টেইন
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হ্যারি ব্রুক (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, ইংল্যান্ড ০।

২য় ওডিআই[সম্পাদনা]

২৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৪২/৭ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৩৪৭/৫ (৪৯.১ ওভার)
জস বাটলার ৯৪* (৮২)
আনরিখ নর্টখে ২/৬৪ (৯ ওভার)
তেম্বা বাভুমা ১০৯ (১০২)
অলি স্টোন ২/৪৮ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
মাংআউং ওভাল, ব্লুমফন্টেইন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, ইংল্যান্ড ০।

৩য় ওডিআই[সম্পাদনা]

১ ফেব্রুয়ারি ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৪৬/৭ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৮৭ (৪৩.১ ওভার)
জস বাটলার ১৩১ (১২৭)
লুংগিসানি ন্‌গিদি ৪/৬২ (১০ ওভার)
ইংল্যান্ড ৫৯ রানে জয়ী
ডায়মন্ড ওভাল, কিমবার্লি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জোফরা আর্চার (ইংল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৭]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, দক্ষিণ আফ্রিকা −১।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa to host England and Netherlands for ODIs in early 2023"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  2. "South Africa-England CWC Super League series postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০ 
  3. "England in South Africa: Rearranged ODI series confirmed for early 2023"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  4. "Archer's career-best haul puts massive dent in South Africa's World Cup hopes"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Magala back in South Africa's ODI squad for series against England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৩ 
  6. "England name squad for Men's ODI tour of South Africa"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২ 
  7. "Jos Buttler, Dawid Malan tons, Jofra Archer six-for snap England losing streak"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. "South Africa lose crucial points in race to direct Cricket World Cup qualification"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]